গাড়ি উৎপাদনে মানুষের জায়গা নিচ্ছে রোবট! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ জানুয়ারি, ২০২৫
     ৪:৩১ অপরাহ্ণ

গাড়ি উৎপাদনে মানুষের জায়গা নিচ্ছে রোবট!

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ জানুয়ারি, ২০২৫ | ৪:৩১ 145 ভিউ
জার্মানির গাড়িনির্মাতা বিএমডাব্লিউর যুক্তরাষ্ট্রের কারখানায় শিগগিরই উৎপাদন প্রক্রিয়ায় হিউম্যানোয়েড রোবটের ব্যবহার শুরু হতে পারে। মার্সিডিজ-বেঞ্জে এই বিষয়ে একটি পাইলট প্রকল্প চলছে। তবে ভবিষ্যতে রোবট মানুষের কী পরিমাণ চাকরি নিয়ে নেবে তা এই মুহূর্তে বলা সম্ভব নয়। বিএমডাব্লিউর কারখানায় ফিগার০২ মডেলের রোবট কাজ করছে। একেকটি ফিগার০২ রোবটের দাম প্রায় ৮০ হাজার ইউরো, বাংলাদেশি মূল্য যার ১০ লাখ টাকার কিছু বেশি। এছাড়া রক্ষণাবেক্ষণের জন্য বছরে খরচ হয় চার হাজার ইউরো। মানুষের জন্য একঘেয়েমিতে পূর্ণ ও শারীরিক পরিশ্রম হয় এমন কাজ করতে পারে এটি। তবে এই প্রক্রিয়ার গতি এখনও খুব ধীর। বিএমডাব্লিউ কর্মকর্তা কারোলিন রিশটার বলেন, ‘আমরা এই প্রযুক্তিটা একেবারে শুরু থেকেই বুঝতে চাই। উৎপাদন

প্রক্রিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তাকে কীভাবে আরও ভালোভাবে কাজে লাগানো যায়, তা আমরা জানতে চাই।’ হিউম্যানোয়েড রোবট বিশেষজ্ঞ ডানিয়েল কিটেলব্যার্গার বলেন, ‘আমরা ধরে নিই যে, রোবট একজন মানুষের ৪০ থেকে ৫০ শতাংশ কাজ করতে পারে। তবে এটাও বলতে হবে যে, হিউম্যানোয়েড রোবটের কিছু সুবিধাও আছে। ব্যাটারি পরিবর্তন, ব্যাটারি চার্জ করা ও মাঝেমধ্যে রক্ষণাবেক্ষণের কিছু কাজ ছাড়া রোবটকে কখনও কাজে বিরতি নিতে হয় না। আট ঘণ্টা কাজ করার পর এটি থেমে যায় না।’ রোবটকে দিয়ে কাজ করানোর আগে তাকে দেখাতে হয় কী করতে হবে। ব্যাপারটি বেশ পরিশ্রমের ও সময়সাপেক্ষ হতে পারে। টেসলাকেও এই শিখন পদ্ধতির মধ্য দিয়ে যেতে হয়েছে। রোবটকে দিয়ে এই মুহূর্তে একেবারে সাধারণ

কাজ ছাড়া অন্য কিছু করানো সম্ভব নয়। কিটেলব্যার্গার জানান, ‘যেসব বড় কাজ সম্পাদন করতে অনেক ছোট ছোট কাজ করতে হয়, যেসব কাজ করতে মানুষকে খুব নমনীয় থাকতে হয়, সেসব কাজ করতে রোবট এখনও মানুষের চেয়ে অনেকখানি পিছিয়ে আছে। এছাড়া যেসব কাজ খুব জটিল, অর্থাৎ, একটা জিনিসকে শুধু এ থেকে বি অবস্থানে নিয়ে যাওয়ার মতো সহজ নয়, সেসব কাজও রোবটের জন্য কঠিন।’ ভবিষ্যতে মানুষ ও রোবটকে একসঙ্গে কাজ করতে হবে। কিন্তু কাজের সময় রোবট মানুষের সঙ্গে কত দ্রুত ও ভালোভাবে যোগাযোগ করতে পারবে? বিএমডাব্লিউর কারোলিন রিশটার বলেন, ‘আমরা আশা করছি ভাষার মডেল ব্যবহারের কারণে রোবটের সঙ্গে আমাদের যোগাযোগ যতটা সম্ভব স্বাভাবিক হবে। আর রোবট

