ইসরায়েলকে সহায়তা করায় জর্ডানে বিক্ষোভ – U.S. Bangla News




ইসরায়েলকে সহায়তা করায় জর্ডানে বিক্ষোভ

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ১৭ এপ্রিল, ২০২৪ | ৫:০২
ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রুখতে ইসরায়েলকে সহায়তা করায় জর্ডানে সরকারের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হয়েছে। ইরানের ছোড়া তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র যাতে ইসরায়েলে পৌঁছাতে না পারে সেই চেষ্টা করেছিল জর্ডান। গত শনিবার প্রথমবারের মতো ইসরায়েলের ভূখণ্ডে সরাসরি হামলা চালায় ইরান। জর্ডান সরকার এক বিবৃতিতে বলেছে, আত্মরক্ষার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। এগুলো (ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র) আমাদের জনগণ ও জনবহুল এলাকার জন্য হুমকিস্বরূপ ছিল। খবর ডয়চে ভেলে। হুসেইন নামে জর্ডানের এক ব্যক্তি বলেন, জর্ডান যেভাবে ইসরায়েলকে রক্ষা করেছে, তাতে আমি খুবই বিরক্ত। এখানকার অনেকেই এটা মেনে নিচ্ছেন না। আমরা ইরানকে সমর্থন করি না এবং গাজায় এখন যা ঘটছে, তার

পেছনে ইরানের বড় ভূমিকা আছে বলে মনে করি। কিন্তু গাজায় ইসরায়েলের কার্যক্রমে বাধা সৃষ্টি করে- এমন যেকোনো পদক্ষেপের সঙ্গে আমরা আছি। মারিয়াম নামের আম্মানের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বলেন, জর্ডানে ইরানের জনপ্রিয়তা নেই। কিন্তু আমি ইরানের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র জর্ডানের বাধা দেওয়া ও অনিচ্ছাকৃতভাবে এই যুদ্ধে জড়িয়ে পড়া প্রত্যাখ্যান করি। আম্মানের সামরিক বিশ্লেষক মাহমুদ রিদাসাদ বলেন, যে ঘটনা ঘটেছে, সেটিকে কখনো ইসরায়েলকে রক্ষার জন্য করা হয়েছে, তেমনটা বলা যাবে না; বরং জর্ডানের সার্বভৌমত্ব ও আকাশসীমা রক্ষার জন্য করা হয়েছে। কারণ, ড্রোন বা ক্ষেপণাস্ত্র কোথায় পড়বে, তা জানা যায় না। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসভিত্তিক থিংক ট্যাংক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ফিলিস্তিনবিষয়ক বিশ্লেষক তাহানি মুস্তফা জানান, ইসরায়েলে ইরানের

হামলার ঘটনা নিয়ে জর্ডানের নাগরিকেরা বিভক্ত। কারণ, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে জর্ডানের অর্থনৈতিক, কূটনৈতিক ও নিরাপত্তা সম্পর্ক নিয়ে মানুষ বিস্তারিত জানেন না। কারণ, এসব বিষয় নিয়ে এখানে বেশি লেখা হয় না। ২০২১ সালে যুক্তরাষ্ট্র ও জর্ডানের মধ্যে একটি প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সই হয়েছিল। কিন্তু এ ক্ষেত্রে জর্ডানের সংসদের অনুমোদন নেওয়া হয়নি বলে সমালোচনা রয়েছে। এই চুক্তির আওতায় মার্কিন সামরিক বাহিনীর সদস্য, পরিবহন ও বিমান বাধা ছাড়াই জর্ডানে ঢুকতে ও ঘুরে বেড়াতে পারবে। গাজা নিয়ে আম্মানে বিক্ষোভ শুরুর পর অনেকে জর্ডান থেকে মার্কিনদের তাড়িয়ে দেওয়ার কথা বলতে শুরু করেন বলে জানান তাহানি মুস্তফা। কয়েক সপ্তাহ ধরে আম্মানে ইসরায়েলের দূতাবাসের সামনে জড়ো হয়ে কয়েক

হাজার স্থানীয় মানুষ বিক্ষোভ প্রদর্শন করছেন। তাঁরা ১৯৯৪ সালে ইসরায়েল ও জর্ডানের মধ্যে সই হওয়া শান্তি চুক্তি বাতিলেরও আহ্বান জানান।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এবারও কথা শুনছেন না এমপি-মন্ত্রীর স্বজনরা সাংবাদিক মাহীকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ কেন নয়: হাইকোর্ট পেরুতে রাস্তা থেকে ৬৫০ ফুট খাদে পড়ল বাস, নিহত ২৫ দাবদাহের যন্ত্রণায় দেশ আ.লীগের প্রতিদ্বন্দ্বী আ.লীগ উপজেলা ভোটে সংঘাত-সহিংসতার আশঙ্কা ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে ইইউ হার্ভার্ডে উড়ল ফিলিস্তিনি পতাকা আসামিকে ওয়ারেন্ট দিতে গিয়ে প্রাণ গেল মার্কিন পুলিশের ৩ কর্মকর্তার রিজার্ভ নিয়ে কঠোর অবস্থানে আইএমএফ বাজেটের সুফল পেতে বন্ধ করতে হবে লুটপাট শিক্ষকরা কি বনসাই হয়ে থাকবেন? প্লাস্টিক বর্জ্যে ঢাকায় সড়ক নির্মাণ গরমে গলবে না, বর্ষায় ভাঙবে না– দাবি সওজের মহাবিপদ এড়াতে এখনই সাজাতে হবে পরিকল্পনা মে মাস শেষের আগেই ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে ইইউ সবকিছুতেই কেন আদালতের নিদের্শনা?–শিক্ষামন্ত্রী খুলনায় ১০ বছরের মধ্যে এপ্রিলে সর্বনিম্ন বৃষ্টি, বেড়েছে তাপদাহের স্থায়ি ব্যালন ডি’অর র‌্যাঙ্কিং: এগিয়ে বেলিংহাম-এমবাপ্পে, আছেন মেসিও যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো ন্যায়বিচারের পথ দেখাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠানে থাকছে না ‘ডাবল শিফট’ কক্সবাজারে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৬