বিলুপ্ত প্রজাতির বিড়াল চোরাচালান, পুলিশের জালে গোটা চক্র – ইউ এস বাংলা নিউজ




বিলুপ্ত প্রজাতির বিড়াল চোরাচালান, পুলিশের জালে গোটা চক্র

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ এপ্রিল, ২০২৫ | ৮:০১ 36 ভিউ
স্পেনের ম্যালোরকা শহরে থেকে রাশিয়ান দুই নাগরিককে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। তাদের বিরুদ্ধে অভিযোগ, এই দুই ব্যক্তি বড় একটি চক্রের মাধ্যমে দেশটির বিলুপ্ত প্রজাতির বিড়াল অবৈধ্যভাবে পাচার করছেন। শুধু তাই নয়, তারা বন্য বিড়ালের সঙ্গে গৃহপালিত বিড়ালের ব্রিড করিয়ে বিশেষ ধরনের বিড়াল তৈরি করতো। তারপর সেগুলো চড়া দামে বাজারে বিক্রি হতো। মূলত ইন্টারনেটের সাহায্যেই তারা এই ব্যবসা চালাতো বলে অভিযোগ। সোমবার স্পেনের পুলিশ জানিয়েছে, ওই দুই ব্যক্তি বন্যপ্রাণ সংরক্ষণ আইনের তোয়াক্কা করেনি, সুরক্ষিত প্রাণির আইনও লঙ্ঘন করেছে। বিড়াল বিক্রির জন্য তারা আইনি কাগজও জাল করেছে। পুলিশের ধারণা, এই ব্যবসার সঙ্গে দেশে-বিদেশে আরও অনেকে জড়িত। অত্যন্ত সুচারুভাবে এই কাজ করা হচ্ছিল বলে

অভিযোগ। গ্রেফতার ওই দুই ব্যক্তির বাড়ি থেকে প্রচুর বিড়াল উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে দুটি সারভাল, ১৬টি ফেলিনস এবং বেশ কিছু কারাকাল প্রজাতির বিড়াল আছে। প্রতিটি প্রজাতিই বিক্রি করা নিষিদ্ধ। শুধু তাই নয়, বিভিন্ন বয়সের হাইব্রিড বিড়াল উদ্ধার করা হয়েছে। বন্য প্রজাতির সঙ্গে গৃহপালিত বিড়ালের ব্রিড করিয়ে ওই বিড়ালগুলো তৈরি করা হয়েছে। ঘটনাস্থল থেকেই এক ৪৮ বছরের রাশিয়ার পুরুষ এবং ৪৬ বছরের নারীকে গ্রেফতার করা হয়েছে। ৪৮ বছরের এক ইসরাইলিকেও জেরা করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, রাশিয়ার ওই দম্পতি সামাজিক মাধ্যমে বিড়াল বিক্রির বিজ্ঞাপন দিতো। সেখানে বিড়ালের ব্রিডও লেখা হতো। পুলিশের বক্তব্য, তাদের ওই সামাজিক মাধ্যমের পেজ অত্যন্ত জনপ্রিয়। বহু মানুষ সেখান থেকে বিড়াল

অর্ডার করতো। পুলিশের ধারণা, কেবল সাধারণ মানুষ নয়, ওই পেজের সঙ্গে যুক্ত আন্তর্জাতিক পাচারকারীরাও। যারা এই পাচারের সঙ্গে যুক্ত তারা সাদা বাঘের ব্রিড করছে বলেও পুলিশের আশঙ্কা। দেশটির পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যম ডয়চে ভেলে জানিয়েছে, এই চক্র রাশিয়া, বেলারুশ, ইউক্রেন থেকে গোপন পথে প্রাণিগুলোকে ইউরোপের বিভিন্ন দেশে নিয়ে যেত। মূলত বেলারুশ থেকে পোল্যান্ডের সীমান্ত দিয়ে প্রাণিগুলোকে আনা হতো। সাদা বাঘ, ক্লাউডেড লেপার্ড, হায়না, কালো লেপার্ডের মতো প্রাণিও ওই পেজের মাধ্যমে বিক্রি করা হয়েছে বলে অভিযোগ। ক্লাউডেড লেপার্ডের জন্য দাম নেওয়া হয়েছে ৬০ হাজার ইউরো। যে বিড়ালগুলোকে ওই বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে, সেগুলোকে আপাতত একটি চিড়িয়াখানায় রাখা হয়েছে। তবে প্রতিটি প্রাণিরই শারীরিক

পরীক্ষা করা হবে বলে পুলিশ জানিয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ডালাস চলচ্চিত্র উৎসবে মোশাররফ-জুঁই দম্পতি আরও একদল বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র যে কারণে ইংল্যান্ডে টানা ২ বছর সবচেয়ে প্রিয় নাম ‘মোহাম্মদ’ চাঁদার টাকায় কেনা ছাত্রসংসদ নেতার মোটরসাইকেল উদ্ধার সামিরা খুঁজছিলেন নবম টার্গেট, গ্রেপ্তার করল পুলিশ পুরোনো জরিপ দিয়ে বর্তমানের দারিদ্র্য বিমোচনের অভিযোগ রিমান্ড শেষে কারাগারে সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাংগীর ‘টিন সেক্স’ নিয়ে নতুন বিতর্ক বেনজীরের ডক্টরেট ডিগ্রি স্থগিত করল ঢাবি প্রশাসন, তদন্তে কমিটি ভূগর্ভের তাপ ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের চেষ্টা বিজ্ঞানীদের চরমভাবাপন্ন আবহাওয়া: চীনে বন্যায় নিহত ৭০, স্ক্যান্ডিনেভিয়ায় তীব্র তাপপ্রবাহ কলকাতার হুগলিতে তৃণমূলের রচনা ও অসিত দ্বন্দ্ব! যুক্তরাষ্ট্রে ৮২৯ কিলোমিটার দীর্ঘ বজ্রপাত, বিশ্বে রেকর্ড কলকাতায় বাংলাদেশি মডেল শান্তা ৮ দিনের রিমান্ডে ২১ হাজার টাকা বেতনের কেরানির ৩০ কোটির সম্পত্তি ভারতের ওপর ক্ষুব্ধ ট্রাম্প, কারণ ব্যাখ্যা করলেন রুবিও জীবনে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেতে যাচ্ছেন শাহরুখ খান ফের চোখ রাঙাচ্ছে করোনা, ২৪ ঘণ্টায় এক মৃত্যু ইসরায়েলি দূতাবাসকর্মীর বাড়িতে রাশিয়ার হামলা ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে জামায়াত আমিরের বার্তা