ঢাকায় বায়ুদূষণ: একটি মারাত্মক স্বাস্থ্যঝুঁকি – ইউ এস বাংলা নিউজ




ঢাকায় বায়ুদূষণ: একটি মারাত্মক স্বাস্থ্যঝুঁকি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ ডিসেম্বর, ২০২৪ | ৫:৪০ 16 ভিউ
বিশ্বের বিভিন্ন শহরে বায়ুদূষণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এবং বাংলাদেশেও এই সমস্যা ক্রমেই তীব্র হচ্ছে। বিশেষ করে রাজধানী ঢাকা, যা দীর্ঘদিন ধরে বায়ুদূষণের শিকার, বর্তমানে বিশ্বের দূষিত শহরগুলোর মধ্যে অন্যতম হয়ে উঠেছে। সম্প্রতি, ঢাকা আবারও ‘বিশ্বের সবচেয়ে দূষিত শহরের’ তালিকায় শীর্ষে অবস্থান করছে। ২৮ ডিসেম্বর শনিবার সকালেও ঢাকার বাতাস ছিল ‘খুব অস্বাস্থ্যকর’। আইকিউএয়ার, একটি আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান, ২২৫ স্কোর নিয়ে ঢাকা শহরকে দ্বিতীয় স্থানে রেখেছে। এটি ‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ু পরিস্থিতি হিসেবে চিহ্নিত হয়েছে। ঢাকার বাতাসে পিএম২.৫ (বায়ুর ক্ষুদ্র কণিকা) এর ঘনত্ব বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত মানদণ্ডের চেয়ে ২৯.৩ গুণ বেশি রয়েছে। এই ভয়াবহ বায়ুদূষণের ফলে ঢাকা শহরের বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি

তৈরি হয়েছে। বিশেষভাবে সংবেদনশীল গোষ্ঠী যেমন শিশু, বৃদ্ধ, এবং শ্বাসকষ্ট বা হৃদরোগে আক্রান্ত ব্যক্তি এই দূষণের ফলে গুরুতর স্বাস্থ্য সমস্যায় পড়তে পারেন। ঢাকার সবচেয়ে দূষিত এলাকা বায়ু মানের উপর ভিত্তি করে বিভিন্ন এলাকার দূষণ পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায়, ঢাকা শহরের বেশ কিছু এলাকাই ভয়াবহ দূষণের কবলে রয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে, বাসাবো এলাকার বাতাসের মান ছিল ‘ঝুঁকিপূর্ণ’ (৩৩৯ একিউআই স্কোর)। অন্য দিকে, মিরপুরের ইস্টার্ন হাউজিং (২৯৮ স্কোর), মার্কিন দূতাবাস এলাকা (২৫৫ স্কোর), কল্যাণপুর (২৪৬ স্কোর) এবং গুলশান এলাকা (২২২ স্কোর) একই ধরনের দূষণের কবলে ছিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী, ২০১ থেকে ৩০০ স্কোরের বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয় এবং

এর চেয়ে বেশি স্কোর হলে তা দুর্যোগপূর্ণ বায়ু পরিস্থিতি হিসেবে বিবেচিত হয়। বিশ্বের দূষিত শহর বায়ুর মানের ভিত্তিতে সারা বিশ্বে শহরের মধ্যে অবস্থান বিশ্লেষণ করলে দেখা যায়, শনিবার সকালে কাবুল (২২৮ স্কোর) বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে অবস্থান করছে। ঢাকা (২২২ স্কোর) দ্বিতীয় এবং বসনিয়া হার্জেগোভিনা ও মিসরের কায়রো যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে। বায়ুদূষণের স্বাস্থ্যঝুঁকি বায়ুদূষণ মানবস্বাস্থ্যের উপর বিভিন্ন রকমের নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশেষ করে শ্বাসকষ্ট, ফুসফুসের সমস্যা, হৃদরোগ, ক্যান্সার, এবং শিশুদের মধ্যে উন্নয়নজনিত সমস্যা সৃষ্টি করতে পারে। এই দূষণের কারণে স্বাস্থ্যব্যবস্থার উপরও চাপ বাড়ছে, যা দেশের অর্থনীতির উপরও গভীর প্রভাব ফেলতে পারে। মুখ্য কারণ ঢাকার বায়ুদূষণের মূল কারণগুলোর মধ্যে রয়েছে গাড়ির

