আবাসিক খাতে তীব্র গ্যাস সংকট – ইউ এস বাংলা নিউজ




আবাসিক খাতে তীব্র গ্যাস সংকট

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ জানুয়ারি, ২০২৫ | ১০:১০ 99 ভিউ
কুমিল্লায় আবাসিক খাতে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। নগরীসহ শহরতলির বাসাবাড়িতে দিনে লাইনে গ্যাস মিলছে না। সকাল ৬টায় গ্যাস গেলে রাত ১০টার পর আসে। এতে লক্ষাধিক গ্রাহককে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ সংকট এক মাস পেরিয়ে গেলেও মিলছে না কোনো সমাধান। কবে নাগাদ এ সংকটের নিরসন হবে, তা বলতে পারছে না বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। জানা যায়, গত বছরের ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে নগরী এবং এর আশপাশের এলাকায় গ্যাস সংকট দেখা দেয়। আবাসিক খাতে দিনভর গ্যাস না পেয়ে গ্রাহকরা নানা ধরনের ভোগান্তি পোহাচ্ছে। নগরীর কান্দিরপাড়, বাগানবাড়ী, নতুন চৌধুরীপাড়া, চর্থা, সংরাইশ, হজরতপাড়া, নূরপুর, চকবাজার, চাঁনপুর, শুভপুর, শহরতলির বালুতুপা, চাঁপাপুর, বিবির বাজার এলাকায়

গ্যাস সংকট বেশি। এসব এলাকায় দিনভর গ্যাস থাকে না। আবার রাতেও নিভু নিভু করে চুলা জ্বলে। গৃহিণীরা জানান, সময়মতো গ্যাস পাওয়ায় রান্না করতে তাদের বেগ পেতে হচ্ছে। শৈত্যপ্রবাহের কারণে দুর্ভোগ আরও বেড়েছে। নগরীর চর্থা এলাকার গৃহিণী সুরাইয়া বেগম বলেন, দিনভর আমরা কোনো প্রকার রান্নাবান্না করতে পারি না। নগরীর সংরাইশ এলাকার বাসিন্দা আব্দুল লতিফ বলেন, পূর্বঘোষণা ছাড়া গ্যাস সরবরাহ বন্ধ রাখা ঠিক না। সংকট এক মাস অতিবাহিত হলেও মিলছে না কোনো সমাধান। এমতাবস্থায় আমরা চরম দুর্ভোগের মধ্যে দিন পার করছি। তিনি আরও বলেন, লাইনে গ্যাস না থাকলেও বিল তো ঠিকই নেবে। এ বিষয়ে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ারুল ইসলাম বলেন,

গ্যাসের চাহিদা যে পরিমাণে বাড়ছে অথচ সে পরিমাণে উৎপাদন বাড়ছে না। বিশেষ করে শীতে গ্রাহকদের গ্যাসের চাহিদা বেড়ে যায়। তিনি আরও বলেন, ৩০ বছর আগের ৭০ পিএসআই এর পাইপলাইনে বর্তমানে বিপুলসংখ্যক গ্রাহকের চাহিদা পূরণ করা কঠিন। এরপরও আমরা সংকট সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের কারিগরি টিম মাঠে কাজ করছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সন্ত্রাসবিরোধী সহযোগিতা জোরদারের অঙ্গীকার পাকিস্তান-চীন-আফগানিস্তানের ৮ হাজার কোটি টাকা হাতিয়েছে স্বপনচক্র এক বছরেও গ্রেফতার হয়নি পালানো ৭২৪ বন্দি প্রশাসন রাজনীতিবিদ ব্যবসায়ী মিলেমিশে সাদা পাথর লুট চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি ফেসবুকে পোস্টে পদত্যাগের পর জাবি বাগছাস নেতার মিষ্টি বিতরণ বেসিক ব্যাংকের সব সূচক নিম্নমুখী দুই কর্মকর্তা বরখাস্ত, তদন্ত কমিটি গঠন দুদকের দুই উপপরিচালক বরখাস্ত ক্ষমতার দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের জনমতের পাল্লা দ্রুত নিচে নামছে বাংলাদেশ সিরিজের দল দিল নেদারল্যান্ডস আগামী ১০ সেপ্টেম্বর ভোটকেন্দ্রের খসড়া প্রকাশ করা হবে: ইসি ভারত ঝুঁকছে, চীন কতটা সাড়া দেবে জড়িতদের তালিকাসহ ৭ পৃষ্ঠার প্রতিবেদন দাখিল তদন্ত কমিটির মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশ সিরিজের দল দিল নেদারল্যান্ডস উখিয়ায় চাকরিচ্যুত শিক্ষকদের বিক্ষোভে লাঠিচার্জ, ১৫ জন পুলিশ হেফাজতে গভর্নর বলেন বাধ্যতামূলক ছুটিতে, এদিকে অফিস করছেন বিএফআইইউ প্রধান কখনোই কোনো রাজনৈতিক দলে ছিলাম না, পদ বা দায়িত্বেও নেই: শাকিব খান ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠায় কি সফল হবেন ট্রাম্প