জম্মু-কাশ্মীরের বিধানসভায় এমপিদের হাতাহাতি – ইউ এস বাংলা নিউজ




জম্মু-কাশ্মীরের বিধানসভায় এমপিদের হাতাহাতি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ নভেম্বর, ২০২৪ | ৫:১০ 17 ভিউ
ভারত শাসিত জম্মু–কাশ্মীরের বিধানসভা সকাল সকাল উত্তপ্ত হয়ে উঠল। বৃহস্পতিবার ৩৭০ ধারা নিয়ে রীতিমতো হাতাহাতিতে জড়িয়ে পড়লেন শাসক ও বিরোধী দলের বিধায়করা (এমপি)। এমনকি দুই পক্ষকে থামাতে নিরাপত্তারক্ষী পর্যন্ত ডাকতে হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, একটি পোস্টারকে কেন্দ্র করে এদিন এই ঘটনার সূত্রপাত হয়। সকালে বিধানসভার অধিবেশন শুরু হতেই বারামুলার বিধায়ক ইঞ্জিনিয়ার রশিদের ভাই তথা আওয়ামি ইত্তেহাদ পার্টির বিধায়ক খুরশিদ আহমেদ শেখ ৩৭০ ধারা বিলুপ্তির প্রতিবাদে একটি পোস্টার তুলে ধরেন। সেই পোস্টারে আপত্তি জানান বিধানসভার বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক সুনীল শর্মা। এর পরই বিজেপি বিধায়করা স্লোগান দিতে থাকেন। শাসক ও বিরোধী দলের বিধায়কদের মধ্যে প্রথমে ধস্তাধস্তি, এরপর রীতিমতো হাতাহাতি শুরু হয়ে যায়।

যা থামাতে বিধানসভা চত্বরে প্রবেশ করতে বাধ্য হন নিরাপত্তারক্ষীরা। এই ঘটনার পরই অধিবেশন মুলতুবি করে দেন স্পিকার আবদুল রহিম রাঠোর। খবরে বলা হয়েছে, ওই ব্যানারে দুটি দাবি লেখা ছিল। ৩৭০ ধারা পুনর্বহাল করতে হবে এবং রাজনৈতিক বন্দিদের মুক্তি দিতে হবে। সঙ্গে সঙ্গে খুরশিদ আহমেদ শেখের ওই ব্যানার প্রদর্শনে আপত্তি জানায় বিজেপি। কাশ্মীর বিধানসভার বিরোধী দলনেতা সুনীল শর্মা ওই ব্যানারে প্রবল আপত্তি জানান। কিন্তু খুরশিদ আহমেদ ব্যানার সরাতে রাজি হননি। এরপরই দুই পক্ষের মধ্যে বিবাদ ও এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়। ওয়েলে নেমে আসেন বিজেপি বিধায়করা। নেমে আসেন নির্দল এবং আওয়ামি ইত্তেহাদ পার্টির বিধায়করা। শেষে নিরাপত্তারক্ষীদের তলব করতে হয়। সেই সঙ্গে অধিবেশন

মুলতুবি করে দিতে হয়। এর আগে বুধবার জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা ফেরানোর দাবিতে একটি প্রস্তাব পাশ হয়েছে বিধানসভায়। বিষয়টি নিয়ে কেন্দ্রের সঙ্গে আলোচনা চাওয়া হয়েছে। বিজেপির প্রবল বিরোধিতা সত্ত্বেও এদিন প্রস্তাব পাশ হয়ে যায় বিধানসভায়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন ইসির শপথ রোববার দুপুরে ডেঙ্গুতে গত ২৪ ঘন্টায় আরও ২ জনের মৃত্যু মিয়ানমারসহ ৫ দেশে গমনেচ্ছু বাংলাদেশিদের জন্য সতর্কতা ৪ দিনের সফরে ঢাকায় এলো মার্কিন শ্রম প্রতিনিধি দল হোয়াটসঅ্যাপে যুক্ত হলো দারুণ একটি ফিচার মক্কায় যখন হামলা হয়েছিল বিপিএল মাতাতে আসছেন রাহাত ফতেহ আলী খান ৮৩ বিলিয়ন ডলারের স্বর্ণখনির সন্ধান রাজধানীর জুরাইনে সংঘর্ষ, অবরোধ : পদ্মা সেতু দিয়ে ট্রেন চলাচল বন্ধ রহমানের জীবনে বঙ্গললনা মোহিনী! সেই কারণেই সায়রার সঙ্গে বিচ্ছেদ? হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে আতিক, আলেপ ও ফারুকী অন্তর্বর্তীকালীন সরকারকে আরও দুই-এক বছর দেখতে চাই প্রতিহিংসার আগুনে পুড়েও রাজনীতির সিংহাসনে খালেদা জিয়া বাংলাদেশের জনগণ দেখিয়ে দিয়েছে কিভাবে ফ্যাসিবাদ হটাতে হয়: পিনাকী ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে আসছে শৈত্যপ্রবাহ, কমে আসবে তাপমাত্রা এবার ডিভোর্সের গুঞ্জনে জল ঢেলে দিলেন ঐশ্বরিয়া! নারায়ণগঞ্জে শেখ হাসিনা ও শামীম ওসমানসহ ৬১ জনের নামে হত্যাচেষ্টা মামলা পলাতক স্বৈরাচাররা ’চট’ করে ফেরে না কখনও! থাইল্যান্ড-ভিয়েতনামসহ ৫ দেশে যাওয়ার বিষয়ে সতর্কতা ভক্তদের সুখবর দিলেন হিনা খান