ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
পুড়ে যাওয়া তেজগাঁও ট্রাক স্ট্যান্ড এলাকা পরিদর্শন জামায়াতের
রবিবার বন্ধ রাজধানীর যেসব মার্কেট
নোয়াখালীর হকার্স মার্কেটে ভয়াবহ আগুন
সুদের টাকার জন্য স্বামীকে না পেয়ে স্ত্রীকে মারধর
কবরস্থানের জায়গা নিয়ে সংঘর্ষে আহত ১১
নৃত্যশিল্পী হওয়াই কাল হলো রানী বেগমের
কয়লা আনতে গিয়ে কোয়ারি ধস মেঘালয় পাহাড়ে বাংলাদেশি শ্রমিক নিহত
সাদিক অ্যাগ্রোর মালিকের ২৭ ব্যাংক হিসাব জব্দ
ছাগলকাণ্ডে আলোচিত সাদিক অ্যাগ্রোর মালিক মো. ইমরান হোসেনের ব্যাংক হিসাব জব্দ (অবরুদ্ধ) করেছেন আদালত। বুধবার (১ জানুয়ারি) শুনানি শেষে ইমরান হোসেন ও তার মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেন আদালত। পরে ইমরানের স্বার্থসংশ্লিষ্ট ২৭টি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ কার্যকর করা হয়। সম্প্রতি আদালতসংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। এর আগে গত সপ্তাহে ছাগলকাণ্ডের আসল হোতা এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমানসহ তার পরিবারের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা করে।
সূত্র বলছে, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অনুসন্ধানকারী কর্মকর্তা এসআই মো. জোনাঈদ হোসেন সাদিক অ্যাগ্রোর মালিক মো. ইমরান হোসেন ও তার মালিকানাধীন প্রতিষ্ঠানের প্রায় ২৭টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আবেদন করেন। সিআইডির
এই আবেদনের পরিপ্রেক্ষিতে বিজ্ঞ মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন এই অবরুদ্ধের আদেশ দেন। পরে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) সংশ্লিষ্ট ২৭ ব্যাংক হিসাবের আর্থিক লেনদেন অবরুদ্ধ করে। জানা গেছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দোসরদের ছত্রছায়ায় রাতারাতি মাফিয়া হয়ে ওঠেন সাদিক অ্যাগ্রোর মালিক ইমরান হোসেন। তিনি অনুমোদনহীন জাতের ব্রাহমা গরু আমদানি ও বিভিন্ন প্রভাবশালীদের যোগসাজশে গরু চোরাচালানে যুক্ত ছিলেন। সাদিক অ্যাগ্রো ফার্মের মাধ্যমে মানুষের ধর্মীয় আবেগ ও অনুভূতিকে পুঁজি করে প্রতারণার মাধ্যমে দেশি গরু ও ছাগলকে বিদেশি বলে প্রচার করে মোটা অঙ্কে বিক্রি করতেন। এছাড়া প্রশাসন ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের ক্ষমতাধর ব্যক্তিদের সুবিধা দিয়ে মোহাম্মদপুর বেড়িবাঁধসংলগ্ন খাল ও সরকারি জমি
জবরদখল করে বিপুল সম্পদ অর্জন করেন। তার বিরুদ্ধে এসব অর্থ বিদেশে পাচারের অভিযোগ রয়েছে। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিদেশে অর্থ পাচারের ঘটনা গুরুত্ব পায়। এরপর সিআইডির ফিন্যান্সিয়াল ক্রাইম ইউনিট ক্ষমতাচ্যুত সরকারের স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থ পাচার আইনে অনুসন্ধান শুরু করে। এর ধারাবাহিকতায় সাদিক অ্যাগ্রোর ইমরান হোসেন ও তার সহযোগীদের বিরুদ্ধে সিআইডি অনুসন্ধান শুরু করে। সিআইডির প্রাথমিক অনুসন্ধানে সাদিক অ্যাগ্রোর বিরুদ্ধে যোগসাজশ করে গরু চোরাচালান, নিষিদ্ধ ও অনুমোদনহীন গরু আমদানি, জালিয়াতির মাধ্যমে উচ্চমূল্যে কুরবানির পশু বিক্রি এবং প্রতারণার মাধ্যমে দেশি গরু-ছাগলকে বিদেশি বলে বিক্রি, জবরদখল ও অর্থ পাচারের বিষয়গুলো সামনে আসে। এদিকে অভিযোগের বিষয়ে জানতে শনিবার
সাদিক অ্যাগ্রোর ইমরান হোসেনের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে তার ব্যক্তিগত নম্বরটি বন্ধ পাওয়া যায়। জানা গেছে, মামলা থাকায় ৫ আগস্ট সরকার পতনের পর থেকেই সাদিক অ্যাগ্রোর মালিক ইমরান হোসেন ও তার সহযোগীরা আত্মগোপনে রয়েছেন। গত বছর কুরবানির ঈদে সাদিক অ্যাগ্রো থেকে ১৫ লাখ টাকায় উচ্চবংশীয় ছাগল কেনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হন মুশফিকুর রহমান ওরফে ইফাত নামে এক তরুণ। এরপর থেকে তার বিলাসী জীবনযাপনের নানা তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পায়। এই ছাগলকাণ্ডের জের ধরেই আলোচনায় আসেন ইফাতের বাবা এনবিআরের উচ্চপদস্থ কর্মকর্তা মতিউর রহমান। ওই সময় মতিউর রহমানের ছেলের দামি ঘড়ি, গাড়ি, আলিশান জীবনযাপন, মতিউর রহমান ও পরিবারের সদস্যদের নামে রিসোর্ট, শুটিং
