ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ৩ দিন ধরে অবরোধ – ইউ এস বাংলা নিউজ




ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ৩ দিন ধরে অবরোধ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ নভেম্বর, ২০২৪ | ৯:০১ 66 ভিউ
গাজীপুরে বকেয়া বেতন পরিশোধের দাবিতে টানা তৃতীয় দিনের মতো ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে আন্দোলন করছে শ্রমিকরা। পুলিশ, প্রশাসন, সেনাবাহিনীসহ সরকারের বিভিন্ন সংস্থা বারবার চেষ্টা করেও তিন দিন ধরে চলা এই সমস্যার সমাধান করতে পারেনি। গাজীপুর মহানগরীর মালেকের বাড়ি এলাকায় টিএনজেড গ্রুপের পোশাক কারখানার শ্রমিকরা গত সেপ্টেম্বর ও অক্টোবর মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে গত শনিবার সকাল থেকে টানা তিন দিন ধরে ব্যস্ততম ও অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মহাসড়কটি অবরোধ করে রেখেছে। গতকাল সোমবার মালেকের বাড়ি এলাকায় গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার পুলিশ ও প্রশাসনের লোকজন এসে তাদের বেতন পরিশোধ করার জন্য সাত দিনের সময় চেয়েছিল। কিন্তু তারা সেটা মানেননি।

কারণ গত প্রায় এক মাস ধরে বিভিন্ন সময় অনেক তারিখ দিয়েও মালিক এবং প্রশাসন তাদের কথা রাখতে পারেনি। তাই তারা কোনো কথাতেই আশ্বস্ত হতে পারছেন না। তাদের বকেয়া বেতন পরিশোধ না করা পর্যন্ত অবরোধ কর্মসূচি চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। জানা যায়, শ্রমিকরা দ্বিতীয় রাতও মহাসড়কে কাটিয়েছে। তারা পালাক্রমে মহাসড়কে অবস্থান নিয়ে দাবি আদায়ের পক্ষে বিক্ষোভ করছেন। সড়কের পূর্ব পাশে একটি অটোরিকশায় মাইক লাগিয়ে শ্রমিকদের মহাসড়কে অবস্থান করতে বলা হচ্ছে। এদিকে শ্রমিক অবরোধের কারণে তৃতীয় দিনের মতো গাজীপুর থেকে ঢাকা এবং ঢাকা থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত ১২ কিলোমিটার সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে এই মহাসড়ক দিয়ে চলাচলকারী হাজার হাজার

গণপরিবহনের যাত্রী, শ্রমিক, কর্মচারী সাধারণ মানুষ চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। দেশের দূরদূরান্ত থেকে আসা সাধারণ মানুষকে গাজীপুর চান্দনা চৌরাস্তায় নেমে পায়ে হেঁটে অথবা বিকল্প পথ দিয়ে রাজধানী ঢাকায় প্রবেশ করতে হচ্ছে। আর ঢাকা থেকে যে সকল মানুষ উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা হয়েছেন তারা বিকল্প পথ দিয়ে গাজীপুর চৌরাস্তা ও চন্দ্রা হয়ে গন্তব্যের দিকে যাচ্ছেন বলে জানা গেছে। এছাড়া গাজীপুর ভোগড়া বাইপাস দিয়ে এবং জয়দেবপুর থেকে বনমালা হয়ে টঙ্গী দিয়েও কিছু যানবাহন চলাচল করছে। ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ইউনাইটেড পরিবহনের এক চালক জানান, শনিবার সকাল ৯টা থেকে তিনি কলম্বিয়া গার্মেন্টসের উত্তর পাশে এসে আটকা পড়েছেন। ওইদিন যাত্রীরা বাস থেকে নেমে হেঁটে গন্তব্যে চলে

গেলেও তিনি এবং তার দুই সহকারী তিন দিন যাবত আটকা পড়ে আছেন। তিনি আরো জানান, রাস্তা বন্ধ থাকায় ঘুরে পেছন দিয়ে যাওয়ারও কোনো উপায় নেই। তিন দিন ধরে গোসল খাওয়াসহ নানা সমস্যায় পড়লেও কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে গাড়িতেই অবস্থান করছেন। একইভাবে উত্তরাঞ্চল থেকে মালবোঝাই কাভার্ডভ্যানের চালক ইব্রাহিম হোসেন বলেন, তিন দিন যাবত আটকা পড়ে আছি সড়কে। কোম্পানির মাল ঢাকায় পৌঁছাতে হবে। কিন্তু সড়ক অবরোধের কারণে যেতে পারছি না। খাওয়া ও গোসলে মারাত্মক সমস্যা হচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে গাজীপুর মেট্টোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ইব্রাহিম খান বলেন, শনিবার আন্দোলনের শুরু থেকেই গাজীপুর মেট্টোপলিটন পুলিশের আমাদের ক্রাইম ডিভিশন, ট্রাফিক ডিভিশন, শিল্প পুলিশ

