খাদ্যপণ্যের মূল্য বৃদ্ধি: সংকটে নিম্ন আয়ের মানুষ – ইউ এস বাংলা নিউজ




খাদ্যপণ্যের মূল্য বৃদ্ধি: সংকটে নিম্ন আয়ের মানুষ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ ডিসেম্বর, ২০২৪ | ৭:৩২ 116 ভিউ
খাদ্যপণ্যের ঊর্ধ্বমুখী দামের সঙ্গে পাল্লা দিয়ে বাড়েনি বেতন ও ভাতা, ফলে বিপাকে পড়েছেন দেশের সাধারণ মানুষ, বিশেষ করে নিম্ন আয়ের পরিবারগুলো। দিন দিন তাদের জীবনযাপন আরও কঠিন হয়ে উঠছে। সংসার চালাতে গিয়ে তারা হিমশিম খাচ্ছেন। গরিব মানুষের পাতে সামান্য পুষ্টিও আর জুটছে না। গৃহকর্মী সালমা বেগম প্রতিদিন কাজ করতে আসার সময় বলেন, “আপা ভাতের মারডা ফেইলেন না, আমি খামু। ভাতের মারে নাকি অনেক শক্তি।” তার সাম্প্রতিক অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, বাজারের ঊর্ধ্বগতির কারণে তার সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছে। গৃহকর্তা মো. স্বপন মিয়া ও রিনা বেগমের মতো মানুষদের অভিজ্ঞতাও একই রকম। বিশেষজ্ঞদের মতে, প্রোটিনের অভাবে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়,

যার ফলে তারা সহজেই অসংক্রামক রোগে আক্রান্ত হন। শিশুদের ক্ষেত্রে অপুষ্টি শারীরিক ও মানসিক বৃদ্ধিকে ব্যাহত করে। বিশ্বব্যাংক ও অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানের রিপোর্ট বলছে, দেশে প্রায় ১২ কোটি মানুষ পর্যাপ্ত পুষ্টি পায় না। তাদের মধ্যে উল্লেখযোগ্য অংশই শিশু ও নারী। অপুষ্টিজনিত কারণে শিশুদের মধ্যে খর্বকায়তার সমস্যা মারাত্মক পর্যায়ে পৌঁছেছে। পুষ্টিবিদদের মতে, মাছ-মাংস-দুধের মতো ব্যয়বহুল খাবার না খেতে পারলে ডাল, রঙিন শাকসবজি ও ডিম থেকে প্রয়োজনীয় পুষ্টি গ্রহণ করা যেতে পারে। গাঁজর, মিষ্টি কুমড়া, বিট-রুট, এবং ডাল সহজলভ্য খাদ্য যা সবার জন্য উপকারী। বিশেষজ্ঞরা মনে করেন, খাদ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি নিম্ন আয়ের মানুষের জন্য ভর্তুকির ব্যবস্থা করা উচিত। এছাড়া খাদ্যসুরক্ষার জন্য রাষ্ট্রীয় নীতি

প্রণয়ন ও বাস্তবায়ন জরুরি। অপর্যাপ্ত পুষ্টির ফলে শুধু ব্যক্তি নয়, দীর্ঘমেয়াদে জাতীয় উৎপাদনশীলতাও ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই সময়মতো পদক্ষেপ নেওয়া জরুরি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চট্টগ্রামে ২টিসহ নাসা গ্রুপের ১৮টি কারখানা স্থায়ীভাবে বন্ধ, কর্মহীন হাজার হাজার শ্রমিক শেখ হাসিনার সরকারের মজুদকৃত চালের বস্তা থেকে তাঁরই নাম মুছে চলছে বিতরণ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ: বিরোধিতা করেও শেখ হাসিনার নির্দেশিত পথে ইউনূস সরকার আরাকান আর্মির ওপর হামলায় বাংলাদেশের সম্পৃক্ততার অভিযোগ আরকান সেনাপ্রধানের সংস্কৃতির মুখোমুখি দাঁড়িয়ে সাবেক ফরাসি প্রেসিডেন্ট সারকোজি লিবিয়া কেলেঙ্কারিতে পাঁচ বছরের কারাদণ্ডে দণ্ডিত আওয়ামী লীগ সরকারের চালু করা অনলাইন জিডির কৃতিত্বটাও চুরি অন্তর্বর্তী সরকারের! আওয়ামী লীগের দোসররা আড্ডা দেয় অভিযোগে উত্তরায় পাঠাগার গুঁড়িয়ে দিল বৈছা নেতারা কেন যুক্তরাষ্ট্র যেতে বাধা দেওয়া হলো সোহেল তাজকে? ‘তাদেরকে জিজ্ঞেস করুন’ বোনের জবাব যুবলীগের নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন, সন্ত্রাস: নিঃশর্ত মুক্তি ও গণতন্ত্র রক্ষার দাবি উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনের প্রত্যাশা পূজা পরিষদের অক্সিজেন ছাড়াই শীর্ষ পর্বত মানাসলুর চূড়ায় দুই বাংলাদেশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ২১৯ ২০২৬ বিশ্বকাপ নিয়ে ট্রাম্পের নতুন হুমকি ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তানের একাধিক এলাকা ব্যাংক কর্মীদের উৎসাহ বোনাস নিয়ে নতুন নির্দেশনা ইসরায়েলকে নিষিদ্ধ করার পথে হাঁটছে উয়েফা সাত বছর ধরে যে শহরে ছিল গাড়ি ধোয়ায় নিষেধাজ্ঞা ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হবে না, জানাল সৌদি আরব সৌরবিদ্যুতে ভর্তুকি কমলেও লাভ হবে গ্রাহকের