ইজতেমা শেষে ফিরতি যাত্রায় বিড়ম্বনা – ইউ এস বাংলা নিউজ




ইজতেমা শেষে ফিরতি যাত্রায় বিড়ম্বনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ ফেব্রুয়ারি, ২০২৫ | ৩:৩৪ 36 ভিউ
আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ হয়েছে। মোনাজাত শেষে ঘরে ফেরা মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। এতে ফিরতি যাত্রায় বিড়ম্বনার শিকার হচ্ছেন ঘরে ফেরারা। গাড়ি না পেয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে রয়েছেন অনেক মুসল্লি। অনেকে আবার পিকআপ, ব্যাটারিচালিত অটোরিকশায় চড়ে যাচ্ছেন গন্তব্যস্থলে। গাড়ি না পেয়ে কেউ কেউ পায়ে হেঁটেই রওনা দিয়েছেন। রোববার সকাল ৯টা ১১ মিনিটে শুরু হয়ে আখেরি মোনাজাত। শেষ হয় ৯টা ৩৫ মিনিটে। মোনাজাত শেষেই ফিরতে শুরু করে মুসল্লিরা। একসঙ্গে লাখ লাখ মানুষের যাত্রার ফলে সড়কে দেখা দেয় তীব্র যানজট। টঙ্গী স্টেশনে ফিরতি যাত্রীদের জন্য অপেক্ষা করছিল ট্রেন। সেই ট্রেনে উঠতে মুসল্লিদের জীবনবাজির লড়াইও দেখা

গেছে। ট্রেনের ভেতরে জায়গা না পেয়ে ছাদ ও দরজা-জানালায় ঝুলে গন্তব্যে ফিরছেন মুসল্লিরা। এ সময় এমন পরিস্থিতি তৈরি হয় যে, একপর্যায়ে মানুষের জন্য ট্রেনই দেখা যাচ্ছিল না। এদিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও আশুলিয়া সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায় ফিরতি মুসল্লিদের বিড়ম্বনা ও কষ্টের সীমা ছিল না। আখেরি মোনাজাতকে ঘিরে সকাল থেকে মুসল্লিরা আসতে থাকে ইজতেমা মাঠে। জায়গা না পেয়ে রাস্তায় দাঁড়িয়ে মোনাজাতে অংশ নেন অনেকে। আর মোনাজাত শেষে সেখান থেকেই ফিরতে থাকেন তারা। মোনাজাতের পর সীমিত আকারে যানবাহন চলাচল শুরু হলেও পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও করেছেন অনেক মুসল্লি। সিলেট থাকা মুসল্লি আব্দুর রহমান বলেন, ‘মোনাজাত শেষে বাড়ি যাওয়ার

জন্য দাঁড়িয়ে আছি। কিন্তু বাস ভাড়া বেশি চাচ্ছে।’ ময়মনসিংহের মুসল্লি আব্দুল করিম বলেন, ‘প্রকৃত ভাড়ার থেকে দ্বিগুণ ভাড়া চাওয়া হচ্ছে। তাই দাঁড়িয়ে আছি। লোকজন কমলে পরে যাব।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আরব সাগরে যুদ্ধজাহাজ নিয়ে হাজির রাশিয়া-ইরান, আসছে চীন রমজানজুড়ে ধ্বনিত হোক তারাবির সুর ৬০ কোটির জামদানি বিক্রির টার্গেট ‘আপত্তিকর আচরণের’ কারণে খুন হাবীবুল্লাহ কলেজের উপাধ্যক্ষ ‘মসজিদে অজু করার পানিও পাচ্ছি না’ ঢাকায় আজও বইছে ‘অস্বাস্থ্যকর’ বাতাস মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে টাইব্রেকারে লিভারপুলকে কাঁদিয়ে কোয়ার্টারে পিএসজি বাংলাদেশ থেকে ৪৬ শতাংশ পোশাক রপ্তানি বেড়েছে যুক্তরাষ্ট্রে পাকিস্তানে ট্রেনে বন্দুকধারীদের হামলা, ৪৫০ যাত্রী জিম্মি অবশেষে নন-এমপিও শিক্ষকদের দাবি মেনে নিল সরকার বিদেশে জন্ম নেওয়া সন্তানদের নাগরিকত্বের স্বীকৃতি দেবে মালয়েশিয়া মহাখালীর সাত তলা বস্তিতে আগুন ইয়ামাল-জাদুতে সবার আগে কোয়ার্টারে বার্সা ঢাকায় উপাধ্যক্ষকে কুপিয়ে হত্যা, ফরিদপুর থেকে দম্পতি গ্রেফতার চড়া সুদে অননুমোদিত ঋণদানকারী প্রতিষ্ঠান ও দাদন ব্যবসা প্রতিরোধে রুল সেনাবাহিনীর অভিযানে নিহত ১৬ সন্ত্রাসী, উদ্ধার ১০৪ যাত্রী ‘জাফর এক্সপ্রেসে’ ভয়াবহ সন্ত্রাসী হামলা, যা বলছে পাকিস্তানি সেনাবাহিনী পাকিস্তানে ট্রেনে হামলা: জিম্মি ১৮২, দাবি না মানলে হত্যার হুমকি টাইটানিকের অন্তরঙ্গ দৃশ্য ভুলে যেতে চান কেট