ভারত-পাকিস্তান সংঘাতে ৫টি যুদ্ধবিমান ভূপাতিত হয়: ট্রাম্প – ইউ এস বাংলা নিউজ




ভারত-পাকিস্তান সংঘাতে ৫টি যুদ্ধবিমান ভূপাতিত হয়: ট্রাম্প

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ জুলাই, ২০২৫ | ৬:৪৬ 22 ভিউ
ভারত ও পাকিস্তানের মধ্যে হওয়া সাম্প্রতিক সংঘাতে ৫টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতির মাধ্যমে গত মে মাসে ওই সংঘাত থামে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। বার্তা সংস্থা রয়টার্সে প্রতিবেদনে বলা হয়, গতকাল শুক্রবার হোয়াইট হাউসে রিপাবলিকান কংগ্রেস সদস্যদের সঙ্গে নৈশভোজ ছিল প্রেসিডেন্ট ট্রাম্পের। এ সময় যুদ্ধবিমান ভূপাতিত হওয়া নিয়ে ওই তথ্য জানান তিনি। ট্রাম্প জানান, গত এপ্রিলে কাশ্মীরে বন্দুকধারীদের হামলার পর শুরু হওয়া ভারত-পাকিস্তান সংঘাতে পাঁচটির মতো যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। মে মাসে যুদ্ধবিরতির হলে ওই পরিস্থিতি শান্ত হয়। তবে কোন পক্ষের যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে, তা উল্লেখ করেননি ট্রাম্প। এর আগে পাকিস্তানও দাবি করে, তারা ভারতের পাঁচটি

যুদ্ধবিমান ভূপাতিত করেছে। তবে ভারতের দাবি, পাকিস্তানের কয়েকটি যুদ্ধবিমান গুলি করে নামিয়েছে তারা। ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে গত ২২ এপ্রিল সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন। এর পর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে, যা পরে সংঘাতে রূপ নেয়। গত ৭ মে ভারতীয় বিমানবাহিনী সীমান্ত পেরিয়ে পাকিস্তানের ভেতরে ‘সন্ত্রাসী ঘাঁটি’ লক্ষ্য করে হামলা চালায়। এরপর দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি বিমান, ক্ষেপণাস্ত্র ও গোলা ছোড়া হয়। এতে অনেক মানুষ নিহত হন। ট্রাম্প এর আগে দাবি করেন, তাঁর উদ্যোগেই ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি সম্ভব হয়েছে। ১০ মে উভয় পক্ষের সঙ্গে আলোচনা করেছে আমেরিকা। তবে ভারত এমন দাবি প্রত্যাখ্যান করে জানায়, দিল্লি ও ইসলামাবাদের মধ্যে

যে সমস্যাই থাকুক, অবশ্যই দ্বিপক্ষীয়ভাবে সমাধান করতে হবে, এখানে বাইরের হস্তক্ষেপের কোনো সুযোগ নেই।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চলতি সপ্তাহে লঘুচাপ সৃষ্টির আভাস এখনো ভারতকে নিজেদের আকাশসীমায় ঢুকতে দিচ্ছে না পাকিস্তান স্যারের ছবির নায়িকা হওয়া আমার জীবনে অনেক বড় পাওয়া : মিম পাকিস্তানের পাঞ্জাবে বন্যায় মৃত্যু বেড়ে ৭১, আরও বর্ষণের পূর্বাভাস এবার বলিউডে বড় চমক দিতে চলেছেন শ্রীলীলা বাংলাদেশি বিজ্ঞানীর আবিষ্কারের পথে প্লাস্টিকের বিকল্প “বৃটেনের কার্ডিফ শাহ্‌ জালাল মসজিদ এন্ড ইসলামিক কালচারেল সেন্টারের নতুন কমিটি গঠন ক্যালিফোর্নিয়ার গাঁজা খামারে অভিবাসন অভিযানে মৃত্যু ১, গ্রেপ্তার ২০০ যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডধারীরা আইন লঙ্ঘন করলে বৈধতা বাতিল এক সপ্তাহে ঢাকা স্টকের মূলধন বেড়েছে সাড়ে ১০ হাজার কোটি টাকা শ্রদ্ধা–ভালোবাসায় হুমায়ূন আহমেদের ১৩তম মৃত্যুবার্ষিকী পালন পাকিস্তানের পাঞ্জাবে প্রবল বৃষ্টিপাত, দুই দিনে ৭১ জনের মৃত্যু গোপালগঞ্জে কারফিউ বাড়ল রোববার সকাল ৬টা পর্যন্ত ভারত-পাকিস্তান সংঘাতে ৫টি যুদ্ধবিমান ভূপাতিত হয়: ট্রাম্প শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় উত্তাল ইসলামী বিশ্ববিদ্যালয় কলাপাড়ায় ইউএনওর পুকুরে মিলল জীবন্ত ইলিশ যেভাবে প্রশ্ন করা যাবে হোয়াটসঅ্যাপে! আর্থিক অন্তর্ভুক্তিতে পিছিয়ে বাংলাদেশ ১৪ ঘণ্টার জন্য শিথিল গোপালগঞ্জের কারফিউ ইসরায়েলি হামলায় গাজায় আরও ৪১ প্রাণহানি