
ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর

আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা বরদাশত করা হবে না: ডিএমপি

আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা বরদাশত করা হবে না: ডিএমপি

‘মানবিক করিডোর’ বিতর্ক, খোলাসা করছে না সরকার

জমির বাজারমূল্য গোপন রেখে মৌজামূল্যে লেনদেনে কড়াকড়ি, আসছে বড় সংস্কার

মহার্ঘ ভাতা নিয়ে নতুন তথ্য দিলেন অর্থ উপদেষ্টা

১০ এসপিসহ ১৭ পুলিশ অফিসারকে বদলি

জমির মৌজামূল্যে বড় সংস্কার আসছে
অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক ফলপ্রসূ হয়নি

অর্থ উপদেষ্টার সঙ্গে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের বৈঠক ফলপ্রসূ হয়নি। মঙ্গলবার আগারগাঁও রাজস্ব ভবনের সামনে ঢাকার সব কর অঞ্চল, ভ্যাট কমিশনারেট, কাস্টমস হাউজের কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছে আন্দোলনকারীদের সংগঠনটি।
এতে বলা হয়, মঙ্গলবার এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ১৩ সদস্যের একটি প্রতিনিধি দল অর্থ উপদেষ্টা এবং দুইজন উপদেষ্টার সঙ্গে বৈঠক করে। এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন রাজস্ব সংস্কার পরামর্শক কমিটির সদস্যরা, জাতীয় রাজস্ব বোর্ডের তিনজন সাবেক সদস্য, অর্থ বিভাগের সচিব এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান। বৈঠকটি ফলপ্রসূ হয়নি।
বৈঠক ফলপ্রসূ না হওয়ায় পরবর্তী কর্মসূচি আজ ১২ টায় জাতীয় রাজস্ব বোর্ড প্রাঙ্গনে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে ঘোষণা করা হবে।
প্রেস ব্রিফিং শেষ না হওয়া পর্যন্ত ঢাকায় এনবিআরের আওতাধীন আয়কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীগদের আগারগাঁও রাজস্ব ভবনের নিচতলায় এবং ঢাকার বাইরের অন্য সব দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ নিজ নিজ দপ্তরে অবস্থান কর্মসূচি পালনের আহ্বান জানান হয়েছে। বৈঠকে উপস্থিত একাধিক কর্মকর্তা বলেন, আমরা আশা করেছিলাম অর্থ উপদেষ্টা আয়কর ও কাস্টমস ক্যাডারের যৌক্তিক দাবিগুলো মনোযোগ দিয়ে শুনবেন। কিন্তু আধা ঘন্টার বৈঠকে তিনি আমাদের কোনো যুক্তি শুনেননি। এক তরফাভাবে তার সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন, যা আমাদের আশাহত করেছে। এ অবস্থায় পরবর্তী করণীয় নির্ধারণে আজ জ্যেষ্ঠ কর্মকর্তারা বৈঠক করে সিদ্ধান্ত জানাবেন। সাধারণ কর্মকর্তারা বলছেন, সরকারের সঙ্গে আমরা এখনো আলোচনা করে আমাদের
দাবিগুলো তুলে ধরতে চাই। কিন্তু আমাদের সেই সুযোগ দেওয়া হচ্ছে না। এনবিআর বিলুপ্তের অধ্যাদেশটি দুই ক্যাডারের অস্তিত্বের লড়াইয়ে এসে দাঁড়িয়েছে। এ অবস্থায় পেছানোর সুযোগ নেই। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা দেয়া হবে।
প্রেস ব্রিফিং শেষ না হওয়া পর্যন্ত ঢাকায় এনবিআরের আওতাধীন আয়কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীগদের আগারগাঁও রাজস্ব ভবনের নিচতলায় এবং ঢাকার বাইরের অন্য সব দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ নিজ নিজ দপ্তরে অবস্থান কর্মসূচি পালনের আহ্বান জানান হয়েছে। বৈঠকে উপস্থিত একাধিক কর্মকর্তা বলেন, আমরা আশা করেছিলাম অর্থ উপদেষ্টা আয়কর ও কাস্টমস ক্যাডারের যৌক্তিক দাবিগুলো মনোযোগ দিয়ে শুনবেন। কিন্তু আধা ঘন্টার বৈঠকে তিনি আমাদের কোনো যুক্তি শুনেননি। এক তরফাভাবে তার সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন, যা আমাদের আশাহত করেছে। এ অবস্থায় পরবর্তী করণীয় নির্ধারণে আজ জ্যেষ্ঠ কর্মকর্তারা বৈঠক করে সিদ্ধান্ত জানাবেন। সাধারণ কর্মকর্তারা বলছেন, সরকারের সঙ্গে আমরা এখনো আলোচনা করে আমাদের
দাবিগুলো তুলে ধরতে চাই। কিন্তু আমাদের সেই সুযোগ দেওয়া হচ্ছে না। এনবিআর বিলুপ্তের অধ্যাদেশটি দুই ক্যাডারের অস্তিত্বের লড়াইয়ে এসে দাঁড়িয়েছে। এ অবস্থায় পেছানোর সুযোগ নেই। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা দেয়া হবে।