মন্ত্রণালয়ের নির্দেশনার তোয়াক্কা না করে ভর্তি পরীক্ষা নিচ্ছে জবি – ইউ এস বাংলা নিউজ




মন্ত্রণালয়ের নির্দেশনার তোয়াক্কা না করে ভর্তি পরীক্ষা নিচ্ছে জবি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ জানুয়ারি, ২০২৫ | ৬:১৩ 64 ভিউ
গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় ফিরতে শিক্ষা মন্ত্রণালয় কয়েক দফা অনুরোধ ও নির্দেশনা দিলেও সেটির তোয়াক্কা করেনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)।আজ (শুক্রবার) নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা নেওয়া শুরু করেছে বিশ্ববিদ্যালয়টি। শুক্রবার সকাল ১০টায় ‘ই’ ইউনিটের (চারুকলা অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।এরমধ্যে দিয়ে চার বছর পর নিজস্ব ভর্তি পদ্ধতিতে ফিরল জবি।২০২০ সাল থেকে তিন শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত হয়ে ভর্তি পরীক্ষা নিচ্ছিল জবি। জানা গেছে, প্রাথমিকভাবে তিন শিফটে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা থাকলেও পরীক্ষার্থী কম থাকায় চারুকলা অনুষদের ভর্তি পরীক্ষাটি আজ (৩১ জানুয়ারি) এক শিফটে অনুষ্ঠিত হয়েছে।মোট ৬০টি আসনের বিপরীতে ১ হাজার ৩৭৫ জন পরীক্ষার্থীয় অংশ নেন।উপস্থিতির হার ছিল প্রায় ৯০ শতাংশ। বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক মো.

আলপ্তগীন তুষার গণমাধ্যমকে বলেন, খুবই সুশৃঙ্খলভাবে পরীক্ষার মাধ্যমে আমরা গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে গেলাম। আজকের চারুকলা অনুষদের পরীক্ষায় প্রায় ৯০ শতাংশ আবেদনকারী পরীক্ষা দিয়েছে। আগামী ১৪ ফেব্রুয়ারি ‘ডি’ ইউনিটের (সামাজিক বিজ্ঞান অনুষদ) পরীক্ষা অনুষ্ঠিত হবে।এরপর ১৫ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিটের (কলা ও আইন অনুষদ), ২২ ফেব্রুয়ারি ‘এ’ (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ) এবং ২৮ ফেব্রুয়ারি ‘সি’ ইউনিটের (বিজনেস স্টাডিজ অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিকে গত ২৭ জানুয়ারি দেশের ২৪টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা বহাল রাখার নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়। গুচ্ছভুক্ত সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি চিঠি দিয়েছে। মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব শারমিনা নাসরীনের সই করা চিঠিতে

বলা হয়, ২০২০ সাল থেকে দেশের সরকারি সাধারণ, কৃষি, প্রকৌশল ও প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) পর্যায়ে গুচ্ছ পদ্ধতিতে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম চালু করা হয়। গত ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ২৪টি বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে ভর্তি কার্যক্রম পরিচালনা করে। সম্প্রতি গুচ্ছভুক্ত কয়েকটি বিশ্ববিদ্যালয় শিক্ষা মন্ত্রণালয়ের অনুরোধ অগ্রাহ্য করে নিজস্ব উদ্যোগে পৃথকভাবে ভর্তি কার্যক্রম নিয়েছে। বর্তমান পরিস্থিতিতে গুচ্ছ ভর্তি পদ্ধতি থেকে বেরিয়ে এককভাবে ভর্তি পরীক্ষা নিলে শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য তা বাড়তি চাপ ও বিভ্রান্তির সৃষ্টি করবে বলে মনে করছে শিক্ষা মন্ত্রণালয়। ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তিচ্ছু প্রায় ৫ লাখ শিক্ষার্থীর স্বার্থ ও দাবি বিবেচনা করে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি কার্যক্রম কঠোরভাবে মেনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নির্দেশ দেওয়া হয় চিঠিতে। কিন্তু মন্ত্রণালয়ের এই নির্দেশনার পরেও নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা শুরু করল জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৩৫ শতাংশ শুল্ক আরোপ করে ড. ইউনূসকে চিঠিতে যে বার্তা দিলেন ট্রাম্প মালয়েশিয়ায় ১০ কার্যদিবসে প্রবাসীদের চাকরির অনুমোদন ট্রাম্পকে শান্তি পুরস্কারের জন্য পাকিস্তানের প্রস্তাবকে স্বাগত জানাল হোয়াইট হাউজ জরিপ: তরুণদের ভোটে কে এগিয়ে, বিএনপি জামায়াত নাকি এনসিপি দুপুরের মধ্যে ৭ জেলায় ঝড়বৃষ্টির শঙ্কা, সতর্ক সংকেত জারি আ.লীগ ছাড়া দলগুলোকে আয়-ব্যয়ের তথ্য দিতে ইসির চিঠি ট্রাম্পকে শান্তি পুরস্কারের জন্য পাকিস্তানের প্রস্তাবকে স্বাগত জানাল হোয়াইট হাউজ ইরান হামলার আগাম অনুমতির তদবিরে যুক্তরাষ্ট্রে নেতানিয়াহু হামাসের ৯৫ ভাগ নেতাই নিহত শাকিব খানের বিপরীতে ভারতীয় নায়িকা কেন, প্রশ্ন দীপার অবশেষে সিনেমায় ফিরছেন মিম ইরান হামলার আগাম অনুমতির তদবিরে যুক্তরাষ্ট্রে নেতানিয়াহু ইরান ও ফিলিস্তিনের পক্ষ নিলেন ব্রিকস জোটের নেতারা হামাসের ৯৫ ভাগ নেতাই নিহত ঘুমিয়েই ৯ লাখ টাকা জিতলেন তরুণী ফিলিস্তিনপন্থি সংগঠন নিষিদ্ধের পক্ষে ভোট টিউলিপ-রুশানারার কালজয়ী সিনেমা ‘অবুঝ মন’ একটি সময়ের দলিল অবশেষে সিনেমায় ফিরছেন মিম ইতিহাস গড়া নারী ফুটবলারদের ৫০ লাখ টাকা পুরস্কার দেবে ক্রীড়া মন্ত্রণালয় ইউনানী-আয়ুর্বেদিকের চিঠি বাতিল ও আইন কাউন্সিল চায় শিক্ষার্থীরা