ধর্মীয় নয়, রাজনৈতিক কারণে কাপাসিয়ায় নাটকের মঞ্চায়ন বাতিল: পুলিশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ এপ্রিল, ২০২৫
     ৫:০৭ পূর্বাহ্ণ

আরও খবর

সব বিমানবন্দরে বিশেষ সতর্কতা

ইউনূস সরকারের আমলে বাড়ছে অপরাধ, বাড়ছে নিরাপত্তাহীনতাঃ অক্টোবরে ৫% বৃদ্ধি

১০ই নভেম্বর, শহিদ নূর হোসেন দিবসে গণতন্ত্র পুনরুদ্ধারে এবং জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে প্রহসনমূলক বিচার বন্ধের দাবিতে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মসূচি

আন্দোলনরত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উপর ন্যক্কারজনক হামলার প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি

ইউনুস সরকারের মুখপাত্রের মন্তব্যে ক্ষোভ — ক্ষমা চাইতে বললেন প্রেস ক্লাব অব ইন্ডিয়া

সরকারি সফরে পাকিস্তান গিয়ে অতিরিক্ত দিন অবস্থান, আলোচনায় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

আওয়ামী লীগকে ফাঁসাতে জামাত-বিএনপির ষড়যন্ত্র।

ধর্মীয় নয়, রাজনৈতিক কারণে কাপাসিয়ায় নাটকের মঞ্চায়ন বাতিল: পুলিশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ এপ্রিল, ২০২৫ | ৫:০৭ 70 ভিউ
গাজীপুরের কাপাসিয়ায় ‘আপন দুলাল’ নাটকের মঞ্চায়ন বাতিলের ঘটনাটি রাজনৈতিক কারণে হয়েছে বলে দাবি করেছে পুলিশ। শুক্রবার পুলিশ সদর দপ্তরের ফেসবুক পেজে ওই ঘটনা নিয়ে একটি পোস্টে বলা হয়, নাটকের মঞ্চায়ন বাতিলের নেপথ্যে কোনো ধর্মীয় কারণ নেই। বিভিন্ন গণমাধ্যমে ওই ঘটনা নিয়ে প্রকাশিত সংবাদকে ‘বিভ্রান্তিকর’ বলেও উল্লেখ করা হয়। পুলিশের ফেসবুক পোস্টে বলা হয়, ৩ এপ্রিল সকাল ১০টার দিকে গাজীপুর জেলার কাপাসিয়া থানার রানীগঞ্জ উদয়ন সংঘ মাঠে ঈদ সামনে রেখে ‘আপন দুলাল’ নামের একটি নাটক মঞ্চায়িত করার জন্য মহড়া অনুষ্ঠিত হয়। দুর্গাপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক শামসুল হকের নেতৃত্বে বাজারের লোকজন মিলে এই মহড়া দিচ্ছিলেন। নাটকটি স্থানীয় বিএনপির জুনিয়র নেতারা আয়োজন করার

কারণে দলের সিনিয়র নেতাদের সঙ্গে ঝামেলা সৃষ্টির আশঙ্কা তৈরি হয়। পরে উভয় পক্ষের সমঝোতার মাধ্যমে সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আজিজুর রহমানের অনুরোধে দুর্গাপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক শামসুল হককে নাটক মঞ্চস্থ করতে নিষেধ করা হয়। এরপর নাটকে অংশগ্রহণকারীরা তাঁদের সিনিয়র নেতার কথা মেনে নাটক মঞ্চস্থ করা থেকে বিরত থাকেন। ওই দিন মঞ্চ ভাঙার কোনো ঘটনা ঘটেনি উল্লেখ করে পুলিশ বলছে, নাটকে অংশগ্রহণকারীরা বিএনপির স্থানীয় জুনিয়র ও সিনিয়র নেতাদের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্বের আশঙ্কা হওয়ায় সমঝোতার ভিত্তিতে নাটকটি মঞ্চস্থ করা থেকে বিরত থাকেন। পুলিশের ফেসবুক পোস্টে বলা হয়েছে, কিছু সংবাদপত্র বিষয়টি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রচার করছে। এছাড়া সংবাদপত্রে রানীগঞ্জ

