সেপ্টেম্বরে প্রবাসী আয়ে লাফ, বাড়ল ৮০ শতাংশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ অক্টোবর, ২০২৪
     ৮:০০ পূর্বাহ্ণ

সেপ্টেম্বরে প্রবাসী আয়ে লাফ, বাড়ল ৮০ শতাংশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ অক্টোবর, ২০২৪ | ৮:০০ 131 ভিউ
আগের বছরের সেপ্টেম্বরের চেয়ে চলতি বছরের সেপ্টেম্বরে ৮০ শতাংশ বেশি প্রবাসী আয় এলো। গত মাসে প্রবাসীরা পাঠান ২৪০ কোটি ৪৭ লাখ ৯০ হাজার মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২০ টাকা) যা ২৮ হাজার ৮৫ কোটি ৪৮ লাখ টাকা। আগের বছরের সেপ্টেম্বর মাসে প্রবাসীরা পাঠান ১৩৩ কোটি ৪৩ লাখ ৫০ হাজার ডলার। মঙ্গলবার (০১ অক্টোবর) প্রবাসী আয়ের এ তথ্য প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক। ছাত্র আন্দোলনে তৎকালীন শেখ হাসিনার সরকারকে অসহযোগিতার অংশ হিসেবে প্রবাসীরা বৈধ পথে আয় পাঠানো কমিয়ে দেন। ফলে জুলাই মাসে প্রবাসী আয় কমে ১৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার ডলারে দাঁড়ায়। এরপর শেখ হাসিনার পতন হলে আগস্ট মাসে প্রবাসী আয় বেড়ে ২২২

কোটি ৪১ লাখ ৫০ হাজার ডলারে দাঁড়ায়। এরই ধারাবাহিকতায় সদ্য বিদায়ী সেপ্টেম্বর মাসে প্রবাসী আয় আবারও বাড়ল। তবে চলতি বছরের জুনের চেয়ে সেপ্টেম্বর মাসের প্রবাসী আয় কম। জুনে প্রবাসী আয় আসে ২৫৩ কোটি ৮৬ ডলার। আগের বছরের সেপ্টেম্বরে প্রবাসী আয় প্রায় চার বছরের সর্বনিম্ন পর্যায়ে নামে। তখন বৈধ পথে ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় পাঠাতে প্রবাসী আয়ের ডলারের দাম বাড়ানোসহ সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছিল। কিন্তু গত জুলাইয়ের আন্দোলনে আয় আবারো কমে। বাংলাদেশ ব্যাংকের প্রবাসী আয়ের তথ্য পর্যালোচনা করলে দেখা যায়, সেপ্টেম্বর মাসে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে আসে ৬৩ কোটি ৮২ লাখ ৫০ হাজার ডলার। কৃষি ব্যাংকের মাধ্যমে প্রবাসী আয় আসে ১০ কোটি ৯৯ লাখ

৮০ হাজার ডলার। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে আসে ১৬৫ কোটি ৩ লাখ ৫০ হাজার ডলার। আর বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় আসে ৬২ লাখ ১০ হাজার ডলার। তথ্য বলছে, চলতি ২০২৪-২৫ অর্থ বছরের জুলাই-সেপ্টেম্বর তিন মাসে প্রবাসী আয় এসেছে ৬৫৪ কোটি ২৭ লাখ ১০ হাজার ডলার বা ৬ দশমিক ৫৪ বিলিয়ন ডলার। প্রবাসী আয় সংগ্রহকারী একাধিক বাণিজ্যিক ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা মনে করছেন, প্রবাসী আয়ের বর্তমান ধারা অব্যাহত থাকলে বছর শেষে প্রবাসী আয় ২৫ বিলিয়ন ডলার অতিক্রম করবে। যা হবে একক বছর হিসেবে সর্বোচ্চ প্রবাসী আয় আসা বছর।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৭৫ মেগাওয়াট অন্ধকার : এনজিও অভিজ্ঞতায় দেশ চালানোর ফলাফল প্রতিদিন এগারোটা খুন: জুলাই সন্ত্রাসীদের রক্তাক্ত উপহার বাংলাদেশকে ঘাঁটি করে ভারতে হামলার ছক হাফিজ সইদের, কাশ্মীরের নামে মহিলা আত্মঘাতী বাহিনী গড়ছে জৈশ রাশিয়ার গচ্ছিত সম্পদ জব্দে বেলজিয়ামকে রাজি করাতে ব্যর্থ ইইউ, মস্কোর হুঁশিয়ারি জারি আওয়ামী লীগ-জাপাকে নির্বাচনের বাইরে রাখলে ভোটে যাবেন না কাদের সিদ্দিকী, রাজনীতির মোড় কী ঘুরছে? আওয়ামী লীগের বিরুদ্ধে সