১৩ লাখ টাকার ইয়াবা উদ্ধারের ঘটনায় এএসআই গ্রেফতার – U.S. Bangla News




১৩ লাখ টাকার ইয়াবা উদ্ধারের ঘটনায় এএসআই গ্রেফতার

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ৩১ অক্টোবর, ২০২৩ | ৫:০৩
১৩ লাখ টাকার ইয়াবা উদ্ধারের ঘটনায় পুলিশের এএসআই (সহকারী উপ-পরিদর্শক) আজহার আলীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (নারকোটিক্স)। শনিবার রাজধানীর মৌচাক থেকে তাকে গ্রেফতার করা হয়। তবে অজ্ঞাত কারণে দীর্ঘ সময় এ অভিযানের খবর চেপে রাখে নারকোটিক্স। এমনকি পুলিশের পক্ষ থেকেও ঘটনা ধামাচাপার চেষ্টা করা হয়। এ সংক্রান্ত মামলার এজাহারে বলা হয়, ২৭ অক্টোবর আসাদগেট এলাকায় মাদকের একটি বড় চালান ডেলিভারি হতে যাচ্ছে বলে গোপন সূত্রে খবর পায় নারকোটিক্স। রেইডিং টিমের সদস্যরা শুক্রবার সকালে আসাদগেট থেকে চানুচিং চাকমা নামের এক নারীকে সন্দেহভাজন মাদক ব্যবসায়ী হিসাবে আটক করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী মাদকের চালান উদ্ধারে পাশের হানিফ পরিবহণের কাউন্টারে অভিযান

চালায় নারকোটিক্স। এজাহারে আরও বলা হয়, অভিযান টিমের সদস্যরা হানিফ কাউন্টারে একটি কালো ব্যাগের খোঁজে তল্লাশি শুরু করেন। তারা সেখানকার কিন্তু ব্যাগ না পেয়ে এ বিষয়ে কাউন্টারের কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করা হয়। এছাড়া সিসি ক্যামেরার ফুটেজে এক নারীর কাছ থেকে এক ব্যক্তিকে ব্যাগ নিতে দেখা যায়। ওই নারী কালো ব্যাগটি হস্তান্তর করে চলে যান। পরে ব্যাগ নিয়ে বেরিয়ে যাওয়া ব্যক্তির খোঁজ শুরু করে নারকোটিক্স। সংশ্লিষ্টরা জানান, সিসি ফুটেজে এক ব্যক্তিকে কালো ব্যাগ নিয়ে মোহাম্মদপুরের আওরঙ্গজেব রোডের ৭/১ নম্বর হোল্ডিংয়ের বাড়িতে ঢুকতে দেখা যায়। এ কারণে নারকোটিক্সের সদস্যরা ওই বাড়িতে ঢুকে পড়েন। এ সময় ৬ তলা ভবনের ছাদে গিয়ে বেশ কয়েকজন পুলিশ

সদস্যকে তারা দায়িত্ব পালনরত অবস্থায় পান। এদের মধ্যে পুলিশের বিশেষ শাখার (প্রটেকশন) এসআই জহির উদ্দিন, এসপিবিএন-২ এর এএসআই খোকন মিয়া ও কনস্টেবল লুৎফর রহমানকে ব্যাগ হাতে সন্দেহভাজন ব্যক্তির ছবি দেখানো হয়। তারা ছবির ব্যক্তিকে এএসআই আজহার আলী হিসাবে শনাক্ত করেন। এজাহারে বলা হয়, দায়িত্বরত পুলিশ সদস্যরা নারকোটিক্সকে জানান, আজহার আলী দেশের বাড়ি যাবেন বলে ছাদে একটি ব্যাগ রেখে গেছেন। তাদের দেখানো কালো একটি ট্রাভেল ব্যাগ উদ্ধার করা হয়। পরে ভবনের নিরাপত্তারক্ষী ও পুলিশ সদস্যের উপস্থিতিতে ব্যাগ খোলা হয়। এ সময় ব্যাগের ভেতর লুকানো অবস্থায় ৪ হাজার ৬শ পিস ইয়াবা পাওয়া যায়। বর্তমানে এর বাজার মূল্য ১৩ লাখ ৮০ হাজার

