
ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর

কট্টর হিন্দুত্ববাদী আরএসএস ‘প্রচারকরা’ কেন বিয়ে করতে পারেন না?

আফগানিস্তানে পরিত্যক্ত মার্কিন অস্ত্র এখন জঙ্গিদের হাতে

গাজার যুদ্ধাহত শিশুর ছবি বিশ্বসেরা

জোট সরকারে থাকছেন না বিলাওয়াল

আসাদকে সিরিয়ায় প্রত্যার্পণে রাশিয়ার অস্বীকৃতি

রুশ নাগরিকের মুক্তিতে হামাসের ভূমিকার প্রশংসা করলেন পুতিন

ইরাকে প্রবল বালুঝড় : অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ৩ হাজার ৭ শতাধিক
ওয়াকফ আইন: ভারতজুড়ে বিক্ষোভ, বন্ধ ইন্টারনেট

ওয়াকফ আইন বাতিলের দাবিতে সহিংস বিক্ষোভ শুরু হয়েছে ভারতজুড়ে। দেশটির বিভিন্ন জেলায় জেলায় চলছে বিক্ষোভ। ওয়াকফ আইনের প্রতিবাদে রাজ্য জুড়েই পথে নেমেছে সংখ্যালঘু সমাজের একাংশ। বিক্ষোভে দলীয় এমপিদের বিরুদ্ধে স্লোগান, ‘স্যালাইন এমপি-কে মানি না, মানব না।’
গত মঙ্গলবার জঙ্গিপুরে ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। অবরোধ সময় রাস্তা তাদের সরাতে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বাধে।পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয়। জারি হয়েছে ১৬৩ ধারা (পুরোনো ১৪৪ ধারা)। বন্ধ করা হয়েছে ইন্টারনেট।
যদিও বুধবার মহাবীর জয়ন্তী উপলক্ষে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে সংখ্যালঘুদের উদ্দেশ্যে আশ্বাস দিয়েছেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেন, ‘আপনারা কষ্ট পেয়েছেন। তবে চিন্তা করবেন না, দিদি রয়েছে। দিদি আপনাদের সম্পত্তি রক্ষা
করবে। বাংলায় এমন কিছু হবে না যার জন্য বিভাজন সৃষ্টি হতে পারে।’ মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের ওমরপুর সংলগ্ন ১২ নং জাতীয় সড়ক অবরোধ করে নয়া ওয়াকফ আইন বাতিলের দাবি জানানো হয়েছে। পুলিশ এসে অবরোধ তোলার চেষ্টা করতেই পরিস্থিতি উত্তপ্ত হয়। পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ছোঁড়ে পুলিশ। পরিস্থিতি উত্তপ্ত থাকায় রঘুনাথগঞ্জ ও সুতিতে ৪৮ ঘণ্টার জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে। এ ঘটনার খবর পাওয়ার পর স্থানীয় বিধায়ক জাকির হোসেনকে ফোন করে পরিস্থিতির খবর নেন মুখ্যমন্ত্রী মমতা। পুলিশ জানিয়েছে, আইন-শৃঙ্খলার স্বার্থে ওমরপুর থেকে জঙ্গিপুর শহর এলাকা সর্বত্র নজরদারি বাড়ানো হয়েছে। রঘুনাথগঞ্জ, সুতিতে ১৪৪ জারি করা হয়েছে। এদিকে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষে পরিস্থিতি
তপ্ত হয়ে উঠলে ফুলতলা, দরবেশপাড়া প্রভৃতি এলাকায় ব্যবসায়ীরা দোকান বন্ধ করে দেন।
করবে। বাংলায় এমন কিছু হবে না যার জন্য বিভাজন সৃষ্টি হতে পারে।’ মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের ওমরপুর সংলগ্ন ১২ নং জাতীয় সড়ক অবরোধ করে নয়া ওয়াকফ আইন বাতিলের দাবি জানানো হয়েছে। পুলিশ এসে অবরোধ তোলার চেষ্টা করতেই পরিস্থিতি উত্তপ্ত হয়। পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ছোঁড়ে পুলিশ। পরিস্থিতি উত্তপ্ত থাকায় রঘুনাথগঞ্জ ও সুতিতে ৪৮ ঘণ্টার জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে। এ ঘটনার খবর পাওয়ার পর স্থানীয় বিধায়ক জাকির হোসেনকে ফোন করে পরিস্থিতির খবর নেন মুখ্যমন্ত্রী মমতা। পুলিশ জানিয়েছে, আইন-শৃঙ্খলার স্বার্থে ওমরপুর থেকে জঙ্গিপুর শহর এলাকা সর্বত্র নজরদারি বাড়ানো হয়েছে। রঘুনাথগঞ্জ, সুতিতে ১৪৪ জারি করা হয়েছে। এদিকে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষে পরিস্থিতি
তপ্ত হয়ে উঠলে ফুলতলা, দরবেশপাড়া প্রভৃতি এলাকায় ব্যবসায়ীরা দোকান বন্ধ করে দেন।