ব্রাহ্মণবাড়িয়ায় কুরবানির জন্য দেড় লাখ পশু প্রস্তুত – ইউ এস বাংলা নিউজ




ব্রাহ্মণবাড়িয়ায় কুরবানির জন্য দেড় লাখ পশু প্রস্তুত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ মে, ২০২৫ | ৯:৩০ 38 ভিউ
ব্রাহ্মণবাড়িয়ায় প্রতি বছরই কুরবানির ঈদের পশুর বাজারগুলো জমজমাট হয়ে উঠে অন্তত ১৫ দিন আগে থেকেই। সেই অনুযায়ী এবারও কুরবানির পশু বিক্রি করতে শেষ প্রস্তুতি নিচ্ছেন খামারি ও গৃহস্থরা। ইতোমধ্যে অনলাইনে কুরবানির পশু বিক্রয়ের প্রচারণা চালিয়ে যাচ্ছেন তারা। তবে প্রতিবেশী দেশগুলো হতে গরু আসা নিয়ে উদ্বিগ্নতার মধ্যে রয়েছেন খামারিরা। কুরবানি ঘিরে সরকারের কাছে জেলার সব খামারিদের একটাই দাবি ভারত ও অন্যান্য দেশ হতে যেন কোনো কুরবানির পশু আমদানি না করা হয়। জেলা প্রশাসন ও প্রাণিসম্পদ অধিদপ্তর যৌথভাবে পশুর স্বাস্থ্য পরীক্ষা, হাট ব্যবস্থাপনা ও নিরাপদ পরিবহণ নিশ্চিত করতে কাজ করছে। স্টেরয়েড ও হরমোনমুক্ত পশু নিশ্চিত করতে খামারিদের প্রশিক্ষণ এবং সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। জেলার প্রাণিসম্পদ

কার্যালয়ের তথ্যমতে, চলতি বছর ব্রাহ্মণবাড়িয়ায় গবাদি পশুর খামার রয়েছে ১৪ হাজার ৭৯২টি। এসব খামারে কুরবানির জন্য এক লাখ ৩৫ হাজার ৬৩৫ পশু লালন-পালন করা হচ্ছে। যার মধ্যে সবচেয়ে বেশি খামার রয়েছে সদর উপজেলায় ৪ হাজার ১৭১টি, কসবা ২ হাজার ৪৪টি, নবীনগর ১ হাজার ৭০৩টি, নাসিরনগর ১ হাজার ৬১৮টি, বাঞ্ছারামপুর ১ হাজার ২৮১টি, সরাইল ১ হাজার ২৭৫টি, আশুগঞ্জ ১ হাজার ২৭টি, বিজয়নগর ৮৯৬টি। ৯ উপজেলার ১৪ হাজার ৭৯২টি খামারে গরু রয়েছে ৯৯ হাজার ৫৬৭টি, মহিষ ১২ হাজার ১৬৬টি, ছাগল ও ভেড়া ১৫ হাজার ৩২১টি ও ৮ হাজার ৫৮১টি। খোঁজ নিয়ে জানা যায়, জেলার সদর উপজেলার নবাব এগ্রো ফার্মের খামারটিতে ৭০-৮৫ বিভিন্ন

জাতের দেশীয় ও বিদেশি গরু লালন-পালন করা হচ্ছে। খামার মালিক আশরাফুল ইসলাম শাকিল জানান, আমাদের খামারে অর্ধশতাধিক কুরবানির গরু রয়েছে। রয়েছে বড় জাতের মহিষ ও গাড়ল। এখানে সর্বোচ্চ ৬ লাখ থেকে সর্বনিম্ন দুই লাখ টাকার গরু রয়েছে। রয়েছে ফাইটার, খাসা, শাহীওয়ালসহ বিভিন্ন প্রজাতির ষাঁড় ও বলদ এবং বড় মহিষ। খামারটিতে অনেক টাকা বিনিয়োগ করা হয়েছে। দেশের যে পরিস্থিতি যদি ভারত হতে গরু না আসে তাহলে লাভবান হবেন। জেলার পৌর শহরের ছয়বাড়িয়া প্রিন্স এগ্রো ডেইরি খামার। এই খামারে বড়-ছোট মিলিয়ে প্রায় ২শর মতো গরু রয়েছে। এই খামারে সর্বোচ্চ গরুর মূল্য প্রায় ১২ লাখ টাকা ও সর্বনিম্ন দেড় লাখ। প্রতিদিন বেলায় ৮ জন শ্রমিক

