ইজতেমা শেষে ফিরতি যাত্রায় বিড়ম্বনা – ইউ এস বাংলা নিউজ




ইজতেমা শেষে ফিরতি যাত্রায় বিড়ম্বনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ ফেব্রুয়ারি, ২০২৫ | ৩:৩৪ 6 ভিউ
আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ হয়েছে। মোনাজাত শেষে ঘরে ফেরা মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। এতে ফিরতি যাত্রায় বিড়ম্বনার শিকার হচ্ছেন ঘরে ফেরারা। গাড়ি না পেয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে রয়েছেন অনেক মুসল্লি। অনেকে আবার পিকআপ, ব্যাটারিচালিত অটোরিকশায় চড়ে যাচ্ছেন গন্তব্যস্থলে। গাড়ি না পেয়ে কেউ কেউ পায়ে হেঁটেই রওনা দিয়েছেন। রোববার সকাল ৯টা ১১ মিনিটে শুরু হয়ে আখেরি মোনাজাত। শেষ হয় ৯টা ৩৫ মিনিটে। মোনাজাত শেষেই ফিরতে শুরু করে মুসল্লিরা। একসঙ্গে লাখ লাখ মানুষের যাত্রার ফলে সড়কে দেখা দেয় তীব্র যানজট। টঙ্গী স্টেশনে ফিরতি যাত্রীদের জন্য অপেক্ষা করছিল ট্রেন। সেই ট্রেনে উঠতে মুসল্লিদের জীবনবাজির লড়াইও দেখা

গেছে। ট্রেনের ভেতরে জায়গা না পেয়ে ছাদ ও দরজা-জানালায় ঝুলে গন্তব্যে ফিরছেন মুসল্লিরা। এ সময় এমন পরিস্থিতি তৈরি হয় যে, একপর্যায়ে মানুষের জন্য ট্রেনই দেখা যাচ্ছিল না। এদিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও আশুলিয়া সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায় ফিরতি মুসল্লিদের বিড়ম্বনা ও কষ্টের সীমা ছিল না। আখেরি মোনাজাতকে ঘিরে সকাল থেকে মুসল্লিরা আসতে থাকে ইজতেমা মাঠে। জায়গা না পেয়ে রাস্তায় দাঁড়িয়ে মোনাজাতে অংশ নেন অনেকে। আর মোনাজাত শেষে সেখান থেকেই ফিরতে থাকেন তারা। মোনাজাতের পর সীমিত আকারে যানবাহন চলাচল শুরু হলেও পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও করেছেন অনেক মুসল্লি। সিলেট থাকা মুসল্লি আব্দুর রহমান বলেন, ‘মোনাজাত শেষে বাড়ি যাওয়ার

জন্য দাঁড়িয়ে আছি। কিন্তু বাস ভাড়া বেশি চাচ্ছে।’ ময়মনসিংহের মুসল্লি আব্দুল করিম বলেন, ‘প্রকৃত ভাড়ার থেকে দ্বিগুণ ভাড়া চাওয়া হচ্ছে। তাই দাঁড়িয়ে আছি। লোকজন কমলে পরে যাব।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হঠাৎ বদলে গেল শাহরুখ সালমান ও আমিরের মুখের বলিরেখা সিরাজগঞ্জে নদীতে নিখোঁজের একদিন পর আরও ২ লাশ উদ্ধার ইজতেমা শেষে ফিরতি যাত্রায় বিড়ম্বনা ভারতের সামরিক ব্যয় আরও বাড়লো, প্রতিরক্ষা বাজেট ৭৮ বিলিয়ন ডলার এবার মার্কিন পণ্যের ওপর মেক্সিকো ও চীনের শুল্ক আরোপ বর্ষার আগেই ১৯টি খালে ফিরবে প্রবাহ, ব্লু নেটওয়ার্কের যাত্রা শুরু পুরুষ মানুষ ক্রিকেট খেলার মতো: গোবিন্দ প্রসঙ্গে সুনিতা ফিলিপাইনে হেলিকপ্টার দুর্ঘটনায় পাইলট নিহত প্রেমিককে নিয়ে ফাঁস নিলেন প্রবাসীর স্ত্রী বিপিএল প্লে-অফ কবে-কখন? বহিষ্কার হতে পারেন যুক্তরাষ্ট্রে আটক বাংলাদেশি মনির বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা ট্রাম্পের শুল্কের পাল্টা জবাব, মার্কিন পণ্যে ২৫% শুল্ক বসাচ্ছে কানাডা: ট্রুডো পারস্য উপসাগরে ইরানের মিসাইল পরীক্ষা, শত্রু জাহাজের জন্য বড় চ্যালেঞ্জ দলগুলোকে এক থাকার আহ্বান আলী রীয়াজের সংরক্ষিত আসনের নামে নারী নেতৃত্বের পথ রুদ্ধ পারস্য উপসাগরে ইরানের মিসাইল পরীক্ষা, শত্রু জাহাজের জন্য বড় চ্যালেঞ্জ ইউক্রেনের ঐতিহাসিক ভবনে রাশিয়ার হামলা লিবিয়ার উপকূলে মিলল ২০ গলিত মরদেহ, বাংলাদেশি বলে ধারণা আখেরি মোনাজাত আজ, দলে দলে যোগ দিচ্ছেন মুসল্লিরা