কুরস্কে রুশ ও কোরিয়ান সেনাদের ব্যাপক বিপর্যয়ের দাবি জেলেনস্কির – ইউ এস বাংলা নিউজ




কুরস্কে রুশ ও কোরিয়ান সেনাদের ব্যাপক বিপর্যয়ের দাবি জেলেনস্কির

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জানুয়ারি, ২০২৫ | ৫:০১ 8 ভিউ
গত বছরে আগস্টের শুরুর দিকে সীমান্তবর্তী রাশিয়ার কুরস্ক অঞ্চলে স্থল অভিযান শুরু করেছিল ইউক্রেন। এরপরই সেখানে বড় ধরনের পাল্টা অভিযান শুরু করে রাশিয়া। এখন সেখানে রাশিয়ার হয়ে যুদ্ধে জড়িয়েছে উত্তর কোরিয়ার সেনারাও। শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলােদিমির জেলেনস্কি দাবি করেছেন, কুরস্ক অঞ্চলে ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছেন রুশ ও কোরিয়ান সেনারা। তার ভাষ্য, সাম্প্রতিক সংঘর্ষের সময় রাশিয়ান ও উত্তর কোরিয়ার বাহিনীর মধ্যে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির হয়েছে। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য কিয়েভ ইনডিপেন্ডেন্ট। গতকাল সন্ধ্যার ভাষণে জেলেনস্কি বলেছেন, কুরস্ক অঞ্চলের মাখনোভকা নামের একটি গ্রামের কাছে ‘গতকাল (শুক্রবার) এবং আজ (শনিবার) কুরস্ক অঞ্চলের মাখনোভকা গ্রামের কাছে সংঘর্ষে উত্তর কোরিয়ার পদাতিক বাহিনী ও রুশ প্যারাট্রুপার বাহিনী

একটি করে ব্যাটালিয়ন হারিয়েছে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ যদিও জেলেনস্কি আর বিস্তারিত কোনো তথ্য দেননি। জেলেনস্কি উত্তর কোরিয়ার সৈন্যদের সামনের সারিতে মোতায়েন রোধ করতে উত্তর কোরিয়ার উপর তার প্রভাব ব্যবহার করার জন্য চীনকেও আহ্বান জানিয়েছিলেন। এদিকে গত বুধবার ইউক্রেনের সেনাপ্রধান অলেক্সান্ডার সিরস্কি বলেছেন, কুরস্ক অঞ্চলে সম্মুখ যুদ্ধে এখন পর্যন্ত ৩৮ হাজার রুশ সেনা নিহত এবং ১ হাজারের বেশি সামরিক সরঞ্জাম ধ্বংস করেছে। সিরস্কি বলেন, আমরা হানাদারদের ধ্বংস করতে থাকব। কে রাশিয়ান বা কে উত্তর কোরিয়ার পাসপোর্টধারী, তাতে কিছু যায় আসে না। যুদ্ধ চলতেই থাকবে। কিয়েভের মতে, ইউক্রেন ৬ আগস্ট কুরস্কে আশ্চর্যজনক আক্রমণ শুরু করে প্রায় ১৩০০ বর্গকিলোমিটার এলাকা দখল করে। এই অঞ্চলে তীব্র লড়াই অব্যাহত

থাকায় ইউক্রেনের বাহিনী প্রাথমিকভাবে দখল করা অঞ্চলের প্রায় অর্ধেক নিয়ন্ত্রণ হারিয়েছে। কিয়েভ রাশিয়ার সাথে ভবিষ্যতের আলোচনায় দর কষাকষির অস্ত্র হিসাবে দখলকৃত রাশিয়ান ভূখণ্ড ব্যবহার করার আশা করছে। রাশিয়াও ইউক্রেনের বাহিনীকে বিতাড়িত করতে সহায়তা করার জন্য আগস্ট থেকে এই অঞ্চলে প্রায় ১২ হাজার উত্তর কোরিয়ার সৈন্য মোতায়েন করেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গত ২৩ ডিসেম্বর বলেছেন, কুরস্কে তাদের হামলায় ৩ হাজারেরও বেশি উত্তর কোরিয়ার সৈন্য নিহত বা আহত হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
খালেদা জিয়া আজ লন্ডন যাচ্ছেন দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প, উৎপত্তিস্থল কোথায়! টিউলিপের পাশে দাঁড়ালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী সুভাষ চন্দ্র বসু বিমানবন্দরে আটকা ২২০ বাংলাদেশি ঘুম থেকে উঠে দেখি, রাতারাতি মেজর ডালিম হয়ে গেছি বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার বাজারে আসছে রয়্যাল এনফিল্ডের নতুন ৫ বাইক অস্থির চালের বাজার পদবঞ্চিত ৭৬৪ কর্মকর্তা পাচ্ছেন ক্ষতিপূরণ ভারত জড়িত বললে হবে না, প্রমাণ হাজির করতে হবে বিএনপিকে জালিম বলেননি জামায়াতের আমির: শফিকুল ইসলাম মাসুদ ছাত্রলীগের একটি বড় অংশ এক একটি সংগঠনের নেতৃত্ব গ্রহণ করছে! নিজের বিরুদ্ধে অভিযোগের তদন্ত চাইলেন টিউলিপ ট্রাম্পের খেলা শুরু, মোদীর প্রতিপক্ষ ট্রুডোর বিদায়: ড. ইউনুস কি পরবর্তী টার্গেট? আগে ডাকসুর গঠনতন্ত্র সংস্কার, পরে নির্বাচন চাপ প্রয়োগে বেনামি ঋণ ৩৮ হাজার কোটি টাকা ট্রুডোর পদত্যাগে কানাডাকে ফের ৫১তম রাজ্য বানানোর প্রস্তাব ট্রাম্পের ক্যানসার আক্রান্তদের দুর্ভোগ চরমে, কেমোর সিরিয়াল পেতে দীর্ঘ অপেক্ষা চকরিয়ায় বন্য হাতির আক্রমনে যুবকের মৃত্যু কানাডার নতুন প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আলোচনায় কারা?