শেষ শুক্রবারে আজ মিলনমেলা – U.S. Bangla News




শেষ শুক্রবারে আজ মিলনমেলা

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ২৩ ফেব্রুয়ারি, ২০২৪ | ১০:১৮
অমর একুশে বইমেলার শেষ শুক্রবার আজ। বইমেলার জনারণ্যে আজ হবে পাঠক, লেখক, প্রকাশকের মিলনমেলা। মেলা শুরু হবে বেলা ১১টায় এবং চলবে রাত ৯টা পর্র্যন্ত। বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্র্যন্ত থাকবে শিশুপ্রহর। প্রকাশকরা বলছেন, মেলায় পড়ার মতো মানসম্পন্ন অনেক বই আছে। পরিবার-পরিজন শিশুদের নিয়ে বইমেলায় আসতে হবে। মোবাইল বা অন্যান্য গেজেটের পরিবর্তে হাতে তুলে দিতে হবে বই। ভালো বইয়ের সঙ্গে সখ্য হলে বিপথে যাওয়ার আশঙ্কা কমে যাবে। অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম বলেন, সাহিত্যচর্চা বা লেখালেখি একটি চলমান প্রক্রিয়া। প্রজন্মের পর প্রজন্মের সঙ্গে সম্মিলন ঘটিয়ে এগিয়ে যাবে। বইমেলায় মানসম্পন্ন অনেক বই আছে। পাঠকদের সেগুলো খুঁজে বের করে সংগ্রহ করতে হবে। বৃহস্পতিবার

বৃষ্টিস্নাত বইমেলায় ছিল আরামদায়ক পরিবেশ। ধুলা ছিল না মোটেই। পাঠকরা ঘুরে ঘুরে দেখেশুনে বই কিনেছেন। বিকালে বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় স্মরণ : আসাদ চৌধুরী এবং স্মরণ : জাহিদুল হক শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন যথাক্রমে মাহমুদা আকতার এবং কামরুল হাসান। আলোচনা করেন দিলারা হাফিজ, বায়তুল্লাহ কাদেরী ও মনি হায়দার। সভাপতিত্ব করেন ড. মুহম্মদ সামাদ। তিনি বলেন, কবি আসাদ চৌধুরী ও জাহিদুল হক তাদের কবিতার মধ্য দিয়ে মানুষের প্রতি, দেশের প্রতি, ভাষার প্রতি ভালোবাসার প্রকাশ ঘটিয়েছেন। তাই তাদের কবিতা গণমানুষের ভাষ্য হয়ে উঠেছে। এদিন লেখক বলছি অনুষ্ঠানে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন কবি শিহাব সরকার, শিশুসাহিত্যিক তপংকর চক্রবর্তী, গবেষক হোসনে

আরা ও কথাসাহিত্যিক মিলটন রহমান। বই-সংলাপ ও রিকশাচিত্র প্রদর্শন মঞ্চে বিকালে দ্রাবিড় সৈকত রচিত ‘বাংলার চিত্রকলা : ইতিহাসের বিভ্রান্তি এবং মনন-মনীষায় ইউরোপমুখিনতার মর্মভেদ’ এবং ‘ফ্রয়েডিয় লিবিডো-তত্ত্ব এবং তান্ত্রিক দেহাত্মবাদ : সমীক্ষণ ও তুলনামূলক বিচার’ শীর্ষক দুটি বই নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা পাঠ করেন কবি নূহ-উল-আলম লেনিন, হাসান হাফিজ, সৌরভ সিকদার, ওবায়েদ আকাশ, মেঘ অদিতি, রুহুল মাহবুব ও বাবুল আনোয়ার। আবৃত্তি করেন হাসিব বিল্লাহ, মাসুম আজিজুল বাসার, জিএম মোর্শেদ, নাঈমা হোসেন ও অনন্যা রানী সাহা। এছাড়া ছিল মিলন কান্তি দের রচনায় ও নির্দেশনায় ‘দেশ অপেরা’র পরিবেশনায় যাত্রাপালা ‘বঙ্গমাতা’। এদিন নতুন বই এসেছে ৭৮টি। কথাপ্রকাশ এনেছে ভূঁইয়া ইকবাল সম্পাদিত ‘আবদুল করিম সাহিত্যবিশারদের

নির্বাচিত রচনা’, অন্যপ্রকাশ থেকে ইমদাদুল হক মিলনের ‘কেমন ছিলেন হুমায়ূন আহমেদ’, কথাপ্রকাশ থেকে রামেন্দু মজুমদারের ‘আমাদের দায় আমাদের প্রত্যাশা’, ইত্যাদি গ্রন্থ প্রকাশ থেকে আবু জাফর খানের ‘গোধূলিকমল’, বেঙ্গল পাবলিকেশন্স থেকে এসেছে কবি ও গীতিকার আজাদ হোসেনের কবিতার বই ‘দ্বিখণ্ডিত সময়ের কবিতা’।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুক্তরাষ্ট্রে ইসরাইল বিরোধী বিক্ষোভ অব্যাহত রাখার প্রত্যয় শিক্ষার্থীদের নির্বাচন সংসদ সদস্যদের আচরণ নজরে রাখতে হবে: ইসি আনিছুর ‘অসুস্থ হয়ে পড়লে মেকআপ রুমে আটকে রাখত’ দেশে রাজনীতি ঠিক না থাকায় অর্থনীতির ভয়ঙ্কর অবস্থা: সাবেক গভর্নর অপতথ্যের বিস্তৃতি রোধে বাংলাদেশ-মরিশাস আলোচনা পুঁজিবাজার অস্থিতিশীলকারী চক্রের ৩ জন গ্রেফতার রিমান্ড এসএসসির ফল প্রকাশ ৯ থেকে ১১ মে যুক্তরাষ্ট্রে ইসরাইলবিরোধী বিক্ষোভে গ্রেফতার ৫৫০ বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহতের নিন্দা কর্মস্থলে না থাকা চিকিৎসকদের বিরুদ্ধে হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর বিএনপির শীর্ষ নেতাদের নির্দেশে বাসে আগুন দিয়ে হত্যা রায়-আদেশ পুরোপুরি বাস্তবায়ন নিশ্চিতে সব কর্তৃপক্ষকে সতর্ক থাকতে হবে: আপিল বিভাগ নিজের ঘর দিয়েই গণতন্ত্রের মূল্যায়ন হয়, বিদেশ দিয়ে নয়: যুক্তরাষ্ট্রকে ভারত বিয়ে ছাড়াই ৪ বছর এক ছাদের নিচে, টিকল না শ্রুতির সম্পর্ক টানা চতুর্থ দফায় সোনার দাম কমল ৯ মে থেকে হজের প্রথম ফ্লাইট শুরু: ধর্মমন্ত্রী রাজধানীর বনানীতে যাত্রীবাহী বাসে আগুন বাংলাদেশসহ ৬ দেশে পেঁয়াজ রপ্তানি করবে ভারত জাপানে ৬.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত গরমে ট্রেনের হাইড্রোলিক ব্রেকে আগুন, আতঙ্কে যাত্রীরা