‘পাকিস্তান হাতে চুড়ি পরে বসে নেই’ – U.S. Bangla News




‘পাকিস্তান হাতে চুড়ি পরে বসে নেই’

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ৬ মে, ২০২৪ | ৮:৩২
ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের উদ্দেশে জম্মু–কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লাহ বলেছেন, পাকিস্তান হাতে চুড়ি পরে বসে নেই। তাদের হাতে পারমাণবিক বোমা রয়েছে, তা ব্যবহার করলে সেটা পড়বে ভারতেই। পাকিস্তান অধিকৃত কাশ্মীরের ভারতভুক্তি নিয়ে রাজনাথের মন্তব্যের পর এ কথা বললেন ফারুক আব্দুল্লাহ। খবর টাইমস অব ইন্ডিয়ার রাজনাথ সিং রোববার প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তান অধিকৃত কাশ্মীর নিয়ে কিছু মন্তব্য করেন। পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে নির্বাচনী জনসভায়ও তিনি এ প্রসঙ্গ তুলেছিলেন। তার কথায়, ভারতের শক্তি দিন দিন বেড়ে চলেছে। গোটা বিশ্বে ভারতের সম্মান বৃদ্ধি হচ্ছে। অর্থনৈতিক অগ্রগতি হচ্ছে অতি দ্রুত। জম্মু–কাশ্মীরের উন্নতি হচ্ছে সর্বস্তরে। পাকিস্তান অধিকৃত কাশ্মীরে আমাদের

ভাইবোনেরা তা দেখছেন। এই প্রগতি ও অগ্রগতি দেখে তারা নিজেরাই চাইবেন ভারতে চলে আসতে। ভারতকে বলপ্রয়োগ করতে হবে না। রাজনাথ সিং মনে করেন, দুশ্চিন্তার কোনো কারণ নেই, পাকিস্তান অধিকৃত কাশ্মীর আমাদের ছিল, আছে, থাকবে। ফারুক আবদুল্লাহকে গতকালের রাজনাথ সিংয়ের বক্তব্য নিয়ে প্রশ্ন করা হয়। তার জবাবে সাবেক মুখ্যমন্ত্রী বলেন, প্রতিরক্ষামন্ত্রী যখন বলছেন, তখন তার তা করে দেখানো উচিত। তাকে বাধা দেওয়ার তো কেউ নেই? তবে তার মনে রাখা উচিত, পাকিস্তান হাতে চুড়ি পরে বসে নেই। তাদের হাতে পারমাণবিক বোমা আছে এবং তেমন হলে দুর্ভাগ্যের বিষয়, সেটা আমাদের ওপরেই পড়বে। ভোট আবহে পাকিস্তান, সন্ত্রাসবাদ, পাকিস্তান অধিকৃত কাশ্মীর সব সময়েই প্রচারের অংশ হয়ে ওঠে। বিশেষ

করে বিজেপি নেতারা জাতীয়তাবাদী চেতনার বিকাশে এগুলো তুলে ধরেন। পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও গতকাল ওডিশার কটকে এক আলাপচারিতায় পাকিস্তান অধিকৃত কাশ্মীর সম্পর্কে বলেন, ওই ভূখণ্ড ভারতেরই অবিচ্ছেদ্য অংশ। ভারতীয় সংসদে এ নিয়ে একটি প্রস্তাবও গৃহীত হয়েছিল। একটা সময় মানুষ এটা ভুলে গিয়েছিল। কিন্তু এখন তা চেতনার অংশ। অবিচ্ছেদ্য অংশ হলেও কী করে পাকিস্তান তা কবজা করল জানতে চাওয়া হলে জয়শঙ্কর প্রকারান্তরে দায় চাপিয়ে দেন কংগ্রেসের ওপর। তিনি বলেন, বাড়ির মালিক দায়িত্বশীল না হলে চোরেরা চুরি করবেই। এখানে অন্য দেশ সেই ভূমিকা নিয়েছে, দখল করেছে।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পরিবেশ নৈতিকতা চর্চা না হলে পরিবেশের মূল্যবান উপাদানগুলো হারিয়ে যাবে : সেমিনারে বক্তারা পাটকলগুলো নিয়ে নতুন করে চিন্তা করছে সরকার : নানক শুদ্ধাচার নিশ্চিতকরণ ছাড়া এসডিজি অর্জন সম্ভব নয় : চট্টগ্রামে টিআইবি সোনালী আঁশ পাটের সুদিন ফিরিয়ে আনতে চাই : বস্ত্র ও পাট মন্ত্রী ফায়ার সার্ভিস ও আবহাওয়া অধিদপ্তরকে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে অন্তর্ভুক্তির সুপারিশ স্থায়ী কমিটির স্মার্ট দেশ উপহার দিতে নিরন্তর কাজ করছে সরকার : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বরিশালে অচিরেই আন্তর্জাতিক ক্রিকেট আসর বসবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী কুর্দি নেতাকে ৪২ বছরের কারাদণ্ড গাজা যুদ্ধে নিহত ৩৫ সহস্রাধিক ফিলিস্তিনী জীবন দিয়ে দেশ বিরোধী অপশক্তিকে মোকাবেলা করবো : নাছিম সাংবাদিক প্রবেশের বিষয় স্পষ্ট করলো বাংলাদেশ ব্যাংক তরুণরাই স্মার্ট বাংলাদেশের অভিযাত্রার সূর্য সারথি : তথ্য ও সম্প্রচার সচিব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম বার্ষিকী উদযাপিত আগামী অর্থবছরের বাজেট সংকটেও উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা রিজার্ভে স্পর্শকাতর তথ্য বিক্রি করেন র‌্যাব-এটিইউর দুই কর্মকর্তা বিদেশে ৬ লাখ ৩৫ হাজার কোটি টাকা ঋণের খোঁজ বকেয়া ভূমি উন্নয়ন কর ৪৪৮ কোটি টাকা রণক্ষেত্র এখন জাবালিয়া, ইসরাইল-হামাস তুমুল লড়াই রাজধানীতে দাপটে চলছে ব্যাটারির রিকশা সিলেটে নতুন হোল্ডিং ট্যাক্স বাতিল হচ্ছে না