ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ভ্যাট চাপিয়েও প্রতিবাদের মুখে ৮ পণ্যে প্রত্যাহার চায় এনবিআর, আইএমএফের ‘না’
মুখ থুবড়ে পড়া অর্থনীতির দেশ শ্রীলঙ্কায় এখন মূল্যস্ফীতি শূন্যের নিচে, অথচ বাংলাদেশে ১১%
ধনীর বাতাস বিশুদ্ধকরণ যন্ত্রে শুল্ক ছাড়
রমজানের আগেই ফলের বাজার আগুন, কেজিতে বেড়েছে ৩০-১০০ টাকা
মুমূর্ষু অবস্থায় রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক
রোজায় সরবরাহ ঠিক রাখতে সিটি ও মেঘনা গ্রুপকে অনুরোধ
কম দামে ইলিশের স্বাদ পাবেন রাজধানীবাসী
ব্যবসায়ীরা যথেষ্ট শক্তিশালী, বাজারে সয়াবিন সরবরাহ প্রসঙ্গে অর্থ উপদেষ্টা
‘ব্যবসায়ীরা যথেষ্ট শক্তিশালী। ব্যবসার ক্ষেত্রটি বেশ জটিল। এই জটিল জিনিস ভাঙা বেশ কঠিন।’ লিটারে ৮ টাকা দাম বাড়ানোর ৯ দিন পরও বাজারে সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক নয় কেন সাংবাদিকদের এমন প্রশ্নে এ মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বুধবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে এ কথা বলেন তিনি।
ব্যবসায়ীদের সিন্ডিকেট কি এতটাই শক্তিশালী- এমন প্রশ্নে তিনি বলেন, ‘অবশ্যই। সিন্ডিকেট না বলে ব্যবসায়ী যারা আছে তারা যথেষ্ট শক্তিশালী। খুব বড় ব্যবসায়ী, মাঝারি বা যারা সরাসরি আমদানি করে, সাপ্লাই দেয়, আবার যারা এজেন্ট শুধু সাপ্লাইও দেয় না শুধু ডিও লেটার দেয়। এটা একটা জটিল জিনিস, যা ভাঙা
কঠিন।’ সালেহউদ্দিন আহমেদ বলেন, আজকে চাল, ডাল, মসুর ডাল, সয়াবিন তেল, সার কেনার অনুমোদন দেওয়া হয়েছে। সয়াবিন হয়তো কিছুটা সহনীয় হতে পারে। রোজা পর্যন্ত যত নিত্যপ্রয়োজনীয় জিনিস আছে চাল, ডাল, খেজুর, ছোলা, সয়াবিন তেল, চিনি এগুলোর সরবরাহ নিশ্চিতের চেষ্টা করা হচ্ছে। বাজারটা যাতে আরও একটু সহনীয় হয়। তবে সময় লাগবে। কারণ এগুলো বেশিরভাগ আমদানি করতে হয়। তিনি বলেন, ‘আমরা আজকে সয়াবিন আমদানি করতে বলেছি। আমরা চাচ্ছি, যত সম্ভব আমাদের দিক থেকে সাপ্লাইটা আসুক। ব্যাবসায়ীদের কাছে যাতে একটা মেসেজ যায় দেশে সরবরাহ….। এখন এটা যাচ্ছে কিনা সেটা আলাদা ব্যাপার।’ ৯ ডিসেম্বর সয়াবিন তেলের দাম ৮ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়। এরপর আরও
৯ দিন চলে গেলেও বাজারে সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক হয়নি। এমন প্রশ্নের জবাবে সাংবাদিকদের তিনি বলেন, ‘বাজারের ব্যাপারটার সঙ্গে আমাদের একটু গ্যাপ আছে। নির্ধারিত দামেই বিক্রি হওয়ার কথা। কিন্তু বাজারে অনেক রকম ব্যাপার আছে। যেমন- যেদিন ৮ টাকা দাম বাড়ানো হয়, তার পরের দিন বাজারে অনেক সরবরাহ ছিল। কিন্তু ব্যবসায়ীদের প্রত্যাশা হচ্ছে- দাম বাড়ানো হয়েছে, আবার হয়তো বাড়বে।’ ব্যবসায়ীরা সবাই মিলে তাদের স্বার্থে দাম ঠিক করে: ভোক্তাদের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে বাজারে কার্যকর মনিটরিং করা হচ্ছে না, যার সুযোগ নিচ্ছে ব্যবসায়ীরা- এ বিষয়ে অর্থ উপদেষ্টা বলেন, মনিটরিং হচ্ছে না, তা নয়। সবাই মিলে ঠিকঠাক করে, এমনটা বাইরের দেশে হয় না।
কিন্তু এখানে সবাই মিলে তাদের স্বার্থে দাম ঠিক করে বিক্রি করে। বাজারে ভোক্তা অধিদপ্তরের ইন্সপেক্টর কত জায়গায় যাবে। ক্রেতাদের সহনশক্তি বেশি, কিনে নিয়ে চলে যায়: তিনি বলেন, কিছুদিন আগে পাবনা গেলাম, সেখানেও একই অবস্থা। সেখানেও মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। তারা বাজার পরিদর্শনে গেলে ঠিক থাকে, আবার চলে আসলে আগের অবস্থায় ফিরে যায়। অতএব মানুষ যদি সচেতন না হয়, মানুষ যদি নিজেরা মনিটিং করে কমপ্লেন করে, তখন আমরা যথাযথ ব্যবস্থা নেব। আমাদের এখানে হয় কি, সহনশক্তি বেশি, কিনে নিয়ে চলে যায়। কিন্তু বাইরের ক্রেতা খুব সচেতন থাকে, অভিযোগ করে। পার্শ্ববর্তী ভারতে দেখেন দাম বেড়ে গেলে ওরা প্রটেস্ট (প্রতিবাদ) করে। আমি এখানে