ও যৌথ বাহিনী সকলে মিলে কলম্বিয়া গার্মেন্টসের সামনে টিএনজেড-এর শ্রমিক ভাইয়েরা যে অবরোধ করে রেখেছে, আমরা তাদের বারবার বলেছি রাস্তাটা ছেড়ে দিয়ে সরে যাওয়ার জন্য। কিন্তু তারা যে বেতন পাচ্ছে না, এটার দাবিতে তারা অবস্থান নিয়েছে। আমরা মালিকপক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ-২-এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের বিষয়টি বিজিএমইএ’সহ সরকারের সংশ্লিষ্ট উচ্চ পর্যায়ের আলোচনা করা হচ্ছে। আশা করছি খুব দ্রুতই এর সমাধান হবে। সড়ক অবরোধে ছাত্র-ছাত্রীরা চরম দুর্ভোগে এদিকে শ্রমিকদের অবরোধের কারণে স্কুল কলেজ আগামী ছাত্র-ছাত্রীদের অসহনীয় দুর্ভোগের শিকার হতে হয়েছে। জানা গেছে, দুপুরে শ্রমিক প্রতিনিধিদের সাথে শ্রম মন্ত্রণালয়ে বকেয়া বেতন পরিশোধের ব্যাপারে কথা হলে

এক মাসের বেতন পরিশোধ করার আশ্বাসের প্রেক্ষিতে শ্রমিকরা অবরোধ তুলে নেয়। এক ঘণ্টা পরে তারা আবার রাস্তায় নেমে আসে। এখন তারা বলছেন হাতে টাকা না পাওয়া পর্যন্ত তারা তাদের অবরোধ চালিয়ে যাবেন। এক ঘণ্টা অবরোধ তুলে নেয়ার পর হঠাৎ করে আবার রাস্তায় নেমে আসার বিষয় নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। এক ঘণ্টা যানবাহন চলাচলের পর এখন পর্যন্ত এ রিপোর্ট লেখা পর্যন্ত রাত সাড়ে ৮টায় অবরোধ চলছিল। এতে রাস্তায় আটকা পড়েছে শত শত যানবাহন। চায়ের দোকানে বসে আছে অনেকেই এ সময় এমন এক ব্যক্তিকে ডেকে এ বিষয়ে কিছু জানতে চাইলে ইকবাল নামে এক ব্যক্তি অত্যন্ত দুঃখ প্রকাশ করে জানায়, তার মেয়ের এসএসসি পরীক্ষা

সামনে। বর্তমানে প্রস্তুতি পরীক্ষা চলছে। সকাল ১০টার সময় পরীক্ষা ছিল। সে রওনা দিছে সকাল সাড়ে ৬টায় তারপরও পায়ে হেঁটে অটোরিকশা দিয়ে বিভিন্নভাবে উত্তরা মাইলস্টোন স্কুলে পৌঁছাতে ৫ মিনিট দেরি হয়ে যায়। এই অবস্থা থেকে পরিত্রান পেতে এবং স্কুল কলেজগামী ছাত্র-ছাত্রীদের পরীক্ষার কথা বিবেচনা করে অচিরেই এ সমস্যার সমাধান করার দাবি জানান ইকবাল হোসেন নামে ওই ব্যক্তি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
একযোগে ১০২ এসি ল্যান্ডকে প্রত্যাহার ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পশ্চিমা ১৫ দেশের বড় পদক্ষেপ নির্যাতনসহ নানা অভিযোগে পুলিশের আরও ৫ কর্মকর্তা সাময়িক বরখাস্ত সেমিফাইনালে খেলবে না ভারত, ফাইনালে পাকিস্তান বাংলাদেশের আমদানির ঘোষণায় চালের দাম বাড়লো ভারতে কুমিল্লার মুরাদনগরে বিএনপি-এনসিপি সংঘর্ষ: সাংবাদিকসহ আহত ৭১ গোপালগঞ্জে সেনাবাহিনীর বর্বরতা – ৭১ সালের পাকিস্তানি সেনা বর্বরতাকে হার মানায়। ‘Ekattorer Prohori Foundation, USA’ condemns heinous attack on minority Hindu community in Rangpur ডিম নিক্ষেপ করতে এসে ছাত্রদলের ৫ নেতাকর্মী আটক শাবিতে নেই জরুরি সেবা, ভোগান্তিতে শিক্ষার্থীরা ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পশ্চিমা ১৫ দেশের বড় পদক্ষেপ গাজার একাংশ দখলের ইঙ্গিত ইসরাইল মন্ত্রীর মাইলফলক স্পর্শ করে মুগ্ধ সাগর-হিমেল সাইবার হামলার আশঙ্কায় সতর্কতা জারি বাংলাদেশ ব্যাংকের জাপান পার হয়ে যুক্তরাষ্ট্রে সুনামির আঘাত ভারতের পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির আহ্বানে ১৫ দেশের যৌথ বিবৃতি ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিচ্ছে মাল্টা ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে কর্মীদের সরিয়ে নিল জাপান ইসরাইলের দুই মন্ত্রীর নেদারল্যান্ডসে প্রবেশ নিষিদ্ধ করা হলো