একই মঞ্চে বিএনপি নেতাদের পাশে আওয়ামী সন্ত্রাসীরা – ইউ এস বাংলা নিউজ




একই মঞ্চে বিএনপি নেতাদের পাশে আওয়ামী সন্ত্রাসীরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ সেপ্টেম্বর, ২০২৪ | ৪:২৩ 45 ভিউ
আওয়ামী সন্ত্রাসীদের অনেকে এখন বিএনপিতে ঢুকে পড়ছে। বিএনপির একশ্রেণির সুবিধাবাদী নেতাদের আশ্রয়-প্রশ্রয়ে সম্প্রতি এমন ঘটনা ঘটেছে রাজধানীর দক্ষিণখান এলাকায়। দক্ষিণখান থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা এবং চিহ্নিত সন্ত্রাসী জাকির ও হান্নান স্থানীয় বিএনপির আলোচনা সভায় বিএনপি নেতাদের পাশে বসে বক্তৃতা করায় দক্ষিণখান এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ অসন্তোষ দেখা দিয়েছে। সূত্র জানায়, দক্ষিণখান এলাকার বাসিন্দা সাজ্জাদ হোসেন জাকির (৪২) এবং আব্দুল হান্নান (৪৮) কুখ্যাত জমির দালাল ও জাল দলিলকারক হিসাবে পরিচিত। বিগত আওয়ামী দুঃশাসনের সময়ে তারা আওয়ামী লীগে যোগ দিয়ে রমরমা জমির দালালি ব্যবসা করে। এ চক্রের ফাঁদে আটকা পড়ে বহু লোক সর্বস্বান্ত হয়। দক্ষিণ খান, তিনশ’ফুট,

পূর্বাচল এবং ভাটারা এলাকায় এরা ভূমিদস্যু হিসাবে পরিচিত। এলাকাবাসী জানায়, জাকির-হান্নান মানিক জোড়। দক্ষিণখান কাওলা এলাকার বাসিন্দা। সব সময় একসঙ্গে ঘোরাফেরা করে। এরা অবৈধ অস্ত্রধারী। এছাড়া আওয়ামী লীগের স্থানীয় কমিশনার আনিসুর রহমান নাঈম এবং ঢাকা-১৮ আসনের সাবেক সংসদ-সদস্য মোহাম্মদ হাবিব হাসানের ক্যাডার বাহিনীর অন্যতম সদস্য হিসাবে পরিচিত। এদের অন্যতম কাজ সাধারণ মানুষের জমি দখল করা এবং বিভিন্ন আবাসন প্রকল্পের মধ্যে জাল-জালিয়াতি ও ভয়ভীতি প্রদর্শন করে জমি বায়না করা। পরবর্তীতে ওই জমি বহুগুণ দামে কিনতে বাধ্য করা। সাব-রেজিস্ট্রি অফিসে গিয়ে মস্তানি করা এবং অস্ত্রের ভয় দেখিয়ে বেআইনিভাবে জমি রেজিস্ট্রি করে নেওয়া। আওয়ামী লীগের ১৬ বছরে এরা এভাবে ক্ষমতার অপব্যবহার করে কোটি কোটি টাকা

কামিয়েছেন। এ চক্রের গডফাদার কমিশনার নাঈম এবং সাবেক এমপি হাবিব হাসান আত্মগোপনে থাকলেও গ্রেফতার এড়াতে জাকির-হান্নান এখন ভোল পাল্টে বিএনপিতে ঢুকে পড়েছে। এখন তারা বলার চেষ্টা করছেন আগে বিএনপি করতেন। অথচ এদের কারণে আওয়ামী লীগের স্বৈরশাসনের সময় বিএনপির বহু নেতাকর্মী রাতে বাসায় ঘুমাতে পারেনি। জাকির-হান্নানের দ্বারা নানাভাবে হয়রানির শিকার ভুক্তভোগীরা এদের দ্রুত গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এদিকে এ বিষয়ে জানতে চাইলে দক্ষিণখান বিএনপির উল্লিখিত দোয়া মাহফিল ও আলোচনা সভার প্রধান অতিথি এবং বিএনপির ঢাকা মহানগর উত্তরের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য আলাউদ্দিন সরকার টিপু শনিবার বলেন, তিনি ১৭ বছর পর এলাকায় এসেছেন। যে কারণে অনেককে তিনি চেনেন না। এজন্য তার অজান্তে

ওই সভায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য জাকির ও হান্নান বিএনপি সেজে উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকার বাতাস আজও ‘খুব অস্বাস্থ্যকর’ আগুনে পুড়ল উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের ৪ শতাধিক ঘর, নিহত ২ এমডি মনিরুল মওলাকে ইসলামী ব্যাংকে ঢুকতে দিচ্ছেন না কর্মকর্তারা আহত জুয়েলের শ্বাসনালীতে লাগানো হলো টিউব, শরীরের ৭৫% ‘ভালো’ গর্ত খুঁড়ে ‘নারীর’ মরদেহ পোড়াচ্ছিলেন যুবলীগ নেতার ছেলে মেলবোর্নে অনিশ্চিত ভারতের ‘ঘুম হারাম’ করা হেড এনসিএল টি-টোয়েন্টির প্রথম চ্যাম্পিয়ন রংপুর ডকুমেন্ট স্ক্যানের ফিচার নিয়ে এল হোয়াটসঅ্যাপ বড় বোন যেরকম, ছোট বোন তো সেরকমই হবে: পূজা মুক্তিযোদ্ধা লাঞ্ছনায় গ্রেপ্তার নেই, সাতজন শনাক্ত কাউকে বাদ দিয়ে সহজে জয়লাভ করা নির্বাচন গ্রহণযোগ্য হয় না: জি এম কাদের ওস্তাদ রাহাত আলির সুরে বিমোহিত দর্শক বাংলাদেশ এরকম হয়ে যাবে, আমরা কোনো দিন ভাবিনি : মিঠুন চক্রবর্তী অত্যাধুনিক যুদ্ধবিমানের বিশাল বহর কিনছে পাকিস্তান, ছাড়িয়ে যাবে ভারতকেও পাকিস্তানে অবশেষে সরকার ও বিরোধী দলের আলোচনা শুরু পৌষের রাতে সুর-তালের উষ্ণতায় মাতালেন রাহাত ফতেহ আলী ছাত্র-জনতার উপর গুলি স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার গাজীপুরে কারখানা খুলে দেওয়ার দাবিতে মহাসড়ক অবরোধ মুক্তিযোদ্ধা কানুকে জুতার মালা, ভাইরাল ছবির পেছনের গল্প শাকিব খানের সময় সময় মাত্র ১৫ মিনিট