প্রটেস্ট করতে বলছি না, এটলিস্ট (কমপক্ষে) সবাই যাতে বলে। মনিটরিং করে তাও আমরা অনেক সময় খবর পাই তা দেখি মানুষ সহ্য করে। বাংলাদেশে খুচরা পর্যায়ে অভিযান চালানো হয়, যার প্রভাব বাজারে সেভাবে পড়ে না এমন প্রশ্নে তিনি বলেন, সবাইকে এক সঙ্গে ধরলে বাজারে কৃত্রিম সংকট আরও বেশি হবে। আমরা চাই সবাই ব্যবসা করুক। তবে চাই না অতিরিক্ত লাভ করুক। আর যারা উৎপাদন করে তারা যেন না ঠকে যায়। উৎপাদনের খরচটা যেন তারা পায় আমরা সেই চেষ্টা করছি। একটু সময় লাগবে৷
কঠিন।’ সালেহউদ্দিন আহমেদ বলেন, আজকে চাল, ডাল, মসুর ডাল, সয়াবিন তেল, সার কেনার অনুমোদন দেওয়া হয়েছে। সয়াবিন হয়তো কিছুটা সহনীয় হতে পারে। রোজা পর্যন্ত যত নিত্যপ্রয়োজনীয় জিনিস আছে চাল, ডাল, খেজুর, ছোলা, সয়াবিন তেল, চিনি এগুলোর সরবরাহ নিশ্চিতের চেষ্টা করা হচ্ছে। বাজারটা যাতে আরও একটু সহনীয় হয়। তবে সময় লাগবে। কারণ এগুলো বেশিরভাগ আমদানি করতে হয়। তিনি বলেন, ‘আমরা আজকে সয়াবিন আমদানি করতে বলেছি। আমরা চাচ্ছি, যত সম্ভব আমাদের দিক থেকে সাপ্লাইটা আসুক। ব্যাবসায়ীদের কাছে যাতে একটা মেসেজ যায় দেশে সরবরাহ….। এখন এটা যাচ্ছে কিনা সেটা আলাদা ব্যাপার।’ ৯ ডিসেম্বর সয়াবিন তেলের দাম ৮ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়। এরপর আরও
৯ দিন চলে গেলেও বাজারে সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক হয়নি। এমন প্রশ্নের জবাবে সাংবাদিকদের তিনি বলেন, ‘বাজারের ব্যাপারটার সঙ্গে আমাদের একটু গ্যাপ আছে। নির্ধারিত দামেই বিক্রি হওয়ার কথা। কিন্তু বাজারে অনেক রকম ব্যাপার আছে। যেমন- যেদিন ৮ টাকা দাম বাড়ানো হয়, তার পরের দিন বাজারে অনেক সরবরাহ ছিল। কিন্তু ব্যবসায়ীদের প্রত্যাশা হচ্ছে- দাম বাড়ানো হয়েছে, আবার হয়তো বাড়বে।’ ব্যবসায়ীরা সবাই মিলে তাদের স্বার্থে দাম ঠিক করে: ভোক্তাদের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে বাজারে কার্যকর মনিটরিং করা হচ্ছে না, যার সুযোগ নিচ্ছে ব্যবসায়ীরা- এ বিষয়ে অর্থ উপদেষ্টা বলেন, মনিটরিং হচ্ছে না, তা নয়। সবাই মিলে ঠিকঠাক করে, এমনটা বাইরের দেশে হয় না।
কিন্তু এখানে সবাই মিলে তাদের স্বার্থে দাম ঠিক করে বিক্রি করে। বাজারে ভোক্তা অধিদপ্তরের ইন্সপেক্টর কত জায়গায় যাবে। ক্রেতাদের সহনশক্তি বেশি, কিনে নিয়ে চলে যায়: তিনি বলেন, কিছুদিন আগে পাবনা গেলাম, সেখানেও একই অবস্থা। সেখানেও মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। তারা বাজার পরিদর্শনে গেলে ঠিক থাকে, আবার চলে আসলে আগের অবস্থায় ফিরে যায়। অতএব মানুষ যদি সচেতন না হয়, মানুষ যদি নিজেরা মনিটিং করে কমপ্লেন করে, তখন আমরা যথাযথ ব্যবস্থা নেব। আমাদের এখানে হয় কি, সহনশক্তি বেশি, কিনে নিয়ে চলে যায়। কিন্তু বাইরের ক্রেতা খুব সচেতন থাকে, অভিযোগ করে। পার্শ্ববর্তী ভারতে দেখেন দাম বেড়ে গেলে ওরা প্রটেস্ট (প্রতিবাদ) করে। আমি এখানে
প্রটেস্ট করতে বলছি না, এটলিস্ট (কমপক্ষে) সবাই যাতে বলে। মনিটরিং করে তাও আমরা অনেক সময় খবর পাই তা দেখি মানুষ সহ্য করে। বাংলাদেশে খুচরা পর্যায়ে অভিযান চালানো হয়, যার প্রভাব বাজারে সেভাবে পড়ে না এমন প্রশ্নে তিনি বলেন, সবাইকে এক সঙ্গে ধরলে বাজারে কৃত্রিম সংকট আরও বেশি হবে। আমরা চাই সবাই ব্যবসা করুক। তবে চাই না অতিরিক্ত লাভ করুক। আর যারা উৎপাদন করে তারা যেন না ঠকে যায়। উৎপাদনের খরচটা যেন তারা পায় আমরা সেই চেষ্টা করছি। একটু সময় লাগবে৷