![](https://usbangla24.news/wp-content/themes/pitwmeganews/pitw-assets/pitw-image/user_default.png)
ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
![](https://usbangla24.news/wp-content/uploads/2025/02/1739108986_dhanmandi-3.jpg)
অবশেষে মিটল ‘আয়নাঘর’ রহস্য! ৩২ নম্বর ধানমন্ডির বেসমেন্টের জল বার করে দমকল দেখল কিছুই নেই
![](https://usbangla24.news/wp-content/uploads/2025/02/৩-62-2502091547.webp)
ভারতের তিস্তা আধিপত্যের শেষ ঘণ্টা! বাংলাদেশে নতুন যুগের সূচনা
![](https://usbangla24.news/wp-content/uploads/2025/02/13-2502091549.webp)
শর্ত ছাড়াই টঙ্গীতে ইজতেমার অনুমতি পেলেন সাদপন্থীরা
![](https://usbangla24.news/wp-content/uploads/2025/02/Yourxt-2502091454.webp)
গাজীপুরের ঘটনার পর নড়েচড়ে বসেছে সরকার!
![](https://usbangla24.news/wp-content/uploads/2025/02/1-2502091406.webp)
অপারেশন ডেভিল হান্ট: সারাদেশে গ্রেপ্তার ১ হাজার ৩০৮
![](https://usbangla24.news/wp-content/uploads/2025/02/Untitled-1-67a8908143d83.jpg)
৭৬৪ কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন
![](https://usbangla24.news/wp-content/uploads/2025/02/forign-y-67a8aa69382f4.jpg)
ধানমন্ডি ৩২ নম্বরে বাড়ি ভাঙা ইস্যুতে দিল্লির বিবৃতি, যা বলল পররাষ্ট্র মন্ত্রণালয়
ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব
![](https://usbangla24.news/wp-content/uploads/2024/11/20-2411191855.jpg)
ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করে শেখ হাসিনা সেখানে আশ্রয় নেওয়ার পর থেকে দুই দেশের রাজনৈতিক সম্পর্কের ক্ষেত্রে জট লেগে যায়। এ জট খোলার চেষ্টার সূচনা হিসেবে সম্প্রতি সংক্ষিপ্ত আলাপ হয় দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে। এরপর এবার ঢাকা সফরে আসছেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি।
ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, আগামী ডিসেম্বরের মাঝামাঝি তাঁর সফরটি হতে পারে। এখন সফরের দিনক্ষণ ঠিক করা নিয়ে দুই পক্ষে কথা হচ্ছে।
পররাষ্ট্রসচিব পর্যায়ে দুই দেশের বার্ষিক পরামর্শমূলক বৈঠকে (ফরেন অফিস কনসালটেন্স-এফওসি) যোগ দিতে বিক্রম মিশ্রির ঢাকা সফরটি অনেকটা নিয়মিত ব্যাপার হলেও বিশ্লেষকেরা মনে করছেন, চলমান অভ্যন্তরীণ ও আঞ্চলিক পরিস্থিতিতে তাঁর সফরের রাজনৈতিক গুরুত্ব রয়েছে।
অভিন্ন
নদী গঙ্গার পানি ভাগাভাগির চুক্তি নবায়নের প্রস্তুতি পর্যালোচনা, ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশবিরোধী প্রচার ও দিল্লিতে বসে শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য দেওয়া বন্ধ করা, তাঁকে দেশে বিচারের জন্য ফেরানো, সীমান্তে বিএসএফ দ্বারা বাংলাদেশের নাগরিক হত্যা বন্ধে দেশটির সর্বোচ্চ পর্যায়ের অঙ্গীকার বাস্তবায়ন, ভারত থেকে নিত্যপণ্য আমদানি ও বাংলাদেশ থেকে দেশটিতে রপ্তানির নানা বাধা সরানোসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশ জোর দিতে পারে, এমনটি মনে করছেন তাঁরা। ১৯৯৬ সালে সই হওয়া অভিন্ন নদী গঙ্গার ৩০ বছরের পানি ভাগাভাগি চুক্তির মেয়াদ আগামী ২০২৬ সালে শেষ হচ্ছে। এফওসিতে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন। এতে স্বরাষ্ট্র, বাণিজ্য, পানিসম্পদ ও খাদ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট অনেকগুলো মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা যোগ