খামারটিতে কাজ করেন। বড় বড় গরু রয়েছে। খামারের বড় দুইটি বলদ রয়েছে। যার একটির উচ্চতা ৭ ফুট ও প্রশস্ততা ১১ ফুট। লাইভ ওয়েট আছে প্রায় ৮৩০-১৪০০ কেজি। খামারটির মালিক ফুরকান উদ্দিন বলেন, আমি ব্যাংক হতে লোন নিয়ে এখানে বিনিয়োগ করেছি। এখন আমাদের দিক বিবেচনা করে সরকারের একটা পরিকল্পনা নিতে হবে। যাতে ভারত থেকে গরু না আসে। তাহলে প্রান্তিক খামারিরা লাভবান হবেন। এখানে সর্বোচ্চ ১০ লাখ থেকে সর্বনিম্ন দুই লাখ টাকার গরু রয়েছে। রয়েছে ফাইটার, খাসা, শাহীওয়াল, হারিয়ানা, নেপালি প্রজাতির ষাঁড় ও বলদ। এবার দেশের যে পরিস্থিতি ঈদের আগে যদি বিদেশ হতে গরু আসে, তাহলে অনেক টাকা লোকসান হবে। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা

ডা. মো. হাবিবুল ইসলাম বলেন, এই বছর কুরবানির ঈদকে ঘিরে পর্যাপ্ত পরিমাণে পশু ব্রাহ্মণবাড়িয়ায় প্রস্তুত রয়েছে। জেলার চাহিদা মিটিয়ে অতিরিক্ত আরও কয়েক হাজার পশু থাকবে। আমরা বিভিন্ন খামারে গিয়ে খামারিদের সহযোগিতা ও পরামর্শ দিচ্ছি। খামারিরাও ব্যস্ত সময় পার করছেন পশু লালন পালনে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গাজীপুরে ১০ লাখ টাকার নকল সিগারেটসহ গ্রেপ্তার ১ সিসিটিভি ফুটেজে যা দেখা গেল, মাথা ও শরীরের ওপর ছোড়া হয় বড় বড় পাথর পাথর মেরে মৃত্যু নিশ্চিতের পরই লাফিয়ে ওঠে লাশের ওপর, দেওয়া হয় লাথি নৃশংস সেই হত্যাকাণ্ডে ২ যুবদল নেতাকে আজীবন বহিষ্কার পাথর মেরে হত্যা : ছাত্রদলের সদস্য সচিব অপু দাসকে বহিষ্কার রাজধানীতে লাশ ঘিরে উল্লাস: সব আসামী শনাক্ত, অস্ত্রসহ গ্রেপ্তার ৪ দুনিয়া কাঁপানো ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন নির্মাতা দেড় বছরে বাংলাদেশে আশ্রয় নিয়েছে আরও ১ লাখ ৫০ হাজার রোহিঙ্গা ফোনে ‘বোমার খবর’, ওড়ার আগ মুহূর্তে থামানো হল বিমানের নেপালগামী ফ্লাইট বিশ্বে দ্রুত বাড়ছে ইসলাম ধর্মের অনুসারী অস্ত্র হস্তান্তর শুরু পিকেকের, এরদোয়ানের সাফল্য বামনায় ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার খুলনায় বাসার সামনে যুবদল নেতাকে গুলি করে হত্যা কর্ণফুলী ইপিজেডে কারখানায় আগুন ফুটওভার ব্রিজ পাশেই, তবু গাড়ির সামনে দিয়েই রাস্তা পারাপার যুক্তরাষ্ট্রের এক নম্বর জিম চেইন গোল্ডস জিম আবারো বাংলাদেশে অবৈধ সমুদ্রপথে ইউরোপ প্রবেশে শীর্ষে বাংলাদেশ লাইবেরিয়ার প্রেসিডেন্ট ‘ভালো ইংরেজি’ জানেন কীভাবে? ‘মোগো ছাইরা দেন, দেহি কিছু ধইরা বাঁচতে পারি কিনা’ সবজি-মাছ, ডিম-মুরগির দাম চড়া