বিগ, বিউটিফুল বিলকে আইনে রূপ দিলেন ট্রাম্প – ইউ এস বাংলা নিউজ




বিগ, বিউটিফুল বিলকে আইনে রূপ দিলেন ট্রাম্প

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জুলাই, ২০২৫ | ১০:৪০ 7 ভিউ
মার্কিন স্বাধীনতা দিবসের জমকালো অনুষ্ঠানে আলোচিত ‘বিগ, বিউটিফুল বিল’-এ সই করে এটিকে আইনে পরিণত করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসে তিনি বিলটিতে সই করেন। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানায়, হোয়াইট হাউসের অনুষ্ঠানে যোগ দেন বিলটিকে পাসে সহায়তাকারী কিছু রিপাবলিকান আইনপ্রণেতা। ট্রাম্প বিলটিতে সই করে একে আইনে রূপ দেওয়ার সময় তারা দাঁড়িয়ে স্বাগত জানান। চূড়ান্ত বিলটি সব রিপাবলিকানকে তুষ্ট করতে পারেনি, তবে প্রেসিডেন্ট ও কংগ্রেস তাদের আরোপিত সময়সীমা ৪ জুলাইয়ের মধ্যে বিলটি পাসে সক্ষম হয়েছে। বিলে সইয়ের বিষয়ে ট্রাম্প বলেন, ‘আমরা যা করেছি, তা হলো এক বিলে সবকিছুকে রেখেছি।’ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট বিলটিকে নির্বাচনি প্রচারের সময় ট্রাম্পের

সব নীতির প্রতিফলন ও মার্কিন জনগণের আকাঙ্ক্ষার নির্যাস হিসেবে আখ্যা দিয়েছেন। বিল পাস হওয়ার দিনটিকে তিনি আমেরিকার জনগণের বিজয়ের দিন হিসেবে আখ্যা দিয়েছেন। টানা কয়েক দিনের উদ্বেগ-উৎকণ্ঠা ও আলোচনার পর বৃহস্পতিবার বিকেলে ২১৮-২১৪ ভোটে বিগ, বিউটিফুল বিলটি পাস হয়। এ বিল পাসের বিপক্ষে অবস্থান নেন রিপাবলিকান রিপ্রেজেন্টেটিভ ব্রায়ান ফিটজপ্যাট্রিক ও টমাস ম্যাসি। বিলের পক্ষে ভোট দেননি কোনো ডেমোক্র্যাট। বিল পাসের আগে রিপাবলিকান বিরোধীদের সঙ্গে বৃহস্পতিবার ভোরে দলটির শীর্ষ নেতৃত্ব ও হোয়াইট হাউসের কর্মকর্তারা কথা বলেন। হোয়াইট হাউসের জ্যেষ্ঠ এক কর্মকর্তা বৃহস্পতিবার সাংবাদিকদের জানান, বিলের প্রক্রিয়ায় ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন প্রেসিডেন্ট। তিনি মধ্যরাতে ফোনকল করে বিলটিকে কংগ্রেসে পাস হওয়ায় সহায়তা করেন। বিলটি ২০১৭ সালে প্রেসিডেন্ট হিসেবে

ট্রাম্পের প্রথম মেয়াদকালে দেওয়া কর ছাড়েরই সম্প্রসারিত রূপ। পাশাপাশি সেনাবাহিনী ও অভিবাসন নিয়ন্ত্রণে খরচও বাড়ানো হবে। এই বিলে কম আয়ের মার্কিন নাগরিকদের জন্য মেডিকেইড নামের স্বাস্থ্য কর্মসূচি ও খাদ্যসহায়তা কর্মসূচির খরচ থেকে প্রায় ৯৩ হাজার কোটি ডলার কাটাছাঁটের কথা বলা হয়েছে। এতে লাখ লাখ আমেরিকান স্বাস্থ্যবিমার বাইরে চলে যাবেন। যদিও ট্রাম্প এ কর্মসূচিতে হাত না দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। বিশ্লেষকেরা বলছেন, এ বিল আইনে রূপ নেওয়ায় আমেরিকার জাতীয় ঋণ এক দশকে বেড়ে দাঁড়াবে তিন দশমিক তিন ট্রিলিয়ন ডলারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভূমি ধসের কারণে ঝুঁকিতে ‘নান্দনিক’ সিন্দুকছড়ি-জালিয়াপাড়া সড়ক নির্বাচনের প্রচারে পোস্টার বাদ দেওয়ার প্রস্তাবে বিএনপি–এনসিপির দ্বিমত মৌসুমী বায়ুর প্রভাবে ঢাকায় বৃষ্টি, চলবে ৯ জুলাই পর্যন্ত বিগ, বিউটিফুল বিলকে আইনে রূপ দিলেন ট্রাম্প টিভিতে মোবাইলে কোন খেলা কোথায় দেখবেন ক্লাব বিশ্বকাপে সবার আগে সেমিফাইনালে ব্রাজিলের ক্লাব টেক্সাসে বন্যায় ১৩ জনের মৃত্যু চুয়াডাঙ্গায় তেলবাহী ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩, আহত ৫ গোলকিপারের ভুলে চারে দুই হলো না ব্রাজিলের কঠোর খামেনি, ইরান ছাড়ল জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক দল ইউক্রেনে ‘রাসায়নিক অস্ত্র’ ব্যবহার করেছে রাশিয়া! আন্তর্জাতিক পুরস্কারজয়ী কামার-সারার ‘অন্যদিন…’ আসছে ১১ জুলাই মা হতে চান, যুদ্ধবিধ্বস্ত এলাকা থেকে সন্তান দত্তক নেওয়ার পরিকল্পনা ছিল জয়া আহসানের! ত্বকের যত্ন আর কখন করবেন, ৩০ পেরোলে? জারিন তাসনিমার একক চিত্র প্রদর্শনী ‘মাটি, মূর্তি ও মানস’ ৫ ঘণ্টা পর খুলনার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক চবিতে শিক্ষককে ঘিরে বিক্ষোভ, ‘মব’ সৃষ্টির অভিযোগ জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ-যোগ্য’ লোককে ভোট দিতে বললেন পুলিশ কর্মকর্তা ডেঙ্গু নিয়ে হাসপাতালে আরও ২০৪ জন, অর্ধেকই বরিশাল বিভাগের পিএসসি সংস্কার দাবিতে শাহবাগ ‘ব্লকেড’, পুলিশের সঙ্গে হাতাহাতি