জম্মু-কাশ্মীরের বিধানসভায় এমপিদের হাতাহাতি – ইউ এস বাংলা নিউজ




জম্মু-কাশ্মীরের বিধানসভায় এমপিদের হাতাহাতি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ নভেম্বর, ২০২৪ | ৫:১০ 32 ভিউ
ভারত শাসিত জম্মু–কাশ্মীরের বিধানসভা সকাল সকাল উত্তপ্ত হয়ে উঠল। বৃহস্পতিবার ৩৭০ ধারা নিয়ে রীতিমতো হাতাহাতিতে জড়িয়ে পড়লেন শাসক ও বিরোধী দলের বিধায়করা (এমপি)। এমনকি দুই পক্ষকে থামাতে নিরাপত্তারক্ষী পর্যন্ত ডাকতে হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, একটি পোস্টারকে কেন্দ্র করে এদিন এই ঘটনার সূত্রপাত হয়। সকালে বিধানসভার অধিবেশন শুরু হতেই বারামুলার বিধায়ক ইঞ্জিনিয়ার রশিদের ভাই তথা আওয়ামি ইত্তেহাদ পার্টির বিধায়ক খুরশিদ আহমেদ শেখ ৩৭০ ধারা বিলুপ্তির প্রতিবাদে একটি পোস্টার তুলে ধরেন। সেই পোস্টারে আপত্তি জানান বিধানসভার বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক সুনীল শর্মা। এর পরই বিজেপি বিধায়করা স্লোগান দিতে থাকেন। শাসক ও বিরোধী দলের বিধায়কদের মধ্যে প্রথমে ধস্তাধস্তি, এরপর রীতিমতো হাতাহাতি শুরু হয়ে যায়।

যা থামাতে বিধানসভা চত্বরে প্রবেশ করতে বাধ্য হন নিরাপত্তারক্ষীরা। এই ঘটনার পরই অধিবেশন মুলতুবি করে দেন স্পিকার আবদুল রহিম রাঠোর। খবরে বলা হয়েছে, ওই ব্যানারে দুটি দাবি লেখা ছিল। ৩৭০ ধারা পুনর্বহাল করতে হবে এবং রাজনৈতিক বন্দিদের মুক্তি দিতে হবে। সঙ্গে সঙ্গে খুরশিদ আহমেদ শেখের ওই ব্যানার প্রদর্শনে আপত্তি জানায় বিজেপি। কাশ্মীর বিধানসভার বিরোধী দলনেতা সুনীল শর্মা ওই ব্যানারে প্রবল আপত্তি জানান। কিন্তু খুরশিদ আহমেদ ব্যানার সরাতে রাজি হননি। এরপরই দুই পক্ষের মধ্যে বিবাদ ও এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়। ওয়েলে নেমে আসেন বিজেপি বিধায়করা। নেমে আসেন নির্দল এবং আওয়ামি ইত্তেহাদ পার্টির বিধায়করা। শেষে নিরাপত্তারক্ষীদের তলব করতে হয়। সেই সঙ্গে অধিবেশন

মুলতুবি করে দিতে হয়। এর আগে বুধবার জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা ফেরানোর দাবিতে একটি প্রস্তাব পাশ হয়েছে বিধানসভায়। বিষয়টি নিয়ে কেন্দ্রের সঙ্গে আলোচনা চাওয়া হয়েছে। বিজেপির প্রবল বিরোধিতা সত্ত্বেও এদিন প্রস্তাব পাশ হয়ে যায় বিধানসভায়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকায় পৌঁছেছেন কলকাতা বিমানবন্দরে আটকা ২২০ বাংলাদেশি প্রকৃত খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়াতে পারে কেন পদ ছাড়লেন ট্রুডো? রমজান শুরুর সম্ভাব্য তারিখ জানাল পাকিস্তান সীমান্তে কাঁটাতারের বেড়া নিয়ে বিজিবি-বিএসএফ উত্তেজনা হৃদয়-মায়ার্সের তাণ্ডবে বরিশালের দুরন্ত জয় পাহাড় থেকে পড়ে গিয়ে আহত ইমরানের সাবেক স্ত্রী ডাইনোসরের ২০০ পায়ের ছাপ ১৮ বছর পর মায়ের বিয়ে, সাক্ষী ছেলে পাহাড় থেকে পড়ে গিয়ে আহত ইমরানের সাবেক স্ত্রী চতুর্থবার ভেঙেছে জেনিফার লোপেজের সংসার রাজনীতি করতেন না তবুও ছাত্রদলের শহিদের তালিকায় জবির সাজিদ! গাড়ি উৎপাদনে মানুষের জায়গা নিচ্ছে রোবট! খালেদা জিয়াকে নিয়ে উড়ার অপেক্ষায় বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স তিন মোড়লের দুই স্তরের টেস্ট প্রস্তাবে বিরক্ত লয়েড তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে প্রায় ১০০ গাজায় ইসরাইলের যুদ্ধ-কুকুর, ফিলিস্তিনি নারীর বর্ণনায় প্রকাশ্যে এলো ভয়াবহতা ৫ মাসে ১৫ হাজার রুশ সেনা নিহত, দাবি জেলেনস্কির ইসরাইলি সেনাদের বিরুদ্ধে বিভিন্ন দেশে ৫০ অভিযোগ প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে বার্ড ফ্লুতে আক্রান্ত রোগীর মৃত্যু