নিজেদের হামলায় আহত ছাত্রলীগ সভাপতির মৃত্যু – U.S. Bangla News




নিজেদের হামলায় আহত ছাত্রলীগ সভাপতির মৃত্যু

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ১৭ এপ্রিল, ২০২৪ | ১০:২৭
নিজের মধ্যে ক্ষমতার দ্বন্দ্বে ছাত্রলীগের এক গ্রুপের হামলায় আহত অন্য গ্রুপের এক নেতা চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মারা গেছেন। তিনি স্থানীয় একটি কলেজের ছাত্রলীগ সভাপতি ছিলেন। জানা যায়, লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলার ঘটনার ৪ দিন পর আহত ছাত্রলীগ নেতা এম সজীব মারা গেছেন। মঙ্গলবার (১৬ এপ্রিল) রাত ২টার দিকে ঢাকার পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গত শুক্রবার (১২ এপ্রিল) রাত ২টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পাঁচপাড়া গ্রামের যদির পুকুর পাড়ে প্রতিপক্ষের লোকজন সজিবসহ ছাত্রলীগের চার নেতাকর্মীকে গুলি ও কুপিয়ে জখম করে। এ ঘটনায় সোমবার (১৫ এপ্রিল) রাতে সজিবের মা বুলি বেগম বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানা

স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলু ও সদস্য সচিব তাজুল ইসলাম তাজু ভূঁইয়াসহ ১১ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। এতে ২০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। ছাত্রলীগ নেতারা জানান, সজিব চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি প্রার্থী ছিলেন। তিনি পাঁচপাড়া গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে। তার মৃত্যুর বিষয়টি চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ নিশ্চিত করেছেন। সজীব তার অনুসারী ছিলেন। ঘটনার পর মাসুদ তাকে ঢাকায় চিকিৎসার জন্য নিয়ে যান। মাসুদ সাংবাদিকদের বলেন, সজীবের মাথায় অস্ত্রোপচার করা হয়। এরপর থেকে তাকে আইসিউতে রাখা হয়। পরদিন চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেছেন। আমার ভাইটাকে তারা মেরে ফেলল। এজাহার সূত্রে

জানা যায়, শুক্রবার রাতে চন্দ্রগঞ্জ থানাধীন পাঁচপাড়া গ্রামের পুকুরপাড় এলাকায় ছাত্রলীগ কর্মী সজীব, সাইফুল পাটোয়ারী, মো. রাফি ও সাইফুল ইসলাম জয়ের ওপর অতর্কিত হামলা চালায় অভিযুক্তরা। একপর্যায়ে সজীবকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এ সময় তাকে বাঁচাতে গেলে অন্যদের ওপরও গুলি চালানো হয়। পরে আহত অবস্থায় ওই চারজনকে সদর হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সজীব, সাইফুল ও রাফিকে ঢাকায় প্রেরণ করে। পুলিশ চন্দ্রগঞ্জের বিভিন্ন এলাকা থেকে স্বেচ্ছাসেবক লীগ নেতা তাজু ভূঁইয়াসহ ৩ জনকে গ্রেপ্তার করে। মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে তাদেরকে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠায়।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এবারও কথা শুনছেন না এমপি-মন্ত্রীর স্বজনরা সাংবাদিক মাহীকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ কেন নয়: হাইকোর্ট পেরুতে রাস্তা থেকে ৬৫০ ফুট খাদে পড়ল বাস, নিহত ২৫ দাবদাহের যন্ত্রণায় দেশ আ.লীগের প্রতিদ্বন্দ্বী আ.লীগ উপজেলা ভোটে সংঘাত-সহিংসতার আশঙ্কা ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে ইইউ হার্ভার্ডে উড়ল ফিলিস্তিনি পতাকা আসামিকে ওয়ারেন্ট দিতে গিয়ে প্রাণ গেল মার্কিন পুলিশের ৩ কর্মকর্তার রিজার্ভ নিয়ে কঠোর অবস্থানে আইএমএফ বাজেটের সুফল পেতে বন্ধ করতে হবে লুটপাট শিক্ষকরা কি বনসাই হয়ে থাকবেন? প্লাস্টিক বর্জ্যে ঢাকায় সড়ক নির্মাণ গরমে গলবে না, বর্ষায় ভাঙবে না– দাবি সওজের মহাবিপদ এড়াতে এখনই সাজাতে হবে পরিকল্পনা মে মাস শেষের আগেই ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে ইইউ সবকিছুতেই কেন আদালতের নিদের্শনা?–শিক্ষামন্ত্রী খুলনায় ১০ বছরের মধ্যে এপ্রিলে সর্বনিম্ন বৃষ্টি, বেড়েছে তাপদাহের স্থায়ি ব্যালন ডি’অর র‌্যাঙ্কিং: এগিয়ে বেলিংহাম-এমবাপ্পে, আছেন মেসিও যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো ন্যায়বিচারের পথ দেখাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠানে থাকছে না ‘ডাবল শিফট’ কক্সবাজারে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৬