অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক ফলপ্রসূ হয়নি – ইউ এস বাংলা নিউজ




অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক ফলপ্রসূ হয়নি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ মে, ২০২৫ | ১০:০৪ 6 ভিউ
অর্থ উপদেষ্টার সঙ্গে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের বৈঠক ফলপ্রসূ হয়নি। মঙ্গলবার আগারগাঁও রাজস্ব ভবনের সামনে ঢাকার সব কর অঞ্চল, ভ্যাট কমিশনারেট, কাস্টমস হাউজের কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছে আন্দোলনকারীদের সংগঠনটি। এতে বলা হয়, মঙ্গলবার এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ১৩ সদস্যের একটি প্রতিনিধি দল অর্থ উপদেষ্টা এবং দুইজন উপদেষ্টার সঙ্গে বৈঠক করে। এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন রাজস্ব সংস্কার পরামর্শক কমিটির সদস্যরা, জাতীয় রাজস্ব বোর্ডের তিনজন সাবেক সদস্য, অর্থ বিভাগের সচিব এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান। বৈঠকটি ফলপ্রসূ হয়নি। বৈঠক ফলপ্রসূ না হওয়ায় পরবর্তী কর্মসূচি আজ ১২ টায় জাতীয় রাজস্ব বোর্ড প্রাঙ্গনে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে ঘোষণা করা হবে।

প্রেস ব্রিফিং শেষ না হওয়া পর্যন্ত ঢাকায় এনবিআরের আওতাধীন আয়কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীগদের আগারগাঁও রাজস্ব ভবনের নিচতলায় এবং ঢাকার বাইরের অন্য সব দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ নিজ নিজ দপ্তরে অবস্থান কর্মসূচি পালনের আহ্বান জানান হয়েছে। বৈঠকে উপস্থিত একাধিক কর্মকর্তা বলেন, আমরা আশা করেছিলাম অর্থ উপদেষ্টা আয়কর ও কাস্টমস ক্যাডারের যৌক্তিক দাবিগুলো মনোযোগ দিয়ে শুনবেন। কিন্তু আধা ঘন্টার বৈঠকে তিনি আমাদের কোনো যুক্তি শুনেননি। এক তরফাভাবে তার সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন, যা আমাদের আশাহত করেছে। এ অবস্থায় পরবর্তী করণীয় নির্ধারণে আজ জ্যেষ্ঠ কর্মকর্তারা বৈঠক করে সিদ্ধান্ত জানাবেন। সাধারণ কর্মকর্তারা বলছেন, সরকারের সঙ্গে আমরা এখনো আলোচনা করে আমাদের

দাবিগুলো তুলে ধরতে চাই। কিন্তু আমাদের সেই সুযোগ দেওয়া হচ্ছে না। এনবিআর বিলুপ্তের অধ্যাদেশটি দুই ক্যাডারের অস্তিত্বের লড়াইয়ে এসে দাঁড়িয়েছে। এ অবস্থায় পেছানোর সুযোগ নেই। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা দেয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা বরদাশত করা হবে না: ডিএমপি অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক ফলপ্রসূ হয়নি কালো টাকা সাদা করার সুযোগ চিরতরে বাতিল করুন নির্বাচন কমিশনে আস্থা নেই এনসিপির, বুধবার ইসির সামনে বিক্ষোভের ডাক পাকিস্তানের দ্বিতীয় ফিল্ড মার্শাল হলেন আসিম মুনির ‘স্টারলিংকের ডাটা ব্যবহারে কোনো লিমিট নেই’ গাজায় আগ্রাসনের দায়ে ইসরাইলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল যুক্তরাজ্য হঠাৎ বদলে গেল আইপিএল ফাইনালের ভেন্যু এনসিপির জরুরি সংবাদ সম্মেলন আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা বরদাশত করা হবে না: ডিএমপি ৬০৮ পদে সমন্বিত ৬ ব্যাংকে নিয়োগ, আবেদন শেষ কাল পাকিস্তানকে প্রক্সি হিসেবে ব্যবহার করে চীন গাড়ির চাপায় শাবকের মৃত্যু, মা হনুমান আহত জরায়ু পরিচ্ছন্ন রাখে স্বাস্থ্যকর এই পানি স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ছেড়ে এক হাজার করে ডলার পাচ্ছেন অভিবাসীরা নিউইয়র্ক ডিস্ট্রিক্ট লায়ন্স ক্লাবে বাংলাদেশিদের বিজয় ‘টু ইজি লল’ লিখে কারাগার থেকে পালাল ১০ বন্দি স্টারলিংকের সংযোগ ও মাসিক খরচ কত? যুক্তরাজ্য-ফ্রান্স-কানাডার সমালোচনায় এবার নেতানিয়াহুর পাল্টা জবাব আন্দোলনরত সমর্থকদের জরুরি বার্তা দিলেন ইশরাক