বিষাক্ত ধোঁয়া, নির্মাণ কাজের ধুলা, কল-কারখানার দূষণ, অগ্নিসংযোগ এবং শহরের অপরিকল্পিত বিস্তার। বিশেষ করে শীতকালে পরিবেশে আর্দ্রতা বৃদ্ধি পেলে দূষিত কণিকাগুলি বেশি সক্রিয় হয়ে ওঠে, যা বায়ু দূষণের মাত্রা আরো বাড়িয়ে দেয়। ঢাকার বায়ুদূষণ বর্তমানে একটি মারাত্মক পরিস্থিতিতে পরিণত হয়েছে। শহরের বাসিন্দাদের স্বাস্থ্যের জন্য এটি একটি বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই সমস্যা থেকে মুক্তির জন্য সরকারের পাশাপাশি জনগণকেও সচেতন হতে হবে এবং কার্যকর পদক্ষেপ নিতে হবে। বায়ুদূষণ রোধে কঠোর আইন প্রণয়ন, পরিবহন ব্যবস্থার আধুনিকীকরণ, এবং গাছপালা রোপণের মাধ্যমে পরিবেশের উন্নয়ন সম্ভব। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, এই সমস্যা সমাধানের জন্য সমন্বিত প্রচেষ্টা গ্রহণ করা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জোট সরকার গঠনে ব্যর্থ, পদত্যাগ করবেন অস্ট্রিয়ার চ্যান্সেলর অবশেষে খোঁজ মিলল ‘মোস্ট ওয়ান্টেড’ জিয়ার সচিবালয়ের আগুন লাগা সেই ভবন খুলে দেওয়া হলো ১১ দিন পর ‘এক রাউন্ডও গুলি করিনি কিন্তু নামের পাশে লিখেছে ১৭ রাউন্ড’ বিনিয়োগের চেষ্টা করেও ফিরে যায় আরামকো, অভিযোগ সৌদি রাষ্ট্রদূতের আগামী নির্বাচনে আনসার-ভিডিপিকে ভিন্নরূপে দেখা যাবে হলুদে হলুদে ছেয়ে গেছে বিস্তীর্ণ মাঠ মোনালিসার ছবি এত ভুবন বিখ্যাত হওয়ার কারণ কী? জার্মান নারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হাত মেলালেন না সিরিয়ার বিদ্রোহী নেতা কুরস্কে রুশ ও কোরিয়ান সেনাদের ব্যাপক বিপর্যয়ের দাবি জেলেনস্কির চীনে ছড়িয়ে পড়েছে নতুন ভাইরাস, বাড়ছে উদ্বেগ-শঙ্কা ছাপ্পান্ন ভাগ আসামিই নিচের স্তরের সদস্য গাজায় ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় নিহত আরও ৫৯ ফিলিস্তিনি সিরিয়ায় নতুন সূর্যোদয় দেখছেন এরদোয়ান হোয়াইট হাউজে পুরস্কার নেওয়ার অনুষ্ঠানে গেলেন না মেসি সরকারের ঋণ গ্রহণে বড় বিশৃঙ্খলা দুই সংস্থার প্রধান কাস্টমস ও ট্যাক্স ক্যাডারের হবেন রমজান ঘিরে ন্যায্যমূল্যে ডিম বিক্রির বার্তা সংবিধান বাতিল করে গণপরিষদ নির্বাচনের দাবি জাতীয় বিপ্লবী পরিষদের ডেঙ্গুতে বছরের প্রথম মৃত্যু, হাসপাতালে ৫৬