চীন-বাংলাদেশ সম্পর্ক কোন দিকে যাচ্ছে – ইউ এস বাংলা নিউজ




চীন-বাংলাদেশ সম্পর্ক কোন দিকে যাচ্ছে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ জানুয়ারি, ২০২৫ | ৫:৫৯ 8 ভিউ
বাংলাদেশ চীনের বন্ধুত্ব ৫০ বছরের। দুদেশের দীর্ঘদিনের বন্ধুত্বে কখনো ভাটা পড়েনি, উল্টো দিন দিন গভীর হয়েছে অংশীদারত্ব। ২০১৬ সালে হাসিনার আমলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যখন ঢাকা সফর করেন, তখনই বাংলাদেশের সঙ্গে চীনের সহযোগিতাকে ‘সমন্বিত কৌশলগত সহযোগিতামূলক অংশীদারত্বে’ উন্নীত করেছিলেন। এর পর থেকে চীনা অর্থায়নে অনেক অবকাঠামোগত প্রকল্পের অংশীদারত্ব ছিল দুদেশের। তবে হাসিনার ক্ষমতার শেষদিকে তার ভারতপ্রীতির ফলে কিছুটা মনকষাকষি ছিল চীনের সঙ্গে, যদিও এ সময়টা খুব একটা বেশি ছিল না। জুলাই-আগস্ট আন্দোলনে হাসিনার পতন হলে প্রেক্ষাপট ঘুরে যায়। অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে দূরত্ব তৈরি হয় ভারতের। সম্পর্কের নতুন মাত্রা তৈরি হতে থাকে চীনের সঙ্গে। বাংলাদেশে চীনের করতে চাওয়া যেসব প্রকল্প হাসিনার

আমলে অমীমাংসিত ছিল, সেগুলো ফের অন্তর্বর্তী সরকারের কাছে আলোচনায় আনছে চীন। প্রধান উপদেষ্টাকে উড়োজাহাজ পাঠিয়ে চীনে নিতে চাইছে। চীনের ডাকে ড. মুহাম্মদ ইউনূস সাড়া দেবেন কি না, এখনো জানা না গেলেও পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন চীনে দ্বিপক্ষীয় সফর শেষ করেছেন। অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা চার দিনের রাষ্ট্রীয় সফরে বেশ কটি বৈঠকে অংশ নিয়েছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং আর তৌহিদ হোসেনের দ্বিপক্ষীয় বৈঠক। দুই পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে চীনের পক্ষ থেকে জানানো হয়, চীনের প্রতিবেশী কূটনীতির ‘গুরুত্বপূর্ণ স্থানে’ রাখা হয়েছে বাংলাদেশকে। বাংলাদেশের জনগণের জন্য সুপ্রতিবেশীসুলভ ও বন্ধুত্বের নীতি অনুসরণ করে চীন। আর আলোচনার বিষয়ে গুরুত্ব পেয়েছে দুদেশের অনেক ইস্যু। নদীর পানির

উপাত্ত নিয়ে সই হয় সমঝোতা স্মারক। ব্রহ্মপুত্রের উজানে ইয়ালুজাংবু নদীতে একটি জলবিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে চীন—এমওইউ সই হয়েছে জলবিদ্যুৎ প্রকল্প-সংক্রান্ত তথ্য আদান-প্রদান করার উদ্দেশ্যে। বাংলাদেশের শিক্ষা, রেলওয়ে, কৃষি, পানিসম্পদ ব্যবস্থাপনা, পশুসম্পদ, মৎস্য, জাহাজভাঙা শিল্প, টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি এবং সুনীল অর্থনীতির মতো খাতে আর্থিক, কারিগরি ও সক্ষমতা বৃদ্ধিতে চীনা সহযোগিতা সব সময়ই চেয়ে এসেছে বাংলাদেশ। আর ৫ আগস্টের পর চীনের কাছ থেকে এ প্রত্যাশা আরও বাড়ে অন্তর্বর্তী সরকারের। এ ছাড়া বাংলাদেশের কৌশলগত অবস্থানকে স্বীকৃতি দিয়ে দুপক্ষ বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের (বিআরআই) অধীনে অব্যাহত সহযোগিতা অক্ষুণ্ন রাখার ব্যাপারেও আলোচনা হয়। বেইজিংয়ে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সহযোগিতার ক্ষেত্রে স্বাস্থ্য খাতকে গুরুত্ব দেওয়া হয়েছে। বাংলাদেশের রোগীদের

