রমজানে দান-সদকা বাড়িয়ে দিন – U.S. Bangla News




রমজানে দান-সদকা বাড়িয়ে দিন

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ১৭ মার্চ, ২০২৪ | ৪:৫৮
‘যদি তোমরা দান প্রকাশ্যে করো তবে তা উত্তম; আর যদি তা গোপনে করো এবং অভাবীদের দাও, তবে তা তোমাদের জন্য শ্রেয়। এর মাধ্যমে আল্লাহ তোমাদের মন্দগুলো মোচন করে দেবেন। তোমরা যা করো, আল্লাহ তা অবগত আছেন।’ (সূরা বাকারা-২৭১)। রমজান মাস দান-সদকার মাধ্যমে অধিক সওয়াব অর্জনের মাস। রমজান দয়া ও করুণার মাস। এ মাসে রোজাদার উপবাস থাকার মাধ্যমে অভাবী মানুষের প্রতিদিনকার দুঃখগুলো অনুভব করার চেষ্টা করেন। ক্ষুধা ও পিপাসায় নিজেকে কষ্ট দিয়ে সহমর্মী হন গরিব দুঃখী মানুষের প্রতি। সিয়াম সাধনা মানুষকে দানশীলতা, বদান্যতার শিক্ষা দেয়। মহান আল্লাহ এ মাসে মানুষকে রহমত করে অন্যের প্রতি দয়া ও রহমতের শিক্ষা দিয়েছেন। করুণা ও দয়ার উপদেশ

দিয়েছেন। হাদিসে এসেছে-‘নবিজি (সা.) এমনিতেই অধিক পরিমাণে দান করতেন। যখন থেকে জিবরাইল (আ.) তাঁর কাছে আসা শুরু করেন, তখন থেকে মাহে রমজানে তিনি প্রবহমান বাতাসের মতো উন্মুক্ত হস্তে অধিকতর দাতা হয়ে যেতেন।’ হজরত আনাস (রা.) আরও বলেন, রাসূলুল্লাহ (সা.)কে জিজ্ঞেস করা হলো, সবচেয়ে উত্তম সদকাহ কী? তিনি বললেন, ‘রমজান মাসের সদকা।’ হজরত ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত-রাসূলুল্লাহ (সা.) পবিত্র রমজান মাসে বিপুল পরিমাণে দান করতেন। (সুনানে তিরমিজি-২৩৫১)। হজরত আনাস (রা.) বলেন, ‘নবি করিম (সা.)-এর চেয়ে বেশি দানশীল আমি আর কাউকে দেখিনি।’ (সহিহ মুসলিম-১৮৪২)। দানশীলতা সম্পর্কে হাদিসে কুদসিতে বর্ণিত আছে-‘আল্লাহতায়ালা বলেছেন, ‘হে আদম সন্তান, তুমি দান করতে থাকো, আমিও তোমাকে দান করব।’ (সহিহ বুখারি-১৬৩১)। আমরা

স্বভাবতই কমবেশি দান করে থাকি। কখনো দানের জন্য একটি মোক্ষম সময়ও আমরা অনুসন্ধান করি। সেই সেরা সময়টি হলো রমজান। রমজানের পবিত্র আবহে দানের বিষয়টি সম্পূর্ণই আলাদা। এর তাৎপর্য নিঃসন্দেহে অন্য মাসের চেয়ে অনেক বেশি। তাই প্রিয় নবিজি (সা.) এ মাসে বেশি দান করতেন এবং দানে উৎসাহিত করতেন। আমাদের সমাজে এমন অনেক অসহায়-নিঃস্ব মানুষ আছেন, যারা সেহরি ও ইফতারে সামান্য খাবার জোগাড় করতেও হিমশিম খান। বছরের অন্য সময় কোনোভাবে চলে গেলেও বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে তারা আরও দুর্ভোগ ও দুর্দশায় আছেন। অনেক মানুষ লজ্জায় মানুষের কাছে চাইতেও পারে না। মহান আল্লাহ বলেন, ‘আমি তোমাদের যা দিয়েছি, তা থেকে মৃত্যু আসার আগেই ব্যয় করো। অন্যথায় বলবে,

হে আমার রব, আমাকে আরও কিছুকাল অবকাশ দিলেন না কেন? তাহলে আমি দান-সদকা করতাম এবং ভালো লোকদের অন্তর্ভুক্ত হতাম।’ (সূরা মুনাফিকুন-১০)। তাই বছরের অন্য মাসগুলোর তুলনায় এ মাসে অধিক দান-সদকা করাই বুদ্ধিমানের কাজ। নবিজির দুয়ারে এসে কেউ খালি হাতে ফিরে যেত না। মহানবি (সা.) এ মাসকে ‘শাহরুল মুওয়াসাত’ বা সহমর্মিতার মাস নামে অবিহিত করেছেন। যে লোক শুধু প্রথাগত উপবাস করে। মাহে রমজানেও যে দানশীলতা ও বদান্যতার মাধ্যমে সহমর্মিতা ও সহানুভূতির চর্চা করে না, তার উপবাসকে প্রকৃত পক্ষে সিয়াম সাধনা বলা যায় না। মাহে রমজানে উপবাসের সঙ্গে মানবতার সেবায় সাধ্যমতো দান-সদকা করা হলো প্রকৃত সিয়াম সাধনা। আল্লাহতায়ালাই একমাত্র তাওফিকদাতা। লেখক : মহাপরিচালক, জামিয়া আরাবিয়া নুরুল

ইসলাম, চানপাড়া, উত্তরখান, ঢাকা
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যেসব কারণে হঠাৎ ডিজেবল হয়ে যেতে পারে ফেসবুক পেজ-আইডি দেশের বিভিন্ন স্থানে গরমে তারতম্য যে কারণে টর্নোডোকে সাক্ষী রেখে প্রেম নিবেদন দ্বন্দ্ব নিরসন ও পুনর্গঠনে চোখ বিএনপির ইরাকি নারী টিকটকারের বিরুদ্ধে বিচার বিভাগের যে রায় ছিল ইসরাইলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন তুরস্কের নির্বাচনি প্রচারের সময় হিট স্ট্রোকে আ.লীগ নেতার মৃত্যু টানা পঞ্চম দফায় সোনার দাম কমল কুরবানি ঈদে এক কোটি ৩০ লাখ গবাদিপশু জোগান দেওয়া হবে: মন্ত্রী টানা পঞ্চম দফায় সোনার দাম কমল যুক্তরাষ্ট্র সফর স্থগিত করলেন এরদোগান নেতানিয়াহুকে গাজার কসাই বললেন এরদোগান এবার পদত্যাগ করতে যাচ্ছেন ইসরাইলের সেনাপ্রধান! ‘এই গরমে বড়রা টিকতে পারে না, বাচ্চারা কীভাবে ক্লাশ করবে’ রিকশাচালকদের মাঝে ছাতা পানি স্যালাইন বিতরণ করলেন ডিএনসিসি মেয়র ফের বিএসইসির চেয়ারম্যান শিবলী রুবাইয়াত হিট অফিসারকে নিয়ে ‘ট্রল’ করতে নিষেধ করলেন নূর গাজায় ইসরাইলি হামলায় আরও ২৭ ফিলিস্তিনি নিহত স্কুল-কলেজ কোথায় কখন বন্ধ থাকবে জানালেন মন্ত্রী নিউইয়র্কে বন্দুকধারীর গুলিতে ২ বাংলাদেশি নিহত