বাজার মসজিদের ইমাম ও খতিব আজিজুল হকের যে উদ্ধৃতি ছাপা হয়েছে সেটি তিনি বলেননি বলে জানিয়েছেন। পুলিশ বলছে, কাপাসিয়ার বিষয়টি মূলত রাজনৈতিক ইস্যু, কোনো ধর্মীয় ইস্যু নয়। এ ক্ষেত্রে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন গাজীপুরের পুলিশ সুপার (এসপি)। পুলিশের ফেসবুক পোস্টের নিচে পাঁচটি সংবাদমাধ্যমের এ- সংক্রান্ত খবরের লিংক দেওয়া হয়। এই খবরগুলোকে ‘বিভ্রান্তিকর’ দাবি করা হয়। রমজান মাসের শুরুতে গাজীপুরের কাপাসিয়া উপজেলার রানীগঞ্জ উদয়ন কিন্ডারগার্টেন স্কুল মাঠে নাটক মঞ্চায়নের কথা ছিল। স্থানীয় মুসল্লিদের বাধায় তা স্থগিত রাখতে বাধ্য হন আয়োজকরা। বুধবার একই জায়গায় মঞ্চ তৈরি করে বৃহস্পতিবার সকাল থেকে নাটকটি মঞ্চায়নের প্রস্তুতি

চলছিল। আবারও মুসল্লিদের বাধায় নাটক মঞ্চে গড়াতে পারেনি। রানীগঞ্জ বাজার মসজিদের সভাপতি ও ব্যবসায়ী মো. সিরাজুল ইসলাম জানান, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান খন্দকার আজিজুর রহমান পেরার উপস্থিতিতে দুর্গাপুর ইউনিয়নের কোনো স্থানে অশ্লীল নৃত্য করতে না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ওই মঞ্চের স্থানে সন্ধ্যায় কয়েকশ মুসল্লির অংশগ্রহণে মিলাদ ও দোয়া আয়োজন করা হয়। গত কয়েক বছর ধরে এখানে স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকর্মীরা নাটক মঞ্চায়নের নামে অশালীন কর্মকাণ্ড করে আসছিলেন বলে অভিযোগ করেন তিনি। নাটক আয়োজনের সঙ্গে যুক্ত উপজেলা যুবলীগের সাবেক সদস্য খন্দকার শাহাদাত হোসেন সেলিম জানান, বুধবার রাতে তারা বাজারে বসেছিলেন। এ সময় বাজার মসজিদের ইমাম মো. আজিজুল হক তুষার, মসজিদের সভাপতি

মো. সিরাজুল ইসলামসহ কয়েকজন মুসল্লি এসে নাটক মঞ্চায়ন করতে নিষেধ করেন। ‘চিরদিনের জন্য এখানে নাটক বন্ধ’ রাখার কথা বলেন। এর পর নাটকের জন্য তৈরি মঞ্চ ও প্যান্ডেল গতকাল সকাল ৯টার মধ্যে ডেকোরেটরের লোকজন খুলে নিয়ে যায়। খন্দকার শাহাদাত হোসেন সেলিম দাবি করেন, ‘আপন দুলাল’ একটি গীতিনাট্য। এতে নারী চরিত্র বা অভিনয় নেই। পরিশীলিত নাটক। অথচ এই নাটক মঞ্চে গড়াতে দেননি তারা। এতদিনের প্রস্তুতি, শ্রম ও উদ্যোগ সব ভেস্তে গেছে। এ বিষয়ে রানীগঞ্জ বাজার মসজিদের ইমাম মো. আজিজুল হক তুষার জানান, সমাজে খারাপ প্রভাব পড়ার আশঙ্কায় মুসল্লিরা আয়োজক কমিটিকে নাটক মঞ্চায়ন না করতে অনুরোধ করেন। তারাও সমাজের ভালোর জন্য শেষ পর্যন্ত সেই নাটক