দিয়ে থাকেন। এফওসির বিষয়ে কূটনৈতিক বিশ্লেষক সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির গতকাল মঙ্গলবার বলেন, ভারতের পররাষ্ট্রসচিবের সফরটি নিয়মিত পরামর্শমূলক কাঠামোর মধ্যে হলেও এ মুহূর্তে হওয়াটা গুরুত্বপূর্ণ। দুই দেশের বহুমাত্রিক সম্পর্কের বিভিন্ন বিষয়ের কোনটি কী অবস্থায় আছে, তার হিসাবনিকাশ এফওসিতে হয়ে থাকে, এমনটি জানিয়ে হুমায়ুন কবির বলেন, এর বাইরেও আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক আলোচনায় নতুন ও সমসাময়িক প্রসঙ্গ তুলতে পারে উভয় পক্ষ। গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের প্রেসিডেন্ট হুমায়ুন কবির বলেন, গত সেপ্টেম্বরে নিউইয়র্কে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সংক্ষিপ্ত আলাপ হয়। এবার বিক্রম মিশ্রির সফর দুই সরকারের উচ্চপর্যায়ে কথা বলার সুযোগ করে দেবে।
নদী গঙ্গার পানি ভাগাভাগির চুক্তি নবায়নের প্রস্তুতি পর্যালোচনা, ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশবিরোধী প্রচার ও দিল্লিতে বসে শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য দেওয়া বন্ধ করা, তাঁকে দেশে বিচারের জন্য ফেরানো, সীমান্তে বিএসএফ দ্বারা বাংলাদেশের নাগরিক হত্যা বন্ধে দেশটির সর্বোচ্চ পর্যায়ের অঙ্গীকার বাস্তবায়ন, ভারত থেকে নিত্যপণ্য আমদানি ও বাংলাদেশ থেকে দেশটিতে রপ্তানির নানা বাধা সরানোসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশ জোর দিতে পারে, এমনটি মনে করছেন তাঁরা। ১৯৯৬ সালে সই হওয়া অভিন্ন নদী গঙ্গার ৩০ বছরের পানি ভাগাভাগি চুক্তির মেয়াদ আগামী ২০২৬ সালে শেষ হচ্ছে। এফওসিতে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন। এতে স্বরাষ্ট্র, বাণিজ্য, পানিসম্পদ ও খাদ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট অনেকগুলো মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা যোগ
দিয়ে থাকেন। এফওসির বিষয়ে কূটনৈতিক বিশ্লেষক সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির গতকাল মঙ্গলবার বলেন, ভারতের পররাষ্ট্রসচিবের সফরটি নিয়মিত পরামর্শমূলক কাঠামোর মধ্যে হলেও এ মুহূর্তে হওয়াটা গুরুত্বপূর্ণ। দুই দেশের বহুমাত্রিক সম্পর্কের বিভিন্ন বিষয়ের কোনটি কী অবস্থায় আছে, তার হিসাবনিকাশ এফওসিতে হয়ে থাকে, এমনটি জানিয়ে হুমায়ুন কবির বলেন, এর বাইরেও আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক আলোচনায় নতুন ও সমসাময়িক প্রসঙ্গ তুলতে পারে উভয় পক্ষ। গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের প্রেসিডেন্ট হুমায়ুন কবির বলেন, গত সেপ্টেম্বরে নিউইয়র্কে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সংক্ষিপ্ত আলাপ হয়। এবার বিক্রম মিশ্রির সফর দুই সরকারের উচ্চপর্যায়ে কথা বলার সুযোগ করে দেবে।