চিকিৎসাসেবা নিশ্চিত করতে কুনমিং ও এর আশপাশের এলাকার উন্নতমানের চারটি হাসপাতাল নির্দিষ্ট করে দেন চীনা পররাষ্ট্রমন্ত্রী। এ ছাড়া বাংলাদেশের পূর্বাচলে চীনের অর্থায়নে প্রথম মৈত্রী হাসপাতাল নির্মাণ নিয়েও দুদেশ আগ্রহী। বাংলাদেশ দ্রুত সমঝোতা স্মারক সই করতে আগ্রহী। চীনের দক্ষ চিকিৎসকসহ পেশাজীবীদের মাধ্যমে ওই হাসপাতাল পরিচালিত হবে। পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে চীনা ঋণে নানা ছাড়ের অনুরোধ করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। পররাষ্ট্র উপদেষ্টা চীনের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা সংস্থার (সিডকা) চেয়ারম্যান লাও ঝাও হু ইয়ের সঙ্গেও বৈঠক করেন। তারা বাংলাদেশে চীনের অর্থায়নে পরিচালিত প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পররাষ্ট্র উপদেষ্টা সিডরা চেয়ারম্যানকে ক্রেতার অগ্রাধিকারমূলক ঋণ (পিবিসি) ও সরকারি ছাড়কৃত ঋণ (জিসিএল)

সুদের হার ২-৩ শতাংশ থেকে কমিয়ে ১ শতাংশ করার এবং ঋণ পরিশোধের মেয়াদ ২০ বছর থেকে ৩০ বছর করার বিষয়টি বিবেচনার জন্য অনুরোধ করেন। এরই মধ্যে সুদের হার কমানোতে সিডকা সম্মত না হলেও ঋণ পরিশোধের মেয়াদ ২০ থেকে ৩০ বছর বাড়িয়েছে। এ ছাড়া বাংলাদেশের দাশেরকান্দি পয়ঃনিষ্কাশন প্রকল্প, মোংলা বন্দরের আধুনিকীকরণ, ডিজিটাল সংযুক্তি স্থাপন এবং ফোরজি সম্প্রসারণ নামে চীনা অর্থায়নে প্রস্তাবিত প্রকল্পগুলোতে ঘনিষ্ঠভাবে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছে। আলোচনায় রোহিঙ্গা সংকটের বিষয়টিও এসেছে। চীনের পক্ষ থেকে এ সংকট নিরসনে একটি টেকসই রোডম্যাপ দিয়েছে, যা নিয়ে দুদেশ একসঙ্গে কাজ করবে আর রোহিঙ্গা পরিস্থিতি মোকাবিলা এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে মিয়ানমারের সঙ্গে চীন

আরও যোগাযোগ করবে এমন আলোচনাও করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, চীনের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক শুরু থেকে এ পর্যন্ত কখনো মন্দ হয়নি। তবে গত ১৫ বছর বাংলাদেশে ভারতের কর্তৃত্ববাদী আচরণের ফলে অনেক সময়ই কাজের বা অংশীদারত্বের সুযোগ হারিয়েছে চীন। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বর্তমান অবস্থায় ভারতনির্ভরতা কমেছে। আর চীনের সঙ্গে অংশীদারত্ব বাড়লে দক্ষিণ এশিয়ায় ভারতের যে ক্ষমতা প্রদর্শনের নীতি ও ডমিনেট করার স্বভাব তার কিছুটা জবাবও দেওয়া হবে। এ ছাড়া পররাষ্ট্র উপদেষ্টার সফরে ঋণ পরিশোধের মেয়াদ বাড়ানো, জলবিদ্যুৎ প্রকল্প-সংক্রান্ত তথ্য আদান-প্রদান সংক্রান্ত এমওইউর সইসহ গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলো চীনের পক্ষ থেকে বাংলাদেশকে এই ইঙ্গিত দেয় যে, বাংলাদেশের সঙ্গে চীন তার সম্পর্কে

