‘ফুলকপি’ প্রতীকে নতুন দল – ইউ এস বাংলা নিউজ




‘ফুলকপি’ প্রতীকে নতুন দল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ ফেব্রুয়ারি, ২০২৫ | ৯:৩৪ 52 ভিউ
বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) আদালতের আদেশে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেয়েছে নির্বাচন কমিশনের (ইসি) মাধ্যমে। এর ফলে, বিডিপি এখন বাংলাদেশে একটি স্বীকৃত রাজনৈতিক দল হিসেবে কার্যক্রম পরিচালনা করতে পারবে। নির্বাচন কমিশন দলটির জন্য ‘ফুলকপি’ নামক প্রতীক বরাদ্দ করেছে, যা বিডিপি তার নির্বাচনী প্রচারণা ও অন্যান্য কার্যক্রমে ব্যবহার করবে। রোববার (২ ফেব্রুয়ারি) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়। এটি বিডিপির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, কারণ তারা এখন দেশের নির্বাচন ও রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণের অধিকার পেয়েছে। আদালতের আদেশের মাধ্যমে দলটি ইসির নিবন্ধন পেলে তারা আগামী নির্বাচনে তাদের প্রার্থীদের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার সুযোগ পাবে এবং

তাদের নির্বাচনী প্রতীক ব্যবহার করতে পারবে। প্রজ্ঞাপনে বলা হয়, ‘বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের (রিট ৬৪৩১/২০২৩) এর গত ১২ ডিসেম্বরের প্রদত্ত রায় ও আদেশের পরিপ্রেক্ষিতে গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) বিধান অনুযায়ী বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসাবে নিবন্ধন করেছে। দলটির প্রতীক সংরক্ষণ করা হয়েছে ‘ফুলকপি’। নিবন্ধন নম্বর ৫৪।’ নির্বাচন কমিশন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিকে (বিডিপি) নিবন্ধন না দেওয়ায় হাইকোর্টে রিট আবেদনটি করেছিলেন দলটির চেয়ারম্যান এ কে এম আনোয়ারুল ইসলাম। এর আগে ২০২২ সালের ২৬ অক্টোবর রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন করে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। কিন্তু ১০ এপ্রিল ২০২৩ সালে নির্বাচন কমিশন তাদের আবেদন নামঞ্জুর

করে। ১২ ডিসেম্বর রায় ঘোষণার পর দলটির চেয়ারম্যান সাংবাদিকদের বলেছিলেন, ২০২৩ সালের ২৫ মে আমরা নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট আবেদন করি। আমাদের রাজনৈতিক দল হিসেবে কেন নিবন্ধন দেওয়া হবে না, তা জানতে চেয়ে ২০২৩ সালের ২৩ জুন রুল জারি করে হাইকোর্ট। শুনানি শেষে বিডিপিকে নিবন্ধন দেওয়ার পক্ষে রায় দিয়েছেন। নবম সংসদ নির্বাচন (২০০৮) এর আগে বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর নিবন্ধন প্রথা চালু করা হয়। এর পর থেকে, নির্বাচন কমিশন (ইসি) এখন পর্যন্ত ৫৩টি রাজনৈতিক দলের নিবন্ধন প্রদান করেছে। তবে শর্ত পূরণে ব্যর্থতা বা শর্ত প্রতিপালনে অবহেলার কারণে পাঁচটি দলের নিবন্ধন বাতিল করা হয়েছে—এগুলো হল জামায়াতে ইসলামী, ফ্রিডম পার্টি, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন,

পিডিপি এবং জাগপা। এই বাতিলের পিছনে আদালতের নির্দেশও ছিল। এছাড়া, ছাত্র-জনতার আন্দোলনের ফলস্বরূপ আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন কিছু রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন করেছে এবং নির্বাচন কমিশন সেগুলোর নিবন্ধনও দিয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল এবি পার্টি, নুরুল হক নুরের গণঅধিকার পরিষদ (জিওপি), মাহমুদুর রহমানের নাগরিক ঐক্য এবং গণসংহতি আন্দোলন। এমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের অধীনে, আদালতের আদেশের পর বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) নিবন্ধন পেয়েছে। এর ফলে, নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সংখ্যা বর্তমানে ৪৯-এ দাঁড়িয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দুই ‘মাস্টারের’ জুয়ার ফাঁদে নিঃস্ব হচ্ছেন তরুণরা ফাঁসছেন অর্ধশত ক্যাডার কর্মকর্তা ধরাছোঁয়ার বাইরে তাসকিন দুপুরের মধ্যে যেসব জেলায় হতে পারে ঝড় ওষুধের জেনেরিক নাম ব্যবহারে প্রতারিত হবে রোগী, বাড়বে স্বাস্থ্যঝুঁকি চীন গেল, জাপান এলো রেলপথের ব্যয় বাড়ল তৈরি পোশাক রপ্তানিতে বড় ধাক্কা আসতে পারে দুই বছর প্রতিদিন ইসরায়েলে হামলার সক্ষমতা আছে ইরানের : আইআরজিসি ইসরায়েলে যাওয়ায় বরখাস্ত হলেন নেদারল্যান্ডসের মসজিদের ইমাম কক্ষপথে রাশিয়ার ‘অস্ত্রবাহী’ স্যাটেলাইট, বিশ্বের জন্য ভয়ানক বার্তা ইসরায়েলের ৫ সামরিক স্থাপনায় সরাসরি আঘাত হানে ইরানের ক্ষেপণাস্ত্র : রয়টার্স ইরানি সিনেমা ভালোবাসার ছবি আঁকে হৃদয়ে জুলাইযোদ্ধাদের জন্য ২৫ কোটি টাকার বিশেষ তহবিল এসএসসির ফল প্রকাশে নতুন পদ্ধতি, জানবেন যেভাবে ভারতীয় পাহাড়ী ঢল, ফেনী ও কুমিল্লায় ভয়াবহ বন্যার শঙ্কা মেট্রোতে গড়ে প্রতিদিন যাত্রী ওঠে ৪ লাখ, কোন স্টেশনে বেশি ৯৯ রানে বিধ্বস্ত বাংলাদেশ, শ্রীলঙ্কার সিরিজ জয় ট্রাম্পের ‘শুল্কের বিপদ’ এড়াতে আরও বোয়িং কেনার ভাবনা সরকারের নির্বাচনের তারিখ আমি নিজেও জানি না: সিইসি ইসরায়েলি হামলায় ১৮ সহস্রাধিক শিক্ষক-শিক্ষার্থী নিহত