৩৯ হাজার টাকায় বিক্রি হলো পদ্মার কাতল – ইউ এস বাংলা নিউজ




৩৯ হাজার টাকায় বিক্রি হলো পদ্মার কাতল

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ এপ্রিল, ২০২৫ | ৯:১৭ 62 ভিউ
রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে জেলের জালে ২৬ কেজি ওজনের বিশাল এক ডিমওয়ালা কাতলা মাছ ধরা পড়েছে। উন্মুক্ত নিলামে ৩৯ হাজার টাকায় মাছটি বিক্রি হয়েছে। মঙ্গলবার দুপুরে দৌলতদিয়া ফেরি ঘাটের মাছ ব্যবসায়ী সোহেল মোল্লা এ কাতলা মাছ কিনে নেন। মঙ্গলবার সকালে দৌলতদিয়া ঘাট থেকে প্রায় ১০ কিলোমিটার উজানে আরিচা ঘাটের কাছাকাছি পদ্মা নদীতে পাবনার ঢালার চরের জেলে জামাল প্রামাণিকের জালে মাছটি ধরা পড়ে। জানা গেছে, মঙ্গলবার সকালে পাবনার আমিনপুর থানার ঢালারচর এলাকার জেলে জামাল ও তার লোকজন নৌকা নিয়ে মাছ শিকারে বের হন। মানিকগঞ্জের আরিচার কাছাকাছি এলাকায় সকাল সাড়ে ১০টার দিকে তারা জালে প্রচণ্ড টান অনুভব করেন। এ সময় তারা দ্রুত জাল

টেনে নৌকায় তুলতেই দেখতে পান বিশাল আকারের এক কাতলা মাছ। বেলা সাড়ে ১১টার দিকে মাছটি বিক্রির জন্য তারা দৌলতদিয়া ফেরি ঘাটে মমিন মন্ডলের আড়তে নিয়ে আসেন। সেখানে নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে ১৫০০ টাকা কেজি দরে ৩৯ হাজার টাকা দিয়ে কিনে নেন মৎস্য ব্যবসায়ী সোহেল মোল্লা। সোহেল মোল্লার ব্যবসায়িক অংশীদার মাসুদ মোল্লা বলেন, ২৬ কেজি ওজনের এত বড় কাতলা মাছ সহসা ধরা পড়ে না। মাছটি বিক্রির জন্য অনলাইনে এবং মুঠোফোনে বিভিন্ন জায়গায় যোগাযোগ করা হচ্ছে। কেজিপ্রতি ১০০ থেকে ১৫০ টাকা লাভ পেলে বিক্রি করা হবে। মাছটির পেটে অনেক ডিম রয়েছে। রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা বলেন, পদ্মা নদীর

অধিকাংশ এলাকায় পানির গভীরতা কমে গেছে। তবে কুশাহাটা এলাকায় পানির গভীরতা বেশ ভালো থাকায় মাঝে মধ্যে সেখানে বড় বড় পাঙ্গাশ, কাতলা, রুইয়ের মতো মাছ ধরা পড়ছে; যা এ অঞ্চলের জেলে বা ব্যবসায়ীদের জন্য অনেক সুখবর। তবে অভয়ারণ্য করে বড় মাছগুলোকে রক্ষা করা গেলে তারা ডিম দিয়ে নদীতে মাছের বংশ বিস্তার ঘটাতে পারত বলে তিনি মন্তব্য করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চট্টগ্রামে ২টিসহ নাসা গ্রুপের ১৮টি কারখানা স্থায়ীভাবে বন্ধ, কর্মহীন হাজার হাজার শ্রমিক শেখ হাসিনার সরকারের মজুদকৃত চালের বস্তা থেকে তাঁরই নাম মুছে চলছে বিতরণ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ: বিরোধিতা করেও শেখ হাসিনার নির্দেশিত পথে ইউনূস সরকার আরাকান আর্মির ওপর হামলায় বাংলাদেশের সম্পৃক্ততার অভিযোগ আরকান সেনাপ্রধানের সংস্কৃতির মুখোমুখি দাঁড়িয়ে সাবেক ফরাসি প্রেসিডেন্ট সারকোজি লিবিয়া কেলেঙ্কারিতে পাঁচ বছরের কারাদণ্ডে দণ্ডিত আওয়ামী লীগ সরকারের চালু করা অনলাইন জিডির কৃতিত্বটাও চুরি অন্তর্বর্তী সরকারের! আওয়ামী লীগের দোসররা আড্ডা দেয় অভিযোগে উত্তরায় পাঠাগার গুঁড়িয়ে দিল বৈছা নেতারা কেন যুক্তরাষ্ট্র যেতে বাধা দেওয়া হলো সোহেল তাজকে? ‘তাদেরকে জিজ্ঞেস করুন’ বোনের জবাব যুবলীগের নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন, সন্ত্রাস: নিঃশর্ত মুক্তি ও গণতন্ত্র রক্ষার দাবি উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনের প্রত্যাশা পূজা পরিষদের অক্সিজেন ছাড়াই শীর্ষ পর্বত মানাসলুর চূড়ায় দুই বাংলাদেশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ২১৯ ২০২৬ বিশ্বকাপ নিয়ে ট্রাম্পের নতুন হুমকি ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তানের একাধিক এলাকা ব্যাংক কর্মীদের উৎসাহ বোনাস নিয়ে নতুন নির্দেশনা ইসরায়েলকে নিষিদ্ধ করার পথে হাঁটছে উয়েফা সাত বছর ধরে যে শহরে ছিল গাড়ি ধোয়ায় নিষেধাজ্ঞা ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হবে না, জানাল সৌদি আরব সৌরবিদ্যুতে ভর্তুকি কমলেও লাভ হবে গ্রাহকের