ঘরের ভেতর সিসি ক্যামেরা নিষিদ্ধ করল এয়ারবিএনবি – U.S. Bangla News




ঘরের ভেতর সিসি ক্যামেরা নিষিদ্ধ করল এয়ারবিএনবি

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ১৩ মার্চ, ২০২৪ | ৯:৪২
রুম-ফ্ল্যাট শেয়ারিং সেবার কোম্পানি এয়ারবিএনবি বিশ্বজুড়ে তাদের অ্যাপের মাধ্যমে ভাড়া নেওয়া ঘর বা বাসার ভেতরে সিসি ক্যামেরা রাখার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। কোম্পানির সেবার নীতিমালায় আনা এই পরিবর্তন চলতি মার্চ মাসের শেষেই কার্যকর হবে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। বিবিসি লিখেছে, যুক্তরাষ্ট্রের জনপ্রিয় কমেডি শো স্যাটারডে নাইট লাইভে এয়ারবিএনবির একটি ব্যাঙ্গাত্মক বিজ্ঞাপন দেখানোর এক সপ্তাহের মাথায় কোম্পানির নীতিমালায় এ পরিবর্তনের ঘোষণা এলো। ওই বিজ্ঞাপনে টয়লেটেও লুকানো ক্যামেরা থাকার কথা বলা হয়। স্যাটারডে নাইট লাইভের ওই অংশটি ইউটিউবে দেখা হয়েছে ১ কোটি ৪০ লাখ বার। এয়ারবিএনবি বলছে, সিকিউরিটি ক্যামেরা নিয়ে নিয়ম আরও ‘সহজ’ করার পাশাপাশি অতিথিদের ব্যক্তিগত গোপনীয়তাকে অগ্রাধিকার দিতেই নীতিমালায় এ

পরিবর্তন। ঘরের ভেতর এসব নজরদারি ক্যামেরার উপস্থিতি নিয়ে বেশ কিছু দিন ধরেই উদ্বেগ জানিয়ে আসছিলেন এয়ারবিএনবি অ্যাপ ব্যবহারকারীরা। কোম্পানির কমিউনিটি পলিসি অ্যান্ড পার্টনারশিপ বিভাগের প্রধান, জুনিপার ডাউনস এক বিবৃতিতে বলেন, আমাদের অতিথি, হোস্ট এবং গোপনীয়তা বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করেই নীতিমালায় এ পরিবর্তন আনা হয়েছে। পুরো বিশ্বে আমাদের কমিউনিটির সবার জন্য এই নিয়মগুলো যথাযথ হচ্ছে কিনা, তা বুঝতে আমরা নিয়মিত মতামত নিয়ে যাব। এয়ারবিএনবির বর্তমান নীতিমালায় শোবার ঘর বা বাথরুমের মতো জায়গায় সিকিউরিটি ক্যামেরা রাখার সুযোগ নেই। তবে লিভিংরুম ও হলওয়ের মতো জায়গায়, যেখানে সবার যাতায়াত থাকে, সেখানে সিসি ক্যামেরা ব্যবহারের অনুমতি রয়েছে। তবে হোস্টকে সেই ক্যামেরা এবং তার অবস্থানের কথা অবশ্যই

জানিয়ে রাখতে হয়। নতুন নিয়মে সেই সুযোগ আর থাকছে না। বাড়ির ভেতরের দিকে মুখ করা কোনো ক্যামেরা যদি বাড়ির বাইরে থাকে, নতুন নীতিমালায় সেগুলোও নিষিদ্ধ করা হয়েছে। তবে ডোরবেল ক্যামেরা এবং বাসার কমন এরিয়ায় নয়েজ মনিটর রাখার সুযোগ বহাল রাখা হয়েছে। হোস্টকে তার বাসার বিবরণে অবশ্যই সেসব ডিভাইসের অবস্থান স্পষ্টভাবে জানিয়ে রাখতে হবে।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যেসব কারণে হঠাৎ ডিজেবল হয়ে যেতে পারে ফেসবুক পেজ-আইডি দেশের বিভিন্ন স্থানে গরমে তারতম্য যে কারণে টর্নোডোকে সাক্ষী রেখে প্রেম নিবেদন দ্বন্দ্ব নিরসন ও পুনর্গঠনে চোখ বিএনপির ইরাকি নারী টিকটকারের বিরুদ্ধে বিচার বিভাগের যে রায় ছিল ইসরাইলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন তুরস্কের নির্বাচনি প্রচারের সময় হিট স্ট্রোকে আ.লীগ নেতার মৃত্যু টানা পঞ্চম দফায় সোনার দাম কমল কুরবানি ঈদে এক কোটি ৩০ লাখ গবাদিপশু জোগান দেওয়া হবে: মন্ত্রী টানা পঞ্চম দফায় সোনার দাম কমল যুক্তরাষ্ট্র সফর স্থগিত করলেন এরদোগান নেতানিয়াহুকে গাজার কসাই বললেন এরদোগান এবার পদত্যাগ করতে যাচ্ছেন ইসরাইলের সেনাপ্রধান! ‘এই গরমে বড়রা টিকতে পারে না, বাচ্চারা কীভাবে ক্লাশ করবে’ রিকশাচালকদের মাঝে ছাতা পানি স্যালাইন বিতরণ করলেন ডিএনসিসি মেয়র ফের বিএসইসির চেয়ারম্যান শিবলী রুবাইয়াত হিট অফিসারকে নিয়ে ‘ট্রল’ করতে নিষেধ করলেন নূর গাজায় ইসরাইলি হামলায় আরও ২৭ ফিলিস্তিনি নিহত স্কুল-কলেজ কোথায় কখন বন্ধ থাকবে জানালেন মন্ত্রী নিউইয়র্কে বন্দুকধারীর গুলিতে ২ বাংলাদেশি নিহত