দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি – ইউ এস বাংলা নিউজ




দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৫ | ৯:২১ 20 ভিউ
ছয় দফা দাবি আদায় এবং আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে ‘কাফন মিছিল’ হয়েছে। শুক্রবার জুমার পর নিজ নিজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। এ সময় তারা অভিযোগ করেন, বারবার আশ্বাস দিয়েও দাবি মানছে না সরকার। আর বৈঠকের নামে শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। ফলে দাবি আদায় না হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। জুমার নামাজের পর ‘কাফন মিছিল’ বের করেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। প্রতিষ্ঠানটির জামে মসজিদের সামনে থেকে শুরু হওয়া মিছিল তেজগাঁও এলাকার প্রধান সড়কে যায়। এরপর সাতরাস্তা মোড় ঘুরে পলিটেকনিক ইনস্টিটিউটের মূল ফটকে পৌঁছে। সেখানে কিছু সময়

অবস্থান করেন শিক্ষার্থীরা। পরে তারা ক্যাম্পাসের ভেতরে অবস্থান নেন। বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীদের মাথায় কাফনের কাপড় বাঁধা ছিল। কারও কারও পরনে ছিল কাফনের কাপড়। মিছিল থেকে নানা স্লোগান দেওয়া হয়। কারিগরি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধি মাসফিক ইসলাম বলেন, ‘আমরা সচিবালয়ে বৈঠক করে ব্যবস্থা নিতে বলেছিলাম। কিন্তু সেসবের কোনো বাস্তবায়ন নেই। উপদেষ্টার আহ্বানে আমরা বৃহস্পতিবারের কর্মসূচি শিথিল করেছিলাম। কিন্তু বৈঠকে গিয়ে দেখি, শিক্ষা উপদেষ্টা নেই, সচিবও নেই। তাই আমরা এসি রুমের বৈঠক প্রত্যাখ্যান করলাম। দাবি আদায় না হলে কঠোর কর্মসূচিতে যাব।’ ছয় দফা দাবিতে বুধবার ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক, মহাসড়ক ও রেলপথ অবরোধ করেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। একদিন পর বৃহস্পতিবার সারা

দেশে ‘রেল ব্লকেড’ বা রেলপথ অবরোধ করার ঘোষণা দেন তারা। পরে আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয়, বৃহস্পতিবার দুপুরে শিক্ষা উপদেষ্টার সঙ্গে তাদের বৈঠক আছে। বৈঠকের আগ পর্যন্ত রেল ব্লকেড কর্মসূচি শিথিল থাকবে। তবে শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার (সিআর আবরার) এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব খ ম কবিরুল ইসলাম মন্ত্রণালয়ে না থাকায় অতিরিক্ত সচিব (কারিগরি অনুবিভাগ) রেহানা ইয়াছমিনের সঙ্গে বৈঠক করে আন্দোলনকারী শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল। দুপুর ১২টার দিকে বৈঠক শুরু হয়ে শেষ হয় বেলা ৩টায়। তবে ওই আলোচনায় সন্তুষ্ট হননি শিক্ষার্থীরা। ফলে তারা আন্দোলনের কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। ঘোষণার অংশ হিসাবে বৃহস্পতিবার সন্ধ্যায় দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে

মশাল মিছিল বের করেন তারা। ঘোষণা দেওয়া হয় শুক্রবার জুমার নামাজের পর সব পলিটেকনিক ইনস্টিটিউটে একযোগে কাফন মিছিল করার। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসাবে এদিন জুমার নামাজের পর সব পলিটেকনিক ইনস্টিটিউটে কাফন মিছিল বের হয়। পলিটেকনিক শিক্ষার্থীদের ছয় দফা : পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের ৬ দফা দাবি হলো-জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের ৩০ শতাংশ পদোন্নতি কোটা বাতিল, জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির রায় বাতিল, ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের পদবি পরিবর্তন, মামলার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের চাকরিচ্যুত, ২০২১ সালে নিয়োগপ্রাপ্ত ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ বাতিল এবং বিতর্কিত নিয়োগবিধি অবিলম্বে সংশোধন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকায় ২ বোন হত্যা, মাস্ক-ক্যাপ পরা সেই ব্যক্তি গ্রেফতার ‘পরমাণু অস্ত্র নয়, শান্তিই চাই’, বিশ্বকে বার্তা পেজেশকিয়ান থাকছে না পুলিশের হাতে মারণাস্ত্র মধ্যপ্রাচ্যের যে দেশ থেকে সবচেয়ে বেশি রেমিট্যান্স এলো ‘আলোচনার জন্য’ নিজ দেশে পাকিস্তানের হাইকমিশনার আইভীর জামিন নামঞ্জুর, কারাগারে ডিভিশন মঞ্জুর ৪ জেলায় বন্যার আভাস যুদ্ধবিরতির পর ভারত ও পাকিস্তান যা দাবি করছে মোদি এখন বুঝতে পারছেন পাকিস্তানের মুখোমুখি হওয়া কতটা ব্যয়বহুল: আফ্রিদি সন্ত্রাসী হামলার পর কাশ্মীরের অর্থনৈতিক-কূটনৈতিক অবস্থা ভেঙে পড়েছে ফ্যাসিস্ট ইউনুস সরকারের রাজনৈতিক নিষেধাজ্ঞা: স্বাধীনতা ও গণতন্ত্রের উপর নিষ্ঠুর আঘাত সকালের মধ্যে ৬ জেলায় ঝড় ও বৃষ্টির আশঙ্কা ২ লাখেরও বেশি নার্স-সংকট, সাদা পোশাক ফেরত চান তারা রপ্তানিতে নগদ প্রণোদনা কমছে ১ হাজার কোটি টাকা সাগরে চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘শক্তি’ যে কারণে দ্রুত যুদ্ধবিরতিতে রাজি হয় ভারত-পাকিস্তান পু‌তি‌নের স‌ঙ্গে বৈঠক কর‌তে তুরস্ক যা‌চ্ছেন জে‌লেন‌স্কি আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী ভারত-পাকিস্তান উত্তেজনার মাঝে বালোচিস্তানের স্বাধীনতা ঘোষণা করলেন মির ইয়ার বালোচ রাষ্ট্রের নীতিগত সিদ্ধান্তেই কি লাদেনকে আশ্রয় দেয় পাকিস্তান?