দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৫
     ৯:২১ পূর্বাহ্ণ

দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৫ | ৯:২১ 84 ভিউ
ছয় দফা দাবি আদায় এবং আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে ‘কাফন মিছিল’ হয়েছে। শুক্রবার জুমার পর নিজ নিজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। এ সময় তারা অভিযোগ করেন, বারবার আশ্বাস দিয়েও দাবি মানছে না সরকার। আর বৈঠকের নামে শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। ফলে দাবি আদায় না হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। জুমার নামাজের পর ‘কাফন মিছিল’ বের করেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। প্রতিষ্ঠানটির জামে মসজিদের সামনে থেকে শুরু হওয়া মিছিল তেজগাঁও এলাকার প্রধান সড়কে যায়। এরপর সাতরাস্তা মোড় ঘুরে পলিটেকনিক ইনস্টিটিউটের মূল ফটকে পৌঁছে। সেখানে কিছু সময়

অবস্থান করেন শিক্ষার্থীরা। পরে তারা ক্যাম্পাসের ভেতরে অবস্থান নেন। বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীদের মাথায় কাফনের কাপড় বাঁধা ছিল। কারও কারও পরনে ছিল কাফনের কাপড়। মিছিল থেকে নানা স্লোগান দেওয়া হয়। কারিগরি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধি মাসফিক ইসলাম বলেন, ‘আমরা সচিবালয়ে বৈঠক করে ব্যবস্থা নিতে বলেছিলাম। কিন্তু সেসবের কোনো বাস্তবায়ন নেই। উপদেষ্টার আহ্বানে আমরা বৃহস্পতিবারের কর্মসূচি শিথিল করেছিলাম। কিন্তু বৈঠকে গিয়ে দেখি, শিক্ষা উপদেষ্টা নেই, সচিবও নেই। তাই আমরা এসি রুমের বৈঠক প্রত্যাখ্যান করলাম। দাবি আদায় না হলে কঠোর কর্মসূচিতে যাব।’ ছয় দফা দাবিতে বুধবার ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক, মহাসড়ক ও রেলপথ অবরোধ করেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। একদিন পর বৃহস্পতিবার সারা

দেশে ‘রেল ব্লকেড’ বা রেলপথ অবরোধ করার ঘোষণা দেন তারা। পরে আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয়, বৃহস্পতিবার দুপুরে শিক্ষা উপদেষ্টার সঙ্গে তাদের বৈঠক আছে। বৈঠকের আগ পর্যন্ত রেল ব্লকেড কর্মসূচি শিথিল থাকবে। তবে শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার (সিআর আবরার) এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব খ ম কবিরুল ইসলাম মন্ত্রণালয়ে না থাকায় অতিরিক্ত সচিব (কারিগরি অনুবিভাগ) রেহানা ইয়াছমিনের সঙ্গে বৈঠক করে আন্দোলনকারী শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল। দুপুর ১২টার দিকে বৈঠক শুরু হয়ে শেষ হয় বেলা ৩টায়। তবে ওই আলোচনায় সন্তুষ্ট হননি শিক্ষার্থীরা। ফলে তারা আন্দোলনের কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। ঘোষণার অংশ হিসাবে বৃহস্পতিবার সন্ধ্যায় দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে

মশাল মিছিল বের করেন তারা। ঘোষণা দেওয়া হয় শুক্রবার জুমার নামাজের পর সব পলিটেকনিক ইনস্টিটিউটে একযোগে কাফন মিছিল করার। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসাবে এদিন জুমার নামাজের পর সব পলিটেকনিক ইনস্টিটিউটে কাফন মিছিল বের হয়। পলিটেকনিক শিক্ষার্থীদের ছয় দফা : পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের ৬ দফা দাবি হলো-জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের ৩০ শতাংশ পদোন্নতি কোটা বাতিল, জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির রায় বাতিল, ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের পদবি পরিবর্তন, মামলার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের চাকরিচ্যুত, ২০২১ সালে নিয়োগপ্রাপ্ত ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ বাতিল এবং বিতর্কিত নিয়োগবিধি অবিলম্বে সংশোধন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ক্ষমতা ছাড়ার আগে ব্যাপক লুটপাট, ৬ মাসে সরকারের ঋণ ৬০ হাজার কোটি ইউনূস-আমেরিকার পরিকল্পনায় ক্ষমতার দ্বারপ্রান্তে জামায়াত যখন বাংলাদেশের আদালত নিজেই হয়ে ওঠে পুরুষতন্ত্রের নির্লজ্জ হাতিয়ার ইউনূসকে সমর্থন দেওয়া জাতিসংঘই বলছে, দেশে বাকস্বাধীনতা নেই বিএনপির সমালোচনায় ফুটে উঠছে ইউনুসের সাথে অন্তর্দ্বন্দ্বের চিত্র কীর্তনে হামলা, প্যান্ডেল ভাঙচুর—এই কি ইউনুস–জামাতের ‘নিরাপদ বাংলাদেশ’? শিক্ষা-স্বাস্থ্য-কৃষি-বিদ্যুৎ খাত ও মেগা প্রকল্পে বরাদ্দ কমিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার বই উৎসব থেকে বই সংকট : ইউনুসের অযোগ্যতার মাশুল দিচ্ছে কোটি শিক্ষার্থী ভোটার দর্শক, রাজনীতি নিয়ন্ত্রিত নির্বাচন নয়, ক্ষমতা ভাগাভাগির নগ্ন নাটক চলছে শিক্ষার ছদ্মবেশে প্রভাব বিস্তারের নতুন অধ্যায়, ঢাকায় পাকিস্তানের আগ্রাসী একাডেমিক তৎপরতা বাংলাদেশের ২০২৬ নির্বাচন: আন্তর্জাতিক উদ্বেগ, গণতন্ত্রের পরীক্ষা নির্বাচনে কালো টাকার দৌরাত্ম্য ঠেকাতে মাঠে নামছে দুদক মিয়ানমার রোহিঙ্গাদের জীবনে নরক সৃষ্টি করেছে: গাম্বিয়া এবারও কলকাতার বইমেলায় থাকছে না বাংলাদেশ উত্তর-পশ্চিমের আট জেলায় শৈত্যপ্রবাহ দুর্ভোগে মানুষ চট্টগ্রাম বন্দরে পণ্য খালাসে অচলাবস্থা বিক্ষোভ ‘নিয়ন্ত্রণের’ দাবি ইরানের, যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপেও রাজি রাজধানীতে আজ কোথায় কী মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ ১৩ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি