ভারতীয় কোম্পানির বিরুদ্ধে ভয়ংকর মাদক পাচারের অভিযোগ যুক্তরাষ্ট্রের – ইউ এস বাংলা নিউজ




ভারতীয় কোম্পানির বিরুদ্ধে ভয়ংকর মাদক পাচারের অভিযোগ যুক্তরাষ্ট্রের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ মার্চ, ২০২৫ | ৪:৪৪ 11 ভিউ
ভারতের একটি রাসায়নিক কোম্পানি এবং এর তিন কর্মকর্তা যুক্তরাষ্ট্রে ভয়ংকর মাদক ফেন্টানিল তৈরির উপকরণ পাচারের অভিযোগে অভিযুক্ত হয়েছেন। বৃহস্পতিবার (২০ মার্চ) মার্কিন বিচার বিভাগ জানায় ওয়াশিংটন ডিসির এক ফেডারেল আদালতে এই অভিযোগ আনা হয়। অভিযোগপত্র অনুযায়ী, অভিযুক্ত রাসায়নিক নির্মাতা প্রতিষ্ঠানটি ভারতে অবস্থিত বসুধা ফার্মা ক্যাম লিমিটেড (ভিপিসি)। আর অভিযুক্ত কর্মকর্তারা হলেন—ওই কোম্পানির প্রধান বৈশ্বিক বিপণন কর্মকর্তা তানবীর আহমেদ মোহামেদ হোসেন পার্কার (৬৩), বিপণন পরিচালক বেঙ্কাটা নাগা মধুসূদন রাজু মানথেনা (৪৮) এবং বিপণন প্রতিনিধি কৃষ্ণা ভেরিচার্লা (৪০)। যুক্তরাষ্ট্রের অভিযোগ অনুযায়ী, বসুধা ফার্মা তাদের ওয়েবসাইটে এবং আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ফেন্টানিল তৈরির রাসায়নিক বিক্রির বিজ্ঞাপন দিয়েছিল। এরপর, ২০২৪ সালের মার্চ থেকে নভেম্বর পর্যন্ত তারা এই রাসায়নিক

পাচারের ষড়যন্ত্র করেছে। ২০২৪ সালের মার্চ ও আগস্টে অভিযুক্তরা একজন গোপন তদন্তকারীর কাছে ২৫ কেজি ফেন্টানিল তৈরির রাসায়নিক বিক্রি করেন। এরপর, আগস্ট ও সেপ্টেম্বর মাসে অভিযুক্তরা ওই গোপন তদন্তকারীর সঙ্গে ৪ মেট্রিক টন রাসায়নিক পাচারের পরিকল্পনা করেন। এর মধ্যে ২ টন মেক্সিকো এবং ২ টন যুক্তরাষ্ট্রে পাঠানোর পরিকল্পনা ছিল। এই রাসায়নিকের বাজারমূল্য প্রায় ৩ লাখ ৮০ হাজার ডলার। এই অভিযোগ প্রমাণিত হলে, অভিযুক্তদের সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড এবং কোম্পানিকে ৫ লাখ ডলার জরিমানা করা হতে পারে। গত ২০ মার্চ সকালে নিউইয়র্ক সিটিতে পার্কার ও মানথেনাকে গ্রেপ্তার করেছে মার্কিন ফেডারেল এজেন্টরা। তদন্ত পরিচালনা করছে মার্কিন মাদক নিয়ন্ত্রণ সংস্থা (ডিইএ), হোমল্যান্ড সিকিউরিটি, অভ্যন্তরীণ রাজস্ব সংস্থা এবং

স্থানীয় আইনপ্রয়োগকারী সংস্থাগুলো। ফেন্টানিল হলো যুক্তরাষ্ট্রে পাচার হওয়া সবচেয়ে প্রাণঘাতী মাদক। এর কারণেই ২০২২ সালে এক বছরে ৫২ হাজারের বেশি মার্কিন নাগরিকের মৃত্যু হয়েছে। মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, ভারত ও চীন এই মাদকের কাঁচামাল সরবরাহ করে। এবারই প্রথম যুক্তরাষ্ট্র ভারতকে চীনের সমানভাবে দায়ী করেছে। এই ঘটনায় ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক টানাপড়েনের আশঙ্কা করা হচ্ছে। এরপর এই মাদকের কাঁচামাল যুক্তরাষ্ট্রে পাচারের সঙ্গে ‘রাষ্ট্রীয়ভাবে’ চীন ও ভারত জড়িত বলে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার বার্ষিক হুমকি মূল্যায়ন (এটিএ) প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, ভারত ও চীন মাদক উৎপাদনকারী অপরাধী চক্রের কাছে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ফেন্টানিল তৈরির রাসায়নিক কাঁচামাল সরবরাহ করে। মঙ্গলবার (২৫ মার্চ) এই

প্রতিবেদন মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালক (ডিএনআই) তুলসী গ্যাবার্ডের কার্যালয় থেকে প্রকাশ করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও এ ঘটনা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, এই চক্রগুলো (আন্তর্জাতিক অপরাধী সংগঠন) প্রায়শই রাষ্ট্রের সঙ্গে সম্পৃক্ত, যেমন তারা চীন ও ভারতের মাধ্যমে মাদক পাচারের জন্য প্রয়োজনীয় রাসায়নিক ও সরঞ্জাম পায়। প্রতিবেদনে আরও বলা হয়েছে, অবৈধ ফেন্টানিল তৈরির রাসায়নিক ও পিল তৈরির সরঞ্জামের প্রধান উৎস চীন, এরপরই রয়েছে ভারত। উল্লেখযোগ্য বিষয় হলো, এই প্রথম যুক্তরাষ্ট্র ফেন্টানিলের মতো মাদক তৈরির রাসায়নিক সরবরাহের অভিযোগে ভারতকে চীনের সমতুল্য হিসেবে চিহ্নিত করেছে। যেখানে গত বছরের প্রতিবেদনে মেক্সিকোর চক্রগুলো ভারতসহ অন্যান্য দেশ থেকে কম পরিমাণে রাসায়নিক সংগ্রহ করত বলে

উল্লেখ করা হয়েছিল। সেখানে চীনকে প্রধান সরবরাহকারী হিসেবে চিহ্নিত করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পেঙ্গুইন-পাখির স্থানেও শুল্ক চাঁদা না পেয়ে মাছ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা, গণপিটুনিতে নিহত হামলাকারী ওয়াক্ফ বিল পাসের প্রতিবাদে কলকাতা চেন্নাই আহমেদাবাদে ব্যাপক বিক্ষোভ ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি হয়েছে মিয়ানমার: প্রেস উইং আমাদের চলে যেতে হচ্ছে, কোথায় যাব জানি না ধর্মীয় নয়, রাজনৈতিক কারণে কাপাসিয়ায় নাটকের মঞ্চায়ন বাতিল: পুলিশ মায়ের কোল থেকে ছিটকে পড়ে গাড়ির চাকায় পিষ্ট শিশু কোটি টাকা জরিমানায় খেলার অনুমতি পেলেন এমবাপ্পে-রুডিগাররা পর্যটন কেন্দ্র লোকে লোকারণ্য তীব্র হলো বৈশ্বিক বাণিজ্যযুদ্ধ যুক্তরাষ্ট্রে পণ্য তৈরি করলে মিলবে শুল্ক মুক্তি : ট্রাম্প হুমকি দিলেও রাশিয়া-উত্তর কোরিয়ায় শুল্ক চাপাননি ট্রাম্প যুক্তরাষ্ট্রে গবেষণা খাতে সংকট: বৈজ্ঞানিক অগ্রগতির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন ইয়াঙ্কিস ও মেটস আমাদের অর্থনীতিকে শক্তিশালী করছে: এরিক ‌‌অ‍্যাডামস্ ট্রাম্পের গাড়ির উপর শুল্ক: আমেরিকায় কর্মসংস্থান ও মজুরি বৃদ্ধি ট্রাম্প প্রশাসনে ছাঁটাই, নতুন শুল্ক আরোপ ও আন্তর্জাতিক কূটনৈতিক পদক্ষেপ যুক্তরাষ্ট্রে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হতে পারে প্রায় ২২ মিলিয়ন মানুষ মেয়র এরিক অ্যাডামসের দুর্নীতি মামলা স্থায়ীভাবে বাতিল ঈদ আনন্দে প্রবাসীদের পাশে ছিল না ফ্রান্স দূতাবাস ৫৫ সদস্যের বাংলাদেশ উদ্ধার ও চিকিৎসা দল নেপিদোতে পৌঁছেছে