কাজ ও পরিবেশ বুঝতে পারলে ভালো হয়।’ চীন ২০২৫ সালে, উৎপাদন প্রক্রিয়ায় যুক্ত করা সম্ভব, এমন রোবট তৈরি শুরুর পরিকল্পনা করছে। তবে বিষয়টি সম্ভবত কিছুটা অবাস্তব। কিটেলব্যার্গার মনে করছেন, ‘আগামী দুই থেকে তিন বছরের মধ্যে, উৎপাদন প্রক্রিয়ায় যুক্ত করা সম্ভব এমন রোবট তৈরি সম্ভব হতে পারে, মানে, আমি বলবো ২০২৬ থেকে ২০২৮ সালের মধ্যে। এরপর থেকে উৎপাদন প্রক্রিয়ায় রোবটের ব্যবহার বাড়তেই থাকবে।’ বিএমডাব্লিউর রিশটার বলেন, ‘পরবর্তী প্রজন্মের রোবটকে আরও বেশি কার্যকর হতে হবে। আমি চাইব, সেগুলোকে ব্যবহারের আগে যেন আমাকে আর প্রোগ্রাম করতে না হয়। তারা যেন স্বয়ংক্রিয়ভাবে নিজেরা কাজ শিখে নিতে পারে– সেটা ভয়েস কমান্ড বা অবজারভেশনাল লার্নিংয়ের মাধ্যমে হতে পারে। তাহলেই

কেবল আমরা বিএমডাব্লিউ গ্রুপ এমন কিছু কাজ অটোমেট করতে পারবো, যেটা আগে অসম্ভব ছিল।’ ভবিষ্যতে রোবট মানুষের কী পরিমাণ চাকরি নিয়ে নেবে তা এই মুহূর্তে বলা অসম্ভব। বেতন খাতে কয়েক মিলিয়ন ইউরো বাঁচাতে চায় গাড়ি শিল্প। তবে উৎপাদনখাতে মানুষের প্রয়োজন থাকবে, অন্তত অদূর ভবিষ্যৎ পর্যন্ত। তথ্যসূত্র: ডয়চে ভেলে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
লিফলেট বিতরণ ও দেয়াললিখন কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রলীগ জামায়াত কানেকশন ও দিল্লি সফর: সারাহ কুককে ফিরিয়ে দিল সাউথ ব্লক ‘নাজুক নিরাপত্তা’: ভারতের কড়া সিদ্ধান্ত—পশ্চিমারা কোন পথে হাঁটতে যাচ্ছে? শতাংশের অদ্ভুত সমীকরণ: তারেক রহমানের ‘ফ্লাইওভার তত্ত্বে’ হাসছে সাধারণ মানুষ অভিযোগের পাহাড়, নীরব প্রশাসন স্বাস্থ্য খাতে জবাবদিহি কোথায় খুনি-ফ্যাসিস্ট ইউনূস কর্তৃক মেটিক্যুলাস ডিজাইনে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতাকর্মী ও ছাত্র-জনতাসহ যাদেরকে হত্যা করা হয়েছে জুলাইয়ের পর রান্নাঘরেও বিপ্লব, গ্যাস সংকটের আড়ালে সিন্ডিকেটের স্বর্গরাজ্য : আমদানি কমলো দেড় লাখ টন, চুলা নিভলো কোটি ঘরে ডেভিল হান্টের নামে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে প্রশাসনিক মব সন্ত্রাস চালানো হচ্ছে কাঁপছে ঢাকার মসনদ, কী বার্তা আসছে দিল্লি থেকে? দিল্লির প্রেস ক্লাবে বিশ্ব মিডিয়ার মুখোমুখি শেখ হাসিনা কড়াইল বস্তিতে ফ্ল্যাটের প্রতিশ্রুতি: তারেক রহমানের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, ইসি’র ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্যুৎ খাতের নীরব সংকট, বকেয়া বিল ও বৈষম্যমূলক আচরণ বিনিয়োগ আস্থা ও সরবরাহ স্থিতিশীলতাকে ঝুঁকিতে ফেলছে প্রতিশ্রুতির রাজনীতি, নীরবতার কমিশন তারেক রহমান, বিএনপি, এনসিপি ও রাষ্ট্রীয় নিরপেক্ষতার মুখোশ ভোটাধিকার হরণ ও ‘হ্যাঁ-না’ ভোটের নাটক: গণতন্ত্রের নামে এক নির্মম রাষ্ট্রীয় প্রহসন জঙ্গিদের নতুন বৈশ্বিক হাব বাংলাদেশ: রাষ্ট্রীয় ও সামরিক পৃষ্ঠপোষকতায় চরম ঝুঁকির মুখে আঞ্চলিক নিরাপত্তা! জাতীয় নির্বাচন ও গণভোট ঘিরে সাংবিধানিক সংকট, হাইকোর্টে জনস্বার্থে রিট লিফলেট বিতরণ ও দেয়াললিখন কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রলীগ হাওয়া ভবনের চাঁদাবাজির টাকা ফেরত চায়, চাঁদাবাজকে এসএসএফ প্রটোকল কেন? প্রশ্নের মুখে তারেক রহমান জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে কামরুল হাসান রিপন: ‘মব’ হামলায় রক্তাক্ত পরিবারের সামনেই পৈশাচিক নির্যাতন চালিয়ে পুলিশের কাছে সোপর্দ স্বাধীনতার শত্রুদের প্রতি এক বাঙালি নারীর বজ্রকণ্ঠী হুঙ্কার: ‘চোখ উপড়ে পাকিস্তানে পাঠাবো!’ জুলাই ষড়যন্ত্রের অভিশাপ: ধসে পড়ছে দেশের অর্থনীতির মেরুদণ্ড গার্মেন্টস শিল্প