![](https://usbangla24.news/wp-content/themes/pitwmeganews/pitw-assets/pitw-image/user_default.png)
ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
![](https://usbangla24.news/wp-content/uploads/2025/02/Untitled-1-67a5e4fc46834.jpg)
গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা ‘নিখোঁজ’
![](https://usbangla24.news/wp-content/uploads/2025/02/09-2502062039.webp)
ছাত্রদল নেতার চাঁদা দাবির অডিও ফাঁস, পদ থেকে বহিষ্কার
![](https://usbangla24.news/wp-content/uploads/2025/02/9-10-2502061445.webp)
চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সম্পাদক তারেক গ্রেফতার
![](https://usbangla24.news/wp-content/uploads/2025/02/Khaleda-py-67a34b12bbda6.jpg)
খালেদা জিয়ার নাইকো মামলার সাক্ষ্যগ্রহণ শেষ
![](https://usbangla24.news/wp-content/uploads/2025/02/arrested-1738676658.jpg)
আ. লীগের লিফলেট বিতরণ করা সেই বিসিএস কর্মকর্তা গ্রেপ্তার
![](https://usbangla24.news/wp-content/uploads/2025/02/untitled-11-1738434604.webp)
আ’লীগ ঠেকাতে অভিন্ন ভোটের ভাবনায় ভিন্ন
![](https://usbangla24.news/wp-content/uploads/2025/02/tarek-2502041049.webp)
তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা বাতিলের রায় প্রকাশ
বড় অর্থনীতিবিদ হয়েও দেশের অর্থনীতিকে ভালো করতে পারেন নাই: মান্না
![](https://usbangla24.news/wp-content/uploads/2025/02/pic-6-67a73cdd33582.jpg)
গণ-অভ্যুত্থানের ছয় মাস পেরিয়ে যাওয়া দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার একটা কঠিন সময়ে এসে পড়েছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকার একটা কঠিন সময়ে এসে পড়েছে- এটা তো সত্যি৷ উনি (প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস) দেশের অর্থনীতির অবস্থা ভালো করতে পারেন নাই। এত বড় অর্থনীতিবিদ! জিনিসপত্রের দাম কমাতে পারেন নাই। ইনভেস্টমেন্ট বাড়েনি, ইনকাম রেট বাড়েনি। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দুর্বল।
শনিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে রাষ্ট্র সংস্কার ফোরামের আয়োজনে ‘নির্বাচন সংস্কার বিশ্লেষণ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মান্না এ সময় আশঙ্কা প্রকাশ করে বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে মানুষ যদি রাস্তায় নামে, তাহলে
এই সরকার কি তা থামাতে পারবে? কোনো একটি রাজনৈতিক দল যদি তা সমর্থন করে হরতাল ডাকে; তা মোকাবিলা করার জন্য কি পুলিশ নামবে? সরকার তো দুর্বল।এরকম সরকার দিয়ে তো দীর্ঘদিন ভালো শাসন চালাতে পারবেন না৷যখন তখন সেটা ভেঙে যেতে পারে! একই সঙ্গে অন্তর্বর্তী সরকারকে সমর্থন যুগিয়ে যাওয়ার যৌক্তিকতা তুলে ধরে মান্না বলেন, আমরা সরকারের সমালোচনা করি কিন্তু কাঠগড়ায় তুলি না। আমরা জানি এ সরকার পরাজিত হলে আমরাও পরাজিত হব। অন্তর্বর্তী সরকারের ১৫টি সংস্কার কমিশনের মধ্যে ৬টির রিপোর্ট জমার বিষয়ে মান্না বলেন, এরপরে মূল কথা কী? ৬টা সংস্কার কমিশনের মধ্যে কমন কতগুলো কথা পাওয়া যায়৷ আলোচনা করে কতগুলোতে ঐকমত্য করা যায়। তার ওপর