অনুষ্ঠান করেননি। এখানে এককভাবে কেউ নিষেধ করেননি। স্থানীয় মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিরা সিদ্ধান্ত নিয়ে আয়োজকদের অনুরোধ করেছেন। কাপাসিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আজিজুর রহমান পেরা বলেন, নাটক মঞ্চায়নের নামে কয়েক বছর ধরে রানীগঞ্জ বাজার এলাকায় মাদক ও অশালীন কর্মকাণ্ডের আসর বসত। তাই এটি সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ করা হয়েছে। ভবিষ্যতেও যেন কাপাসিয়াকে মাদকমুক্ত করা যায় সে লক্ষ্যে ইতোমধ্যে রানীগঞ্জ, ফুলবাড়িয়া, কামড়ামাশকসহ বেশ কয়েকটি স্থানে মাদকবিরোধী সমাবেশ করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে নাশেরা উচ্চ বিদ্যালয় মাঠে একটি মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হবে। কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আব্দুল বারিক জানান, নাটক আয়োজক কিংবা বাধাদানকারী কোনো পক্ষ

থানায় কিছু জানায়নি। তিনি কিছুই জানেন না। উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না তাসনিম জানান, তাঁর কাছে কোনো অভিযোগ আসেনি। বিষয়টি তিনি খোঁজ নিয়ে দেখবেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আওয়ামী লীগ-জাপাকে নির্বাচনের বাইরে রাখলে ভোটে যাবেন না কাদের সিদ্দিকী, রাজনীতির মোড় কী ঘুরছে? সব বিমানবন্দরে বিশেষ সতর্কতা আওয়ামী লীগের লকডাউন কর্মসূচী: শান্তা-মরিয়ম, এআইইউবি’তে ১২-১৩ নভেম্বরের ক্লাস-পরীক্ষা বাতিল ইউনূস সরকারের আমলে বাড়ছে অপরাধ, বাড়ছে নিরাপত্তাহীনতাঃ অক্টোবরে ৫% বৃদ্ধি যে আওয়ামীলীগ তোমরা দেখো নাই, চেনো না… ছিলেন জুলাই আন্দোলনের সমর্থক, ধর্ষণের হুমকি পেয়ে তাকেই ছাড়তে হলো খেলা আগামী তিনমাসের মধ্যে খাদ্যসংকটে দেড় কোটিরও বেশি মানুষ ১০ই নভেম্বর, শহিদ নূর হোসেন দিবসে গণতন্ত্র পুনরুদ্ধারে এবং জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে প্রহসনমূলক বিচার বন্ধের দাবিতে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মসূচি আন্দোলনরত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উপর ন্যক্কারজনক হামলার প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি ইউনুস সরকারের মুখপাত্রের মন্তব্যে ক্ষোভ — ক্ষমা চাইতে বললেন প্রেস ক্লাব অব ইন্ডিয়া সরকারি সফরে পাকিস্তান গিয়ে অতিরিক্ত দিন অবস্থান, আলোচনায় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান অস্ত্রধারী সন্ত্রাসীদের দেখামাত্র ব্রাশফায়ার করে হত্যার নির্দেশ দিয়েছেন সিএমপি কমিশনার হাসিব আজিজ আওয়ামী লীগকে ফাঁসাতে জামাত-বিএনপির ষড়যন্ত্র। মশাল মিছিলে অংশগ্রহণ: সিলেটে সাবেক মেয়রের বাসা থেকে আ.লীগ নেতার ছেলে আটক বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণী বাংলাদেশের গার্মেন্টসশিল্প ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছে অবৈধ সরকারের অবৈধ প্রধান উপদেষ্টা ২৭৫ মেগাওয়াট অন্ধকার : এনজিও অভিজ্ঞতায় দেশ চালানোর ফলাফল প্রতিদিন এগারোটা খুন: জুলাই সন্ত্রাসীদের রক্তাক্ত উপহার বাংলাদেশকে ঘাঁটি করে ভারতে হামলার ছক হাফিজ সইদের, কাশ্মীরের নামে মহিলা আত্মঘাতী বাহিনী গড়ছে জৈশ রাশিয়ার গচ্ছিত সম্পদ জব্দে বেলজিয়ামকে রাজি করাতে ব্যর্থ ইইউ, মস্কোর হুঁশিয়ারি জারি