বিলুপ্ত প্রজাতির বিড়াল চোরাচালান, পুলিশের জালে গোটা চক্র – ইউ এস বাংলা নিউজ




বিলুপ্ত প্রজাতির বিড়াল চোরাচালান, পুলিশের জালে গোটা চক্র

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ এপ্রিল, ২০২৫ | ৮:০১ 43 ভিউ
স্পেনের ম্যালোরকা শহরে থেকে রাশিয়ান দুই নাগরিককে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। তাদের বিরুদ্ধে অভিযোগ, এই দুই ব্যক্তি বড় একটি চক্রের মাধ্যমে দেশটির বিলুপ্ত প্রজাতির বিড়াল অবৈধ্যভাবে পাচার করছেন। শুধু তাই নয়, তারা বন্য বিড়ালের সঙ্গে গৃহপালিত বিড়ালের ব্রিড করিয়ে বিশেষ ধরনের বিড়াল তৈরি করতো। তারপর সেগুলো চড়া দামে বাজারে বিক্রি হতো। মূলত ইন্টারনেটের সাহায্যেই তারা এই ব্যবসা চালাতো বলে অভিযোগ। সোমবার স্পেনের পুলিশ জানিয়েছে, ওই দুই ব্যক্তি বন্যপ্রাণ সংরক্ষণ আইনের তোয়াক্কা করেনি, সুরক্ষিত প্রাণির আইনও লঙ্ঘন করেছে। বিড়াল বিক্রির জন্য তারা আইনি কাগজও জাল করেছে। পুলিশের ধারণা, এই ব্যবসার সঙ্গে দেশে-বিদেশে আরও অনেকে জড়িত। অত্যন্ত সুচারুভাবে এই কাজ করা হচ্ছিল বলে

অভিযোগ। গ্রেফতার ওই দুই ব্যক্তির বাড়ি থেকে প্রচুর বিড়াল উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে দুটি সারভাল, ১৬টি ফেলিনস এবং বেশ কিছু কারাকাল প্রজাতির বিড়াল আছে। প্রতিটি প্রজাতিই বিক্রি করা নিষিদ্ধ। শুধু তাই নয়, বিভিন্ন বয়সের হাইব্রিড বিড়াল উদ্ধার করা হয়েছে। বন্য প্রজাতির সঙ্গে গৃহপালিত বিড়ালের ব্রিড করিয়ে ওই বিড়ালগুলো তৈরি করা হয়েছে। ঘটনাস্থল থেকেই এক ৪৮ বছরের রাশিয়ার পুরুষ এবং ৪৬ বছরের নারীকে গ্রেফতার করা হয়েছে। ৪৮ বছরের এক ইসরাইলিকেও জেরা করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, রাশিয়ার ওই দম্পতি সামাজিক মাধ্যমে বিড়াল বিক্রির বিজ্ঞাপন দিতো। সেখানে বিড়ালের ব্রিডও লেখা হতো। পুলিশের বক্তব্য, তাদের ওই সামাজিক মাধ্যমের পেজ অত্যন্ত জনপ্রিয়। বহু মানুষ সেখান থেকে বিড়াল

অর্ডার করতো। পুলিশের ধারণা, কেবল সাধারণ মানুষ নয়, ওই পেজের সঙ্গে যুক্ত আন্তর্জাতিক পাচারকারীরাও। যারা এই পাচারের সঙ্গে যুক্ত তারা সাদা বাঘের ব্রিড করছে বলেও পুলিশের আশঙ্কা। দেশটির পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যম ডয়চে ভেলে জানিয়েছে, এই চক্র রাশিয়া, বেলারুশ, ইউক্রেন থেকে গোপন পথে প্রাণিগুলোকে ইউরোপের বিভিন্ন দেশে নিয়ে যেত। মূলত বেলারুশ থেকে পোল্যান্ডের সীমান্ত দিয়ে প্রাণিগুলোকে আনা হতো। সাদা বাঘ, ক্লাউডেড লেপার্ড, হায়না, কালো লেপার্ডের মতো প্রাণিও ওই পেজের মাধ্যমে বিক্রি করা হয়েছে বলে অভিযোগ। ক্লাউডেড লেপার্ডের জন্য দাম নেওয়া হয়েছে ৬০ হাজার ইউরো। যে বিড়ালগুলোকে ওই বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে, সেগুলোকে আপাতত একটি চিড়িয়াখানায় রাখা হয়েছে। তবে প্রতিটি প্রাণিরই শারীরিক

পরীক্ষা করা হবে বলে পুলিশ জানিয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফের হেনস্তার শিকার উরফি কাতারে ইসরাইলি হামলার নিন্দা জানাল বাংলাদেশ নেপালে কারফিউ, আতঙ্কিত জনগণ নেপালজুড়ে কারফিউ জারি এবার পরিষ্কার-পরিচ্ছন্নতায় নেমেছে নেপালের জেনজি আধিপত্য বিস্তার নিয়ে যুবককে কুপিয়ে হত্যা ভালোবাসার টানে রাজবাড়ীতে এসে বিয়ে করলেন চীনা যুবক ইসরাইল বয়কটের ঘোষণা ১২০০ শিল্পীর নেপালে কারফিউ, আতঙ্কিত জনগণ সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের যোগদান নিয়ে কড়া নির্দেশনা দিল এনটিআরসিএ শেখ হাসিনার ১৬ বছরের তিলে তিলে গড়ে উঠা শেয়ার বাজারের ২৫% এক বছরে ধ্বংস করেছে ইউনূস ঢাবি ভিসি’র নেতৃত্বের প্রশাসন ‘আনুষ্ঠানিকভাবে জামায়াতি’ বলে ঘোষণা ছাত্রদলের শিবিরবান্ধব শেহরীন মনামীকে ‘রাজাকার’ ট্যাগ: ফেসবুকে পিতার মুক্তিযুদ্ধ সার্টিফিকেট দিয়ে জানালেন, “আমিও মুক্তিযোদ্ধার সন্তান, কিন্তু…” বাংলাদেশ ‘মবতন্ত্র’, সহিংসতা শুধু মব নয় – রাজনৈতিক ও ধর্মীয় উদ্দেশ্যপ্রণোদিত কাতারে হামাস নেতৃত্বের উপর ইসরায়েলের ‘সুনির্দিষ্ট হামলা’: মধ্যপ্রাচ্যে আবার উত্তেজনা বৃদ্ধি এটর্নি জানারেলের আত্মতুষ্টি আর একটি লাশের জনপদের গল্প জুলাই অনেকের জন্য রঙিন হলেও, নিম্ন আয়ের মানুষের জন্য নিকষ কালো অন্ধকারে যাত্রা মন্ত্রীদের জন্য ৬০ পাজেরো কিনছে সরকার: বিশ্লেষক ও বিশেষজ্ঞদের চোখে ‘লুটপাটের উৎসব’ শেভরনের বকেয়া ও জরিমানার দাবি পূরণে ইউনুস সরকারের নতজানু নীতি: ৩৬৬ কোটি টাকা পরিশোধ সরকারের প্রশ্রয়ে উগ্রপন্থীরা মাজার ও খানকা টার্গেট করেছে: অভিযোগ সুফি নেতাদের