
ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর

চিকিৎসায় বিপ্লব আনছে মাইক্রোসফট, এআই দিয়ে রোগ নির্ণয়ে নতুন দিগন্ত

বিয়ে না করে ৪০ পার, তবুও মা হচ্ছেন অভিনেত্রী

এবার দম্পতিকে সন্তান এনে দিল এআই!

দাম কমল ব্রডব্যান্ড ইন্টারনেটের

যে ৫টি জিনিস আবিষ্কৃত হয়েছিল স্রেফ ভুলের কারণে!

গুগল ক্রোম ব্যবহারকারীদের যে দুংসংবাদ দিল গুগল

হোয়াটসঅ্যাপ ব্যবহার নিষিদ্ধ করলো বিমান
১৬ বিলিয়ন লগ-ইন তথ্য ফাঁস, অ্যাপল-গুগল-ফেসবুক ব্যবহারকারীরা বড় ঝুঁকিতে

সাইবারনিউজ (Cybernews) নামের একটি সাইবার নিরাপত্তা গবেষণা প্রতিষ্ঠানের তদন্তে উন্মোচিত হয়েছে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় তথ্য ফাঁসের ঘটনা, যেখানে অন্তত ১৬ বিলিয়ন ব্যবহারকারীর লগইন তথ্য, পাসওয়ার্ড এবং সংবেদনশীল তথ্য ফাঁস হয়েছে।
এই গবেষণা পরিচালনা করেন প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ গবেষক ভিলিউস পেটকাউস্কাস (Vilius Petkauskas)। তদন্তের শুরু হয় ২০২৫ সালের শুরুর দিকে এবং তারা মোট ৩০টি আলাদা ডেটা ডাম্প শনাক্ত করেন।
গবেষণা অনুযায়ী, এই তথ্য ফাঁসের ঘটনা মূলত ইনফোস্টিলার ম্যালওয়্যার (Infostealer malware) দ্বারা সংগঠিত, যা গোপনে ব্যবহারকারীর কম্পিউটার বা ডিভাইস থেকে লগইন তথ্য, পাসওয়ার্ড এবং অন্যান্য ডেটা চুরি করে।
ফাঁস হওয়া তথ্যের মধ্যে রয়েছে: অ্যাপল আইডি, গুগল অ্যাকাউন্ট, ফেসবুক ও টেলিগ্রাম লগইন, গিটহাব (GitHub) ও ডেভেলপার
টুলস, ভিপিএন, ক্লাউড স্টোরেজ ও ইমেইল অ্যাকাউন্ট। এমনকি সরকারি পোর্টাল-এর লগইন তথ্যও রয়েছে তদন্তকারীরা জানিয়েছেন, এই তথ্য ফাঁস অনেকগুলো ছোট ছোট লিক এবং ম্যালওয়্যারের মাধ্যমে সংগৃহীত হয়েছে। এগুলো ডার্ক ওয়েবে বিক্রি বা ছড়িয়ে দেওয়া হয়েছে। বিশেষ করে "RedLine", "Raccoon" ইত্যাদি ম্যালওয়্যার এই ঘটনার পেছনে রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। কারা ঝুঁকিতে? এই ঘটনার ফলে ঝুঁকিতে পড়েছেন: সাধারণ ব্যবহারকারী, প্রযুক্তি ডেভেলপার ও প্রোগ্রামার, সরকারি কর্মকর্তা এবং ব্যবসা ও সংস্থার একাউন্ট ব্যবহারকারীরা আইটি বিশেষজ্ঞরা নিরাপত্তার জন্য যেসব পদক্ষেপ গ্রহণের পরামর্শ দিয়েছে। পাসওয়ার্ড পরিবর্তন, দ্বি-ধাপ যাচাইকরণ (Two-Factor Authentication), অজানা লিঙ্কে ক্লিক থেকে বিরত থাকা, ইমেইল বা অ্যাকাউন্ট কোনো ডার্ক ওয়েব চেকারে চেক এবং প্রয়োজনে সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞের
সাহায্য নেওয়া।
টুলস, ভিপিএন, ক্লাউড স্টোরেজ ও ইমেইল অ্যাকাউন্ট। এমনকি সরকারি পোর্টাল-এর লগইন তথ্যও রয়েছে তদন্তকারীরা জানিয়েছেন, এই তথ্য ফাঁস অনেকগুলো ছোট ছোট লিক এবং ম্যালওয়্যারের মাধ্যমে সংগৃহীত হয়েছে। এগুলো ডার্ক ওয়েবে বিক্রি বা ছড়িয়ে দেওয়া হয়েছে। বিশেষ করে "RedLine", "Raccoon" ইত্যাদি ম্যালওয়্যার এই ঘটনার পেছনে রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। কারা ঝুঁকিতে? এই ঘটনার ফলে ঝুঁকিতে পড়েছেন: সাধারণ ব্যবহারকারী, প্রযুক্তি ডেভেলপার ও প্রোগ্রামার, সরকারি কর্মকর্তা এবং ব্যবসা ও সংস্থার একাউন্ট ব্যবহারকারীরা আইটি বিশেষজ্ঞরা নিরাপত্তার জন্য যেসব পদক্ষেপ গ্রহণের পরামর্শ দিয়েছে। পাসওয়ার্ড পরিবর্তন, দ্বি-ধাপ যাচাইকরণ (Two-Factor Authentication), অজানা লিঙ্কে ক্লিক থেকে বিরত থাকা, ইমেইল বা অ্যাকাউন্ট কোনো ডার্ক ওয়েব চেকারে চেক এবং প্রয়োজনে সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞের
সাহায্য নেওয়া।