শিশু হত্যার বীজগণিত: ইরানের এক বনাম ইসরায়েলের ১৪ হাজার – U.S. Bangla News




শিশু হত্যার বীজগণিত: ইরানের এক বনাম ইসরায়েলের ১৪ হাজার

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ১৭ এপ্রিল, ২০২৪ | ৫:০৮
ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাসকে নির্মূলের লক্ষ্যে রক্তগঙ্গা বইয়ে দিচ্ছে ইসরায়েল। গত ৭ অক্টোবর থেকে গাজায় সর্বাত্মক ও নির্বিচার হামলা চালাচ্ছে তাদের বাহিনী। হত্যা করেছে ৩৩ হাজারের বেশি মানুষকে। এর মধ্যে ফুটফুটে সুন্দর শিশুই খুন হয়েছে ১৪ হাজার। এদিকে, গত শনিবার ইসরায়েলে প্রথমবারের মতো সরাসরি হামলা চালিয়েছে ইরান। এতে প্রাণ হারিয়েছে সাত বছর বয়সী এক শিশু। আর ইউক্রেনে রাশিয়ার হামলায় প্রাণ হারিয়েছে পাঁচ শতাধিক শিশু। রাশিয়া ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণের পরে বেসামরিক নাগরিক নিহত হয়েছে প্রায় ১১ হাজার। এ যেন এক রক্তখেকো উন্মাদ মনুষ্য প্রজাতির পৃথিবী! এ যেন এক কুৎসিত দখলদারিত্বের রাজনীতি আর ক্ষমতালোভী নেতাদের বিরামহীন যুদ্ধভূমি! যেখানে নিজেকে সৃষ্টির

সেরা দাবি করে মানুষ আর সেই মানুষই মানুষের রক্ত পানে মত্ত। পৃথিবীকে যারা হিংসা ও মারণাস্ত্রের রমরমা বাণিজ্যালয় বানাল তারা কি মানুষের কান্নার আওয়াজ শোনে না? তারা কি অন্ধ, তারা কি বধির ও মূক সর্বত্র? যেকোনো শিশু হত্যাই ঘৃণ্য ও নিন্দনীয়। যেকোনো মানুষের মৃত্যুই বেদনাদায়ক। যে শিশু খুন হলো ফিলিস্তিনে, যে শিশু নিহত হলো ইউক্রেন আর ইসরায়েলে; তাদের সকলেরই রক্তের রঙ লাল। তারা ছিল হাসি আর আনন্দের প্রতীক। পৃথিবীতে স্বর্গের ফুল ছিল তারা। তাদের মৃত্যুতে যেসব মা-বাবা দিশেহারা বিদীর্ণ হৃদয়ে পৃথিবী সমান শ্মশান বুকে নিয়ে বেঁচে আছে তারাও বস্তুত মৃত। এই জীবন্মৃতদের চেয়ে বরং তারাই হয়ত ভাগ্যবান যাদের জীবন উড়ে

গেছে সন্তানকে বুকে আকড়ে ক্ষেপণাস্ত্রের আঘাতে। বর্বর গণহত্যাকারী হিসেবে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে কাঠগড়ায় তুলতে চায় মানবতাবাদী বিশ্ব। এদিকে বহু ইসরায়েলি তাকে জেলে পাঠাতে চায় দুর্নীতি, সংবিধান লঙ্ঘন ও বন্দি মুক্তিতে ব্যর্থতার জন্য। এমন প্রেক্ষাপটে গত ১ এপ্রিল সিরিয়ায় ইরানি কনস্যুলেটে ইসরায়েলের হামলার পরে প্রশ্ন উঠেছে, নেতানিয়াহুর কি একটি আঞ্চলিক যুদ্ধ দরকার এখন? বিশ্লেষকরা বলছেন, যতদিন যুদ্ধ চলবে ততদিন নেতানিয়াহু থাকবেন নেতা। এরপর কি এক বর্বর রক্তপিপাসু শিশু হত্যাকারী হিসেবে কাঠগড়ায় দাঁড়াতে হবে না? ইরান-ইসরায়েল সংঘাতের পারদ উঠছে। গত শনিবার মিসাইল ও ড্রোন হামলা চালানোর পরে ইরান বলেছিল ইসরায়েল পাল্টা হামলা না করলে তারা আর কোনো অ্যাকশনে যাবে না। তবে জাতিসংঘের

