ইজতেমা শেষে ফিরতি যাত্রায় বিড়ম্বনা – ইউ এস বাংলা নিউজ




ইজতেমা শেষে ফিরতি যাত্রায় বিড়ম্বনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ ফেব্রুয়ারি, ২০২৫ | ৩:৩৪ 60 ভিউ
আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ হয়েছে। মোনাজাত শেষে ঘরে ফেরা মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। এতে ফিরতি যাত্রায় বিড়ম্বনার শিকার হচ্ছেন ঘরে ফেরারা। গাড়ি না পেয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে রয়েছেন অনেক মুসল্লি। অনেকে আবার পিকআপ, ব্যাটারিচালিত অটোরিকশায় চড়ে যাচ্ছেন গন্তব্যস্থলে। গাড়ি না পেয়ে কেউ কেউ পায়ে হেঁটেই রওনা দিয়েছেন। রোববার সকাল ৯টা ১১ মিনিটে শুরু হয়ে আখেরি মোনাজাত। শেষ হয় ৯টা ৩৫ মিনিটে। মোনাজাত শেষেই ফিরতে শুরু করে মুসল্লিরা। একসঙ্গে লাখ লাখ মানুষের যাত্রার ফলে সড়কে দেখা দেয় তীব্র যানজট। টঙ্গী স্টেশনে ফিরতি যাত্রীদের জন্য অপেক্ষা করছিল ট্রেন। সেই ট্রেনে উঠতে মুসল্লিদের জীবনবাজির লড়াইও দেখা

গেছে। ট্রেনের ভেতরে জায়গা না পেয়ে ছাদ ও দরজা-জানালায় ঝুলে গন্তব্যে ফিরছেন মুসল্লিরা। এ সময় এমন পরিস্থিতি তৈরি হয় যে, একপর্যায়ে মানুষের জন্য ট্রেনই দেখা যাচ্ছিল না। এদিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও আশুলিয়া সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায় ফিরতি মুসল্লিদের বিড়ম্বনা ও কষ্টের সীমা ছিল না। আখেরি মোনাজাতকে ঘিরে সকাল থেকে মুসল্লিরা আসতে থাকে ইজতেমা মাঠে। জায়গা না পেয়ে রাস্তায় দাঁড়িয়ে মোনাজাতে অংশ নেন অনেকে। আর মোনাজাত শেষে সেখান থেকেই ফিরতে থাকেন তারা। মোনাজাতের পর সীমিত আকারে যানবাহন চলাচল শুরু হলেও পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও করেছেন অনেক মুসল্লি। সিলেট থাকা মুসল্লি আব্দুর রহমান বলেন, ‘মোনাজাত শেষে বাড়ি যাওয়ার

জন্য দাঁড়িয়ে আছি। কিন্তু বাস ভাড়া বেশি চাচ্ছে।’ ময়মনসিংহের মুসল্লি আব্দুল করিম বলেন, ‘প্রকৃত ভাড়ার থেকে দ্বিগুণ ভাড়া চাওয়া হচ্ছে। তাই দাঁড়িয়ে আছি। লোকজন কমলে পরে যাব।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সকালের মধ্যে ৬ জেলায় ঝড় ও বৃষ্টির আশঙ্কা ২ লাখেরও বেশি নার্স-সংকট, সাদা পোশাক ফেরত চান তারা রপ্তানিতে নগদ প্রণোদনা কমছে ১ হাজার কোটি টাকা সাগরে চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘শক্তি’ যে কারণে দ্রুত যুদ্ধবিরতিতে রাজি হয় ভারত-পাকিস্তান পু‌তি‌নের স‌ঙ্গে বৈঠক কর‌তে তুরস্ক যা‌চ্ছেন জে‌লেন‌স্কি আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী ভারত-পাকিস্তান উত্তেজনার মাঝে বালোচিস্তানের স্বাধীনতা ঘোষণা করলেন মির ইয়ার বালোচ রাষ্ট্রের নীতিগত সিদ্ধান্তেই কি লাদেনকে আশ্রয় দেয় পাকিস্তান? আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তের প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু বইমেলা-২০২৫ সফল করতে ‘একাত্তরের প্রহরী’র উদার আহ্বান বাংলাদেশ সীমান্তের পাশে কেন বাংকার নির্মাণ করল ভারত অভিযান এখনো চলছে: ভারত এখন কী পরিস্থিতি কাশ্মীরের ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিকে স্বাগত জানালেন নতুন পোপ ভারত-পাকিস্তান যুদ্ধ: কার কী ক্ষতি হলো? যুদ্ধবিরতি মানায় ভারত-পাকিস্তানের প্রশংসা করলেন ট্রাম্প ‘অপারেশন সিঁদুরে’ নিজেদের ক্ষতি স্বীকার করল ভারত ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক, কোমড়ে দড়ি বেঁধে নেওয়া হলো থানায় এবার কাশ্মীর সংকট নিয়ে মধ্যস্থতার প্রস্তাব ট্রাম্পের