টাকা। সূত্র বলছে, এএসআই আজহার সরকারের একটি গুরুত্বপূর্ণ জায়গায় দায়িত্বরত ছিলেন। এ কারণে তার মাদক সংশ্লিষ্টতার খবরে পুলিশের কয়েকটি শাখায় হইচই পড়ে। এ নিয়ে একাধিক গোয়েন্দা সংস্থার সদস্যরাও সক্রিয় হয়ে ওঠেন। ফলে অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা নাটকীয় পরিস্থিতির মুখোমুখি হন। কিন্তু মাদক উদ্ধারের ঘটনায় এএসআই আজহারকে গ্রেফতারের সিদ্ধান্তে অটল থাকে নারকোটিক্স। পরে নারকোটিক্সের মিরপুর সার্কেলের পরিদর্শক সাইফুল ইসলাম ভূঁইয়া বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা করেন। পরদিন শনিবার রাজধানীর মৌচাক এলাকা থেকে আজহারকে গ্রেফতার করে নারকোটিক্স। বিকালে তাকে আদালতে তোলা হলে ঘটনা প্রকাশ হয়ে পড়ে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক আজিজুল ইসলাম সোমবার রাতে বলেন, মাদক উদ্ধারের ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি মামলা হয়েছে

বলে শুনেছি। তবে পুলিশের এএসআই বা এমন কেউ গ্রেফতার হয়েছে কি না তা জানি না। এ বিষয়ে মাঠ পর্যায়ের কর্মকর্তারা ভালো বলতে পারবেন।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সুন্দরবনে আগুন নিয়ন্ত্রণে আছে : মন্ত্রিপরিষদ সচিব লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যানকে শপথবাক্য পাঠ করালেন প্রধানমন্ত্রী যারা দলের শৃঙ্খলা ভাঙবে তাদের শাস্তি পেতেই হবে : ওবায়দুল কাদের বিশ্ববিদ্যালয়ে শিক্ষার গুণগত মান বাড়াতে কর্তৃপক্ষের প্রতি নির্দেশ রাষ্ট্রপতির অবৈধ টিভি চ্যানেল ও লাইসেন্সবিহীন বাণিজ্যিক কার্যক্রম বন্ধে কার্যক্রম শুরু বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সঙ্গে সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনারের সাক্ষাৎ সুন্দরবনে পুন:অগ্নিকান্ড রোধে ড্রোনের মাধ্যমে মনিটরিং : ক্ষয়ক্ষতি নিরূপণে কমিটি খাদ্য ও জ্বালানি নিরাপত্তা অর্জনে প্রকৌশলীদের আরো কার্যকর ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী ইলিশের উৎপাদন ৫.৭১ লাখ মেট্রিক টনে উন্নীত হয়েছে: মৎস্য ও প্রাণী সম্পদমন্ত্রী ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির প্রচেষ্টা অব্যাহত ইসরায়েলি ঘাঁটিতে কয়েক ডজন রকেট নিক্ষেপ হিজবুল্লাহ’র ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন-স্টপ জেনোসাইড’ স্লোগানে ছাত্রলীগের সমাবেশ হজ ভিসায় নতুন শর্ত দিল সৌদি আরব ‘পাকিস্তান হাতে চুড়ি পরে বসে নেই’ আবারও সংসদে উঠল চাকরি বয়সসীমা ৩৫ প্রস্তাব, যা বললেন জনপ্রশাসন মন্ত্রী রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন আজও জমা পড়েনি আদালতে ইসরাইলে গোলাবারুদের চালান থামাল যুক্তরাষ্ট্র বিজন বাবুর বাইরে ভোট দিলে প্রতিহত করার হুমকি সাবেক এমপির মুরগির বাচ্চার জন্য চিল যেমন মায়াকান্না করে উনার কান্নাও সে রকম: রিজভী বিএনপির মিত্রদের ফের মাঠে নামার প্রস্তুতি