পরমাণু পর্যবেক্ষণ সংস্থার আশঙ্কা, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাব দিতে প্রস্তুত হচ্ছে ইসরায়েল। এ হামলার অন্যতম লক্ষ্য হতে পারে ইরানের পারমাণবিক চুল্লি ও পারমাণবিক গবেষণাকেন্দ্র। এমন খবরের প্রেক্ষিতে ইরান জানিয়েছে, ইসরায়েল আক্রমণ চালালে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে তেহরান। ইসরায়েলের বিরুদ্ধে একা নয় ইরান, পেছনে আছে রাশিয়া ও চীন। আর ইসরায়েলের সহায়ক বন্ধু তালিকায় রয়েছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দুনিয়া। এদিকে, প্রতিদিন গণমানুষের মৃত্যুর মিছিলে দাঁড়িয়ে ফিলিস্তিনের মাটি কামড়ে লড়ে চলেছে হামাস। এমন পরিস্থিতিতে ইরান-ইসরায়েল উত্তেজনা যত বাড়ছে ততই মনে হচ্ছে, ঘনিয়ে আসছে তৃতীয় আরেকটি বিশ্বযুদ্ধের সম্ভাবনা। প্রশ্ন উঠছে, নেতানিয়াহু কি মানবজাতিকে বিপজ্জনক এক নরকের পথে টেনে নিচ্ছে না? বিশ্ব মোড়লেরা

কি এর লাগাম টেনে ধরবে না? এই যে যুদ্ধ, এই যে হানাহানি, কে কবে এতে জিতে? যুদ্ধ কেবল জানে কেড়ে নিতে। ইসরায়েলের সামরিক বাহিনীর সাবেক আর্থিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল রিম অ্যামিনোচের মতে, ইরানের হামলা ঠেকাতে ইসরায়েলের এক রাতে খরচ হয়েছে ১০০ কোটি ডলারেরও বেশি। ইরানের সামরিক সূত্রের তথ্য বলছে, ওই হামলায় ব্যবহৃত ড্রোন ও ক্ষেপণাস্ত্রের মূল্য ছিল সাড়ে ৩ কোটি ডলার। যে পৃথিবীতে অভাবের কশাঘাতে প্রতিদিন প্রায় ৮০ কোটি মানুষ ঘুমাতে যায় ক্ষুধার্ত পেটে, সেই পৃথিবীর আকাশেই ওড়ে কোটি কোটি ডলার ব্যয়ে তৈরি আক্রোশের ক্ষেপণাস্ত্র। এখানেই চায়ের কাঁপে ঢেউ ওঠে ইসরায়েলের এক শিশুর মৃত্যু বনাম ফিলিস্তিনের ১৪ হাজার শিশু

হত্যার গণিত নিয়ে। এই হত্যাযজ্ঞের বিশ্ব শিশুর ‘জীবনযোগ্য’ হবে কবে, সেই প্রশ্নের উত্তর ততটাই উপেক্ষিত যতটা ভয়াবহ দম্ভপূর্ণ মারণাস্ত্রের ঝনঝনানি।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ব্যাংক খাতে ক্রমবর্ধমান ঝুঁকি যুদ্ধবিরতির মধ্যেই রাফাহে অভিযানের ঘোষণা নেতানিয়াহুর ৫৩ বছরেও হয়নি জাতীয় মজুরি কমিশন সংসার চলে না শ্রমিকের, বেঁচে থাকাই চ্যালেঞ্জ দীর্ঘদিন পর নিজের ভুল স্বীকার করে সামান্থাকে নিয়ে যা বললেন নাগা বিরাট-অনুশকার ডেটিং জীবনের তথ্য ফাঁস ফেসবুকে পোস্ট দিয়ে পদ্মায় ঝাঁপ তরুণীর মেগান মার্কেল নতুন খবর দিলেন জীবন ওলটপালট করে গেল ‘আগ্রাসী’ এপ্রিল দেশের ইতিহাসে বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড উপজেলা নির্বাচন নিয়ে কার্যনির্বাহী কমিটিতে আলোচনা হয়নি: ওবায়দুল কাদের খালেদা জিয়াকে ফের হাসপাতালে নেওয়া হচ্ছে যুক্তরাষ্ট্রে কেন বাঙালি হত্যা, জবাব দিতে হবে সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী গাজায় যুদ্ধবিরতির জন্য অন্তহীন অপেক্ষা জোর করে নারীর হিজাব খুলল অ্যারিজোনা পুলিশ ঝুঁকির মধ্যেই ৩৭ জেলায় খোলা ছিল শিক্ষাপ্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রবৃদ্ধির দৌড়ে চীন মালয়েশিয়ার চেয়ে এগিয়ে বাংলাদেশ নীতিমালা লঙ্ঘনে হজ চিকিৎসক দলের নার্সদের ৬ মাসের স্থগিতাদেশ রাজধানীর নিকুঞ্জে আবাসিক ভবনে বিস্ফোরণ