সীমান্তে কাঁটাতারের বেড়া নিয়ে বিজিবি-বিএসএফ উত্তেজনা – ইউ এস বাংলা নিউজ




সীমান্তে কাঁটাতারের বেড়া নিয়ে বিজিবি-বিএসএফ উত্তেজনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ জানুয়ারি, ২০২৫ | ১১:২৫ 12 ভিউ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করাকে কেন্দ্র করে বিজিবি ও বিএসএফের মধ্যে দুইদিন ধরে উত্তেজনা চলছে। এরমধ‍্যে ওই সীমান্তে সোম ও মঙ্গলবার বিকালে দুইদফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সিদ্ধান্তে আসতে পারেনি দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী। ফলে তারা সর্তকাবস্থানে রয়েছে। জানা গেছে, আর্ন্তজাতিক সীমান্ত পিলার ১৭৭/১এস ও ২এস এলাকায় পাঁচ/ছয় মাস আগে বিগত আওয়ামী লীগ আমলে সীমান্তের নোম‍্যানসল‍্যান্ড থেকে ৫০ গজ এগিয়ে বাংলাদেশের অভ‍্যন্তরে (আন্তর্জাতিক শূন্যরেখার ১০০ গজের মধ্যে) ভারত একটি কাঁচা রাস্তা নির্মাণ করে। সেই রাস্তায় পাশে পুনরায় কাঁটাতারের বেড়া নির্মাণ করার সময় এ উত্তেজনা তৈরি হয়। এদিকে সীমান্তে বাংলাদেশের ভূমি রক্ষায় স্থানীয় বাংলাদেশি নাগরিকরা ক্ষোভ

জানিয়েছেন এবং বিএসএফের অবৈধ কর্মকাণ্ডকে প্রতিহত করতে বিজিবির সঙ্গে তারাও দিনব‍্যাপী সীমান্তে অবস্থান নেন। একইভাবে ভারতীয় নাগরিকদেরও বিএসএফের সঙ্গে অবস্থান নিতে দেখা যায়। মঙ্গলবার সকাল থেকেই সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয় এবং বিজিবির সেক্টর কমান্ডারসহ ঊধ্বর্তন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, সোমবার সকালে ভারতের মালদহ জেলার কালিয়াচক থানার সবদলপুর বিএসএফ কাম্পের সদস্যরা সীমান্ত ঘেষে কাঁটা তারের বেড়া নির্মাণের কাজ শুরু করলে বিজিবির পক্ষ থেকে বাঁধা দেওয়া হয়। ফলে সোমবার বিকালে উভয়পক্ষের মধ্যে পতাকা বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। আজ মঙ্গলবার আবারো বিএসএফের পক্ষ থেকে ছয়মাস আগে নির্মিত অবৈধ রাস্তার পাশে বাংলাদেশের অভ্যন্তরে কাঁটা

তারের বেড়া নির্মাণের কাজ শুরু করলে বিজিবি আজও বাধা দেয়। এতে উত্তেজনা বৃদ্ধি পায়। তিনি আরও জানান, পরিস্থিতি এখন শান্ত থাকলেও উভয় বাহিনীই সর্তকাবস্থানে রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আবাসিক খাতে তীব্র গ্যাস সংকট রুশ বোমায় প্রাণ হারালেন ১৩ ইউক্রেনীয় গাজায় ইসরাইলি ভয়াবহ হামলায় নিহত আরও ৫১ ফিলিস্তিনি গাজায় যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন ‘খুব কাছাকাছি’, দাবি ব্লিঙ্কেনের একদিনের ব্যবধানে ৪.৫ ডিগ্রি নেমেছে চুয়াডাঙ্গার তাপমাত্রা নভেম্বরে ‘দক্ষিণ এশিয়ার অলিম্পিক’, জানেই না বাংলাদেশ! হামাসের বিরুদ্ধে লড়াইয়ে আরও তিন ইসরাইলি সেনা নিহত সাভারে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে আগুন, পুড়ে নিহত ৪ পঞ্চগড়ে কমছে দিন-রাতের তাপমাত্রা, বেড়েছে শীত গাভি-ইয়ামালের গোলে ফাইনালে বার্সা আকর্ষণীয় বেতনে রেড ক্রিসেন্ট সোসাইটিতে চাকরির সুযোগ ইতালীয় সাংবাদিককে মুক্তি দিয়েও সমালোচিত ইরান ষোলো সংস্কার কমিশনেও স্থান নেই নগরের চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আবার ‘ফেল’ সাকিব আমদানি বাড়লেও চালের বাজারে অস্থিরতা তাহসানের সঙ্গে বিয়ের পর তরতরিয়ে বাড়ছে রোজার পেজের ফলোয়ার ইলেকট্রনিক্স শিল্পের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত চীনে আটকে পড়া ১৭৫ কোটি ডলারের জ্বালানি তেল নিয়ে অস্বস্তিতে ইরান প্যাভিলিয়ন হারাতে পারেন স্বৈরাচারী সরকারের দোসর প্রকাশকরা লস অ্যাঞ্জেলেসে দাবানলে ২ জনের মৃত্যু, ব্যাপক ক্ষয়ক্ষতি