কয়েকজন উপদেষ্টার কথায় খটকা লাগে, বললেন মির্জা ফখরুল – ইউ এস বাংলা নিউজ




কয়েকজন উপদেষ্টার কথায় খটকা লাগে, বললেন মির্জা ফখরুল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ নভেম্বর, ২০২৪ | ১০:০৮ 98 ভিউ
কয়েকজন উপদেষ্টার কথায় খটকা লাগে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আপনারা একটা সরকারে আছেন, দায়িত্ব পালন করছেন। এমন কোনো কথা বলবেন না বা এমন কোনো কাজ করবেন না, যাতে জনগণ বিভ্রান্ত হয়। স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ বলেছেন, সরকারের মেয়াদ চার বছর। এটা তাঁর বলার কথা নয়।’ বৃহস্পতিবার ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এ কথা বলেন তিনি। দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে তিনি বলেন, ‘কেন দ্রুত নির্বাচন চাই, এটা পরিষ্কার করেছি। নির্বাচিত সরকার ছাড়া জনগণকে আর কেউ ব্যবহার করতে পারবে না। এ জন্য সংস্কার করতে হবে। সেই সংস্কার জনপ্রতিনিধি

দিয়ে সংসদে পাস করাতে হবে। সুতরাং, নির্বাচন যত তাড়াতাড়ি হবে, দেশের জন্য তত মঙ্গল।’ মির্জা ফখরুল বলেন, ‘কোথাও ফাঁদ থাকলে গণতন্ত্রের শত্রুরা বিপ্লবকে ব্যর্থতায় পরিণত করার সুযোগ পাবে। বিভিন্ন মহল দাবি-দাওয়া নিয়ে আসছে। এরা কেন এই দাবি আগে করেনি?’ দাবি উত্থাপনকারীদের অপেক্ষা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘জনগণের সরকার আসুক, তার পর দাবি নিয়ে আসুন। এভাবে দাবি নিয়ে এলে দেশের স্থিতিশীলতা নষ্ট হয়।’ বিএনপি মহাসচিব বলেন, ‘বাংলাদেশ অসাম্প্রদায়িকতায় বিশ্বাসী। আমরা সব সম্প্রদায় একসঙ্গে কাজ করে আসছি, একসঙ্গে যুদ্ধ করেছি। কিন্তু ইদানীং একটি সম্প্রদায়ের মানুষের মধ্যে বড় রকমের আন্দোলন সৃষ্টি করার চেষ্টা দেখছি, যেটা ভারতের বক্তব্যের সঙ্গে মিলে যায়, যেটা বাংলাদেশের বিপ্লবকে অনেকাংশে

বিপন্ন করার চেষ্টা।’ তিনি বলেন, ‘আমাকে বিদেশি সাংবাদিকরা ফোন করেন, বিশেষ করে ভারতের সাংবাদিকরা বলতে চান, ড. ইউনূস কি রাষ্ট্র চালাতে পারছেন না? আমি তাদের বলি, গোটা দেশের মানুষ তাঁর ওপর আস্থাশীল। তিনি সুন্দরভাবে দেশ চালাচ্ছেন।’ জেএসডি সভাপতি আ স ম আবদুর রবের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, জেএসডির তানিয়া রব, শহিদ উদ্দিন মাহমুদ স্বপন প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
একযোগে ১০২ এসি ল্যান্ডকে প্রত্যাহার ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পশ্চিমা ১৫ দেশের বড় পদক্ষেপ নির্যাতনসহ নানা অভিযোগে পুলিশের আরও ৫ কর্মকর্তা সাময়িক বরখাস্ত সেমিফাইনালে খেলবে না ভারত, ফাইনালে পাকিস্তান বাংলাদেশের আমদানির ঘোষণায় চালের দাম বাড়লো ভারতে কুমিল্লার মুরাদনগরে বিএনপি-এনসিপি সংঘর্ষ: সাংবাদিকসহ আহত ৭১ গোপালগঞ্জে সেনাবাহিনীর বর্বরতা – ৭১ সালের পাকিস্তানি সেনা বর্বরতাকে হার মানায়। ‘Ekattorer Prohori Foundation, USA’ condemns heinous attack on minority Hindu community in Rangpur ডিম নিক্ষেপ করতে এসে ছাত্রদলের ৫ নেতাকর্মী আটক শাবিতে নেই জরুরি সেবা, ভোগান্তিতে শিক্ষার্থীরা ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পশ্চিমা ১৫ দেশের বড় পদক্ষেপ গাজার একাংশ দখলের ইঙ্গিত ইসরাইল মন্ত্রীর মাইলফলক স্পর্শ করে মুগ্ধ সাগর-হিমেল সাইবার হামলার আশঙ্কায় সতর্কতা জারি বাংলাদেশ ব্যাংকের জাপান পার হয়ে যুক্তরাষ্ট্রে সুনামির আঘাত ভারতের পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির আহ্বানে ১৫ দেশের যৌথ বিবৃতি ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিচ্ছে মাল্টা ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে কর্মীদের সরিয়ে নিল জাপান ইসরাইলের দুই মন্ত্রীর নেদারল্যান্ডসে প্রবেশ নিষিদ্ধ করা হলো