‘তাইওয়ানের ওপর চীনের প্রতিনিধিত্ব করার অধিকার নেই’ – ইউ এস বাংলা নিউজ




‘তাইওয়ানের ওপর চীনের প্রতিনিধিত্ব করার অধিকার নেই’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ অক্টোবর, ২০২৪ | ৫:০৩ 19 ভিউ
তাইওয়ানের প্রেসিডেন্ট লাই ছিং দ্য বলেছেন, তাইওয়ানের ওপর চীনের প্রতিনিধিত্ব করার অধিকার নেই। কারণ তাইপেই কোনোভাবেই বেইজিংয়ের অধীনস্থ নয়। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে তুর্কি বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি। জাতীয় দিবসের বক্তৃতায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণ লাই চিং বলেন, ‘দ্য রিপাবলিক অব চায়না (তাইওয়ানের আনুষ্ঠানিক নাম) এবং পিপলস রিপাবলিক অব চায়না (চীন) একে অপরের অধীন নয়’। ‘এই ভূমিতে (তাইওয়ান) গণতন্ত্র ও স্বাধীনতা বাড়ছে এবং তা বিকশিত হচ্ছে। পিপলস রিপাবলিক অব চায়নার (চীন) তাইওয়ানের প্রতিনিধিত্ব করার কোনো অধিকার নেই।’ বিশ্বের অন্যতম পরাশক্তি হিসেবে চীন আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রত্যাশা পূরণ করবে বলে বিশ্বাস তাইওয়ানের প্রেসিডেন্ট। চলমান ইউক্রেন যুদ্ধ বন্ধ এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে চীনের ভূমিকা চান তিনি। তাইওয়ানের

প্রেসিডেন্ট বলেন, ‘আমরা আশা করি যে চীন আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রত্যাশা পূরণ করবে, এটি তার প্রভাব প্রয়োগ করবে এবং ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন এবং মধ্যপ্রাচ্যে সংঘাতের অবসান ঘটাতে অন্যান্য দেশের সঙ্গে কাজ করবে’। ‘আমাদের বিশ্বাস চীন তার আন্তর্জাতিক দায়িত্ব গ্রহণ করবে এবং তাইওয়ানের সঙ্গে এই অঞ্চল এবং বিশ্বের শান্তি, নিরাপত্তা এবং সমৃদ্ধিতে অবদান রাখবে’। চীনের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে কাজ করার ইচ্ছার কথা জানিয়ে লাই আরো বলেন, ‘আমরা জলবায়ু পরিবর্তন মোকাবেলা, সংক্রামক রোগ মোকাবেলা এবং তাইওয়ান প্রণালীর দুই পাশের জনগণের মঙ্গলের জন্য শান্তি ও পারস্পরিক সমৃদ্ধির জন্য আঞ্চলিক নিরাপত্তা বজায় রাখার বিষয়ে চীনের সঙ্গে কাজ করতে ইচ্ছুক’। চীন দাবি করে আসছে, তাইওয়ান তাদের একটি প্রদেশ।

আবার উল্টো দাবি করছে তাইওয়ান। তাদের ভাষ্য, ১৯১১ সালের বিপ্লবের পর যে আধুনিক চীন গড়ে উঠেছিল, কোনোকালেই তার অংশ ছিল না তাইওয়ান। এমনকি ১৯৪৯ সালে মাও সে–তুংয়ের হাত ধরে গড়ে ওঠা গণপ্রজাতন্ত্রী চীনের অধীনেও ছিল না তারা। আবার কেউ কেউ চীনের সঙ্গে একীভূত হওয়ার পক্ষে। পশ্চিমা বিশ্লেষকদের কেউ কেউ মনে করেন, চীন যদি তাইওয়ান দখল করে নেয়, তাহলে পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দেশটির শক্তি আরও বেড়ে যাবে। তবে এ নিয়ে ভিন্নমত চীনের। দেশটি বলছে, তাইওয়ান নিয়ে তাদের উদ্দেশ্য একেবারেই শান্তিপূর্ণ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মোহাম্মদপুরে সড়ক অবরোধ, তীব্র যানজটে ভোগান্তি চরমে চার বিসিএস থেকে ১৮ হাজার ১৪৯ জনকে নিয়োগের সিদ্ধান্ত রাজধানীতে ব্যাটারিচালিত রিকশাচালকদের সড়ক অবরোধ বান্দরবানে ৩ কেএনএ সদস্য নিহত, অস্ত্র উদ্ধার পবিপ্রবিতে রাতভর র‍্যাগিংয়ে হাসপাতালে ৩ শিক্ষার্থী, বহিষ্কার ৭ অটোরিকশা বন্ধের আদেশের বিরুদ্ধে আপিল করবে সরকার রাজধানীর যাত্রাবাড়ীতে আবারো সড়ক অবরোধ মিরপুরে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৭, বার্ন ইনস্টিটিউটে ভর্তি ঐক্যকে রাখতে হবে ইস্পাত কঠিন অটুট : জামায়াত আমির রাশিয়ার ওরেশনিক ক্ষেপণাস্ত্র কতটা বিধ্বংসী? হলিউডের দুই ছবি বাংলাদেশের পর্দায় বাংলাদেশ সফরে আসার পরিকল্পনা ব্রিটিশ রাজার গ্যাসের জন্য ২০ কোটি টাকা ঘুষ দিয়েছি বিএনপি-ইউনূস যাই বলুক, আ.লীগের রাজনীতি করার সুযোগ নেই: পার্থ কর্মস্থলে পলাতক ১৮৭ পুলিশের বেতন বন্ধ, হচ্ছে মামলা গার্ডেন সিটিতে কুকুর-বিড়াল নিধন: সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া শহীদ রনির মেয়ের ছবিসহ ফেসবুকে যা বললেন মীর স্নিগ্ধ ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি ও যুবদলের মধ্যে সংঘর্ষে আহত অন্তত ২০ জন বিচ্ছেদ নিয়ে যা বললেন রাহমান পুত্র এবং মোহিনী অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত পাল্টালো যমুনা