কুরবানি ঈদে এক কোটি ৩০ লাখ গবাদিপশু জোগান দেওয়া হবে: মন্ত্রী – U.S. Bangla News




কুরবানি ঈদে এক কোটি ৩০ লাখ গবাদিপশু জোগান দেওয়া হবে: মন্ত্রী

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ২৮ এপ্রিল, ২০২৪ | ৮:১২
আসন্ন কুরবানির ঈদের জন্য এক কোটি ৩০ লাখ গবাদিপশুর জোগান নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান। রোববার সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। মন্ত্রী আব্দুর রহমান বলেন, গত বছর (কুরবানির ঈদে) আমাদের এক কোটি ২৫ লাখ গবাদি পশু আমদানি করা হয়েছিল। এরমধ্যে অবিক্রিত ছিল ১৯ লাখ। এবার কুরবানির সময় এক কোটি ৩০ লাখের বেশি গবাদিপশুর ব্যবস্থা রাখা হয়েছে। এ সময় মন্ত্রী বলেন, উৎসবের দিন সামনে আসছে। এ সময়ে সুবিধাবাদী গোষ্ঠী ও মতলববাজরা পুরো ব্যাপারটা ভিন্ন খাতে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আগামী কুরবানি ঈদের সম্পূর্ণ প্রস্তুতি আমাদের রয়েছে। গবাদিপশুর কোনো ধরনের ঘাটতি নেই। মধ্যস্বস্তভোগীদের যে বাড়াবাড়ি থাকে সে বিষয়ে

সরকার অত্যন্ত সতর্কতার সঙ্গে আগে থেকে প্রস্তুতি নিচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, গবাদিপশুর বাজার যেন স্থিতিশীল থাকে, দাম যেন মানুষ ক্রয়ক্ষমতার মধ্যে থাকে সে বিষয়গুলো নিয়ে প্রস্তুতিমূলকভাবে খামারি ভাইদের সঙ্গে কথা বলেছি। আমরা তাদের (খামারি) আশ্বস্ত করেছি গবাদিপশু আমদানি করার কোনো কারণ নেই। গরু আমদানির কোনো সিদ্ধান্ত আমাদের নেই। আমাদের দেশে খামারি ভাইয়েরা গবাদিপশু উৎপাদিত করেন, আমাদের মন্ত্রণালয়ের উদ্যোগেও হয়, সেটিই যথেষ্ট। কোনো অপ্রতুলতা নেই। আমাদের আয়োজন ও ব্যবস্থাপনা সবই ঠিক আছে। এ সময় মন্ত্রীর কাছে সাংবাদিকরা জানতে চান, কুরবানির পশুর গাড়িতে চাঁদাবাজি বন্ধে সরকারের কী পদক্ষেপ? জবাবে মন্ত্রী বলেন, ওই সময় মধ্যস্বস্তভোগী ও বিশেষ শ্রেণির মানুষ সুযোগ নেয়। যে কারণে অনেক সময়

পরিস্থিতি মোকাবিলা করা সামাল দেওয়া কঠিন হয়ে পড়ে। কুরবানির আগে আন্তঃমন্ত্রণালয় বৈঠক করে ঠিক করব যেন এ জায়গাটি সঠিকভাবে অ্যাড্রেস করা যায়, যেন পথে পথে ঘাটে ঘাটে চাঁদাবাজি ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য নিয়ন্ত্রণে রাখতে পারি।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাংলাদেশী সংস্কৃতি ও ঐতিহ্যের অপূর্ব প্রদর্শনীর মাধ্যমে মিয়ানমারে বাংলাদেশ দূতাবাসের বর্ষবরণ আয়োজন ডোনাল্ড লু সম্পর্ক এগিয়ে নিতে বাংলাদেশ সফরে আসছেন : ওবায়দুল কাদের গণমাধ্যম কর্মী আইন নিয়ে সাংবাদিক সংগঠন ও অংশীজনদের মতামত নেয়া শুরু শ্রম আইন সংশোধনে ৪১টি পয়েন্ট নিয়ে আলোচনা চলছে : আইনমন্ত্রী তাপমাত্রা সহনীয় রাখতে ঢাকায় নগর বনায়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে : পরিবেশমন্ত্রী সংসদীয় গণতন্ত্রকে গতিশীল করতে বিআইপিএস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : স্পিকার চামড়া শিল্পখাতের উন্নয়নে স্বল্প ও দীর্ঘ মেয়াদী করণীয় নির্ধারণ করা হয়েছে: শিল্পমন্ত্রী রোহিঙ্গাদের পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করবে জাতিসংঘ : মহিববুর রহমান দ: কোরিয়া ব্যবসা-বাণিজ্যে বাংলাদেশের সাথে সহযোগিতা বাড়াতে চায় রুশ হামলার পর ইউক্রেনের খারখিভ এলাকা থেকে ৪ সহস্রা ধিক বাসিন্দা অপসারণ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে পিরোজপুরে সরকারি হাসপাতালে স্মার্ট ম্যানেজমেন্ট সিস্টেম কঠিন সিদ্ধান্ত নিচ্ছেন পুতিন, মন্ত্রিসভায় রদবদল দশ বছরে প্রাণহানি ৭৮ হাজার সড়কে মৃত্যুর মিছিল : দায় নিচ্ছে না কেউ মূল্যবান খনিজসম্পদ পাচারের আশঙ্কা সাড়ে ৩ হাজার কোটি টাকা বেড়েছে বৈদেশিক ঋণ যুদ্ধবিরতির না হওয়ার বিষয়ে বাইডেনকে দায়ী করল হামাস প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে যুবলীগের বিশেষ বর্ধিত সভা এপ্রিলে মানবসম্পদের ক্ষতি ২,১১৯ কোটি টাকা আরাকান আর্মির গুলিতে বাংলাদেশি নিহত মালয়েশিয়ায় লেবার সোর্স কান্ট্রির সুবিধা নিতে পারছে না বাংলাদেশি শ্রমিকরা