দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি – ইউ এস বাংলা নিউজ




দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৫ | ৯:২১ 61 ভিউ
ছয় দফা দাবি আদায় এবং আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে ‘কাফন মিছিল’ হয়েছে। শুক্রবার জুমার পর নিজ নিজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। এ সময় তারা অভিযোগ করেন, বারবার আশ্বাস দিয়েও দাবি মানছে না সরকার। আর বৈঠকের নামে শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। ফলে দাবি আদায় না হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। জুমার নামাজের পর ‘কাফন মিছিল’ বের করেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। প্রতিষ্ঠানটির জামে মসজিদের সামনে থেকে শুরু হওয়া মিছিল তেজগাঁও এলাকার প্রধান সড়কে যায়। এরপর সাতরাস্তা মোড় ঘুরে পলিটেকনিক ইনস্টিটিউটের মূল ফটকে পৌঁছে। সেখানে কিছু সময়

অবস্থান করেন শিক্ষার্থীরা। পরে তারা ক্যাম্পাসের ভেতরে অবস্থান নেন। বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীদের মাথায় কাফনের কাপড় বাঁধা ছিল। কারও কারও পরনে ছিল কাফনের কাপড়। মিছিল থেকে নানা স্লোগান দেওয়া হয়। কারিগরি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধি মাসফিক ইসলাম বলেন, ‘আমরা সচিবালয়ে বৈঠক করে ব্যবস্থা নিতে বলেছিলাম। কিন্তু সেসবের কোনো বাস্তবায়ন নেই। উপদেষ্টার আহ্বানে আমরা বৃহস্পতিবারের কর্মসূচি শিথিল করেছিলাম। কিন্তু বৈঠকে গিয়ে দেখি, শিক্ষা উপদেষ্টা নেই, সচিবও নেই। তাই আমরা এসি রুমের বৈঠক প্রত্যাখ্যান করলাম। দাবি আদায় না হলে কঠোর কর্মসূচিতে যাব।’ ছয় দফা দাবিতে বুধবার ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক, মহাসড়ক ও রেলপথ অবরোধ করেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। একদিন পর বৃহস্পতিবার সারা

দেশে ‘রেল ব্লকেড’ বা রেলপথ অবরোধ করার ঘোষণা দেন তারা। পরে আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয়, বৃহস্পতিবার দুপুরে শিক্ষা উপদেষ্টার সঙ্গে তাদের বৈঠক আছে। বৈঠকের আগ পর্যন্ত রেল ব্লকেড কর্মসূচি শিথিল থাকবে। তবে শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার (সিআর আবরার) এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব খ ম কবিরুল ইসলাম মন্ত্রণালয়ে না থাকায় অতিরিক্ত সচিব (কারিগরি অনুবিভাগ) রেহানা ইয়াছমিনের সঙ্গে বৈঠক করে আন্দোলনকারী শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল। দুপুর ১২টার দিকে বৈঠক শুরু হয়ে শেষ হয় বেলা ৩টায়। তবে ওই আলোচনায় সন্তুষ্ট হননি শিক্ষার্থীরা। ফলে তারা আন্দোলনের কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। ঘোষণার অংশ হিসাবে বৃহস্পতিবার সন্ধ্যায় দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে

মশাল মিছিল বের করেন তারা। ঘোষণা দেওয়া হয় শুক্রবার জুমার নামাজের পর সব পলিটেকনিক ইনস্টিটিউটে একযোগে কাফন মিছিল করার। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসাবে এদিন জুমার নামাজের পর সব পলিটেকনিক ইনস্টিটিউটে কাফন মিছিল বের হয়। পলিটেকনিক শিক্ষার্থীদের ছয় দফা : পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের ৬ দফা দাবি হলো-জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের ৩০ শতাংশ পদোন্নতি কোটা বাতিল, জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির রায় বাতিল, ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের পদবি পরিবর্তন, মামলার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের চাকরিচ্যুত, ২০২১ সালে নিয়োগপ্রাপ্ত ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ বাতিল এবং বিতর্কিত নিয়োগবিধি অবিলম্বে সংশোধন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শুধু ঘুম পায়? মধ্যরাতে ঢাবি-ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ট্রাম্প না পেলেও শান্তির নোবেল ‘আমেরিকার স্বার্থে’ আরেকটি ‘নাকবা’: গাজা পুনর্গঠনে লেগে যাবে প্রজন্মের পর প্রজন্ম পাকিস্তান-আফগানিস্তানের সংঘাত ‘আপাতত’ স্থগিত মোগল সম্রাট আকবরের রাজত্বকালের সূচনা সম্পর্ক টিকিয়ে রাখার ৩ কৌশল মসজিদে ঢুকেই তাহিয়্যাতুল-মাসজিদ নামাজ আদায়ের গুরুত্ব উচ্চমূল্যের চাপে মধ্যবিত্ত হয়ে যাচ্ছে নিম্নবিত্ত নূতন-কাজলকে পেছনে ফেললেন আলিয়া! উপদেষ্টারা আখের গুছিয়ে ফেলেছেন কিন্তু শিক্ষকের বেলায় টাকা নেই: সামান্তা সোমবার থেকে শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ৯৫৩ প্রথমবার বাংলাদেশে আসছেন জাকির নায়েক পাকিস্তানের সঙ্গে সংঘাত স্থগিতের ঘোষণা দিলেন আফগান মন্ত্রী আফগানিস্তানের ২০০ জনের বেশি সৈন্য ও যোদ্ধা নিহতের দাবি পাকিস্তানের পাকিস্তানের ২৫ সীমান্তপোস্ট দখল ও ৫৮ সেনা হত্যার দাবি আফগানিস্তানের ৬টি ফিল্মফেয়ার, অনন্য উচ্চতায় আলিয়া ভাট মাউশি ভেঙে হচ্ছে দুই অধিদপ্তর বাংলাদেশের ২৬ শতাংশ মানুষ মানসিক যন্ত্রণায় ভুগছেন