সামনে আরও অনন্য উচ্চতায় নিতে চায়। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সুসম্পর্ক ধরে রাখতে চায়, যেন নির্বাচিত সরকার এলে দুদেশের কূটনৈতিক সম্পর্কে ভাটা না পড়ে। সাবেক রাষ্ট্রদূত এম সফিউল্লাহ বলেন, চীনের সঙ্গে বিগত ৫০ বছরের সম্পর্কে আমরা কখনো হোঁচট খাইনি বরং রাজনৈতিক, অর্থনৈতিকসহ নানা ক্ষেত্রে সম্পর্ক সুগঠিত হয়েছে। ২০১৬ সালে চীনা প্রেসিডেন্ট বাংলাদেশ সফর করে বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নের জন্য ঋণ ও কারিগরি সেবা দিতে চুক্তি স্বাক্ষর করার পর থেকে অনেক কাজ হয়েছে বাংলাদেশে। এবারের দ্বিপক্ষীয় বৈঠকটি একটু ভিন্ন। তাই আমাদের প্রত্যাশাও অনেক ছিল। অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে তারা আলোচনা করেছেন। বাংলাদেশের মানুষের চিকিৎসাসেবার জন্য ভালো ভাবনা ভেবেছে তারা। লক্ষণীয় বিষয়, আমাদের প্রতিটি রাজনৈতিক দলের সঙ্গে চীনের সম্পর্ক অনেক ভালো। কিছুদিন আগেও বিএনপি-জামায়াত চীন সফর করেছে। চীনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ব্যালেন্সিং সম্পর্ক আছে, তাই চীনের কোনো প্রজেক্ট আমাদের দেশে আসতে কেউ বাধা দেয় না। আর এবারের দ্বিপক্ষীয় বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী আমাদের পররাষ্ট্র উপদেষ্টাকে জানিয়েছেন, তাদের কূটনীতিতে বাংলাদেশের গুরুত্ব আছে। চীনের মতো এমন শক্তিশালী দেশকে এ মুহূর্তে পাশে পাওয়াটা ইতিবাচক। আমরা ভারতকে বাদ দিয়ে চীনের সঙ্গে সম্পর্ক করছি এমনটা নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক ওবায়দুল বলেন, দ্বিপক্ষীয় এই আলোচনায় আমরা যেমনটা চেয়েছিলাম, অনেকটা সেসব বিষয়ই কিন্তু বেইজিংয়ে উঠে এসেছে। এবার একটা সম্ভাবনা এসেছে চীনের, আমাদের কাছ থেকে কিছু পাওয়ার আর আমাদের চীনের কাছ থেকে কিছু নেওয়ার। ৫ আগস্টের পটপরিবর্তনের পর আমরা যেমন বুঝেছি তেমনি চীনও বুঝতে পেরেছে, এখন একটা সময় এসেছে দ্বিপক্ষীয় সম্পর্ক গভীর করার।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কঙ্গোতে বিদ্রোহীদের সঙ্গে ব্যাপক সংঘর্ষে ১৩ শান্তিরক্ষী নিহত ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডায় বিপর্যস্ত কুড়িগ্রামের জনজীবন জটিল সমীকরণে রাজনীতি, বাড়ছে অনৈক্য সংশয় সন্দেহ শীত নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস দাবানলে পোড়া লস অ্যাঞ্জেলসে বৃষ্টির পূর্বাভাস সমকামীদের তৎপরতায় সর্বনাশের পদধ্বনি গুলিতে ঝাঁজরা ইমনের পা সংসারের হাল ধরবে কে মালয়েশিয়ায় বিমানবন্দরে ১২ বাংলাদেশি আটক পানির নিচে ৪ মাস, জার্মান ব্যক্তির বিশ্বরেকর্ড ২০০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিল ইসরাইল চেলসিকে হারিয়ে শীর্ষ চারে সিটি ডায়াবেটিস ও স্থূলতা কমাবে কালো চালের আঁশ ১৫০০ টাকা মাইক ভাড়া দেয়া লাগত, তারা এখন ৭ হাজার টাকার পাঞ্জাবি পরে: নুর বিজিবি প্রধানের ভারত সফর গোপন নয়, যেসব বিষয়ে হবে আলোচনা সরকারি বাজেটে ১৫% কাটছাঁট সম্ভব, তবে মাস্কের ব্যাপক ছাঁটাই প্রস্তাবে আপত্তি ভারতের সাথে তালেবানের সম্পর্কের নতুন গতিপথ আমি নিজেকে বলেছিলাম, কখনো হাল ছাড়ব না নতুন নামে পুরানো মাফিয়া ডিজিটাল সাইনবোর্ডে কি ছাত্রলীগের নতুন ফিরে আসা শুরু? অভিবাসন নীতিতে কঠোরতার প্রতিশ্রুতি, হোমল্যান্ড সিকিউরিটির দায়িত্বে ক্রিস্টি নোম