নির্ভর করছে সংস্কারের সফলতা। সংস্কার প্রস্তাবনা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল দ্বিমত পোষণ করছেন এমন পরিস্থিতিতে মান্না তার নিজস্ব ভাবনার কথা প্রকাশ করে বলেন, সংস্কারের ওপর রাখঢাক করে লাভ নেই।সংস্কার ভালো জিনিস, সংস্কার করার ব্যাপারে সমগ্র জাতি এখন ঐক্যবদ্ধ। তিনি বলেন, প্রশ্নটা হলো সংস্কারটা কতখানি লাগবে? তবে ইউনূস সাহেব বলেছেন, সংস্কারের প্রশ্নে কোনো বিষয়ে নূন্যতম যে ঐকমত্য হবে সরকার ততটুকু সংস্কার করবে।কোনো সংস্কার তিনি চাপিয়ে দেবেন না।এটাই ভাবনার ব্যাপার।কারণ আমাদের এমন একটা বিভাজিত দেশ, নিজেদের মধ্যে ঐকমত্য বলতে কিছু নাই।এ পর্যন্ত সংস্কার প্রসঙ্গে যত আলোচনা হয়েছে, আমি একটা প্রসঙ্গে ঐকমত্য দেখতে পাচ্ছি, সেটা হলো- প্রধানমন্ত্রীর ক্ষমতা কমাতে হবে। এর বাইরে অন্য কোনো
বিষয়ে ঐকমত্য দেখানে যায়নি। সংস্কার প্রস্তাবনায় গণতন্ত্রের উত্তরণের বিষয়টি সবচেয়ে গুরুত্ব দিয়ে দেখার পরামর্শ দেন বর্ষীয়ান এই রাজনীতিবিদ।তিনি বলেন, পুলিশ, ব্যুরোক্রেসি ও ইলেকশন কমিশন সংস্কার করেন। তাহলে এগুলো নিয়ে বেশি বিতর্ক তৈরি হবে না।
এই সরকার কি তা থামাতে পারবে? কোনো একটি রাজনৈতিক দল যদি তা সমর্থন করে হরতাল ডাকে; তা মোকাবিলা করার জন্য কি পুলিশ নামবে? সরকার তো দুর্বল।এরকম সরকার দিয়ে তো দীর্ঘদিন ভালো শাসন চালাতে পারবেন না৷যখন তখন সেটা ভেঙে যেতে পারে! একই সঙ্গে অন্তর্বর্তী সরকারকে সমর্থন যুগিয়ে যাওয়ার যৌক্তিকতা তুলে ধরে মান্না বলেন, আমরা সরকারের সমালোচনা করি কিন্তু কাঠগড়ায় তুলি না। আমরা জানি এ সরকার পরাজিত হলে আমরাও পরাজিত হব। অন্তর্বর্তী সরকারের ১৫টি সংস্কার কমিশনের মধ্যে ৬টির রিপোর্ট জমার বিষয়ে মান্না বলেন, এরপরে মূল কথা কী? ৬টা সংস্কার কমিশনের মধ্যে কমন কতগুলো কথা পাওয়া যায়৷ আলোচনা করে কতগুলোতে ঐকমত্য করা যায়। তার ওপর
নির্ভর করছে সংস্কারের সফলতা। সংস্কার প্রস্তাবনা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল দ্বিমত পোষণ করছেন এমন পরিস্থিতিতে মান্না তার নিজস্ব ভাবনার কথা প্রকাশ করে বলেন, সংস্কারের ওপর রাখঢাক করে লাভ নেই।সংস্কার ভালো জিনিস, সংস্কার করার ব্যাপারে সমগ্র জাতি এখন ঐক্যবদ্ধ। তিনি বলেন, প্রশ্নটা হলো সংস্কারটা কতখানি লাগবে? তবে ইউনূস সাহেব বলেছেন, সংস্কারের প্রশ্নে কোনো বিষয়ে নূন্যতম যে ঐকমত্য হবে সরকার ততটুকু সংস্কার করবে।কোনো সংস্কার তিনি চাপিয়ে দেবেন না।এটাই ভাবনার ব্যাপার।কারণ আমাদের এমন একটা বিভাজিত দেশ, নিজেদের মধ্যে ঐকমত্য বলতে কিছু নাই।এ পর্যন্ত সংস্কার প্রসঙ্গে যত আলোচনা হয়েছে, আমি একটা প্রসঙ্গে ঐকমত্য দেখতে পাচ্ছি, সেটা হলো- প্রধানমন্ত্রীর ক্ষমতা কমাতে হবে। এর বাইরে অন্য কোনো
বিষয়ে ঐকমত্য দেখানে যায়নি। সংস্কার প্রস্তাবনায় গণতন্ত্রের উত্তরণের বিষয়টি সবচেয়ে গুরুত্ব দিয়ে দেখার পরামর্শ দেন বর্ষীয়ান এই রাজনীতিবিদ।তিনি বলেন, পুলিশ, ব্যুরোক্রেসি ও ইলেকশন কমিশন সংস্কার করেন। তাহলে এগুলো নিয়ে বেশি বিতর্ক তৈরি হবে না।