স্পট, বাংলোবাড়ি, জমিসহ নামে-বেনামে বিপুল সম্পদের তথ্য সামনে আসতে শুরু করে। এর সূত্র ধরেই আলোচনায় আসে সাদিক অ্যাগ্রো ও ইমরান হোসেনের প্রতারণাসহ নানা অনিয়মের বিষয়। পরে গত বছরের ২৩ জুন মতিউরের বিরুদ্ধে তদন্ত শুরু করে দুদক। একপর্যায়ে মতিউর রহমানকে অবসরে পাঠানো হয়। ১৫ ডিসেম্বর মতিউর এবং তার দ্বিতীয় স্ত্রী শাম্মী আখতার শিবলীর বিরুদ্ধে পৃথক দুই মামলা করে দুদক। এরপর ৬ জানুয়ারি মতিউর, তার প্রথম স্ত্রী, ছেলে ও মেয়ের নামে পৃথক তিনটি মামলা করেছে দুদক। তাদের বিরুদ্ধে ১২৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে।
এই আবেদনের পরিপ্রেক্ষিতে বিজ্ঞ মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন এই অবরুদ্ধের আদেশ দেন। পরে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) সংশ্লিষ্ট ২৭ ব্যাংক হিসাবের আর্থিক লেনদেন অবরুদ্ধ করে। জানা গেছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দোসরদের ছত্রছায়ায় রাতারাতি মাফিয়া হয়ে ওঠেন সাদিক অ্যাগ্রোর মালিক ইমরান হোসেন। তিনি অনুমোদনহীন জাতের ব্রাহমা গরু আমদানি ও বিভিন্ন প্রভাবশালীদের যোগসাজশে গরু চোরাচালানে যুক্ত ছিলেন। সাদিক অ্যাগ্রো ফার্মের মাধ্যমে মানুষের ধর্মীয় আবেগ ও অনুভূতিকে পুঁজি করে প্রতারণার মাধ্যমে দেশি গরু ও ছাগলকে বিদেশি বলে প্রচার করে মোটা অঙ্কে বিক্রি করতেন। এছাড়া প্রশাসন ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের ক্ষমতাধর ব্যক্তিদের সুবিধা দিয়ে মোহাম্মদপুর বেড়িবাঁধসংলগ্ন খাল ও সরকারি জমি
জবরদখল করে বিপুল সম্পদ অর্জন করেন। তার বিরুদ্ধে এসব অর্থ বিদেশে পাচারের অভিযোগ রয়েছে। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিদেশে অর্থ পাচারের ঘটনা গুরুত্ব পায়। এরপর সিআইডির ফিন্যান্সিয়াল ক্রাইম ইউনিট ক্ষমতাচ্যুত সরকারের স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থ পাচার আইনে অনুসন্ধান শুরু করে। এর ধারাবাহিকতায় সাদিক অ্যাগ্রোর ইমরান হোসেন ও তার সহযোগীদের বিরুদ্ধে সিআইডি অনুসন্ধান শুরু করে। সিআইডির প্রাথমিক অনুসন্ধানে সাদিক অ্যাগ্রোর বিরুদ্ধে যোগসাজশ করে গরু চোরাচালান, নিষিদ্ধ ও অনুমোদনহীন গরু আমদানি, জালিয়াতির মাধ্যমে উচ্চমূল্যে কুরবানির পশু বিক্রি এবং প্রতারণার মাধ্যমে দেশি গরু-ছাগলকে বিদেশি বলে বিক্রি, জবরদখল ও অর্থ পাচারের বিষয়গুলো সামনে আসে। এদিকে অভিযোগের বিষয়ে জানতে শনিবার
সাদিক অ্যাগ্রোর ইমরান হোসেনের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে তার ব্যক্তিগত নম্বরটি বন্ধ পাওয়া যায়। জানা গেছে, মামলা থাকায় ৫ আগস্ট সরকার পতনের পর থেকেই সাদিক অ্যাগ্রোর মালিক ইমরান হোসেন ও তার সহযোগীরা আত্মগোপনে রয়েছেন। গত বছর কুরবানির ঈদে সাদিক অ্যাগ্রো থেকে ১৫ লাখ টাকায় উচ্চবংশীয় ছাগল কেনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হন মুশফিকুর রহমান ওরফে ইফাত নামে এক তরুণ। এরপর থেকে তার বিলাসী জীবনযাপনের নানা তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পায়। এই ছাগলকাণ্ডের জের ধরেই আলোচনায় আসেন ইফাতের বাবা এনবিআরের উচ্চপদস্থ কর্মকর্তা মতিউর রহমান। ওই সময় মতিউর রহমানের ছেলের দামি ঘড়ি, গাড়ি, আলিশান জীবনযাপন, মতিউর রহমান ও পরিবারের সদস্যদের নামে রিসোর্ট, শুটিং
স্পট, বাংলোবাড়ি, জমিসহ নামে-বেনামে বিপুল সম্পদের তথ্য সামনে আসতে শুরু করে। এর সূত্র ধরেই আলোচনায় আসে সাদিক অ্যাগ্রো ও ইমরান হোসেনের প্রতারণাসহ নানা অনিয়মের বিষয়। পরে গত বছরের ২৩ জুন মতিউরের বিরুদ্ধে তদন্ত শুরু করে দুদক। একপর্যায়ে মতিউর রহমানকে অবসরে পাঠানো হয়। ১৫ ডিসেম্বর মতিউর এবং তার দ্বিতীয় স্ত্রী শাম্মী আখতার শিবলীর বিরুদ্ধে পৃথক দুই মামলা করে দুদক। এরপর ৬ জানুয়ারি মতিউর, তার প্রথম স্ত্রী, ছেলে ও মেয়ের নামে পৃথক তিনটি মামলা করেছে দুদক। তাদের বিরুদ্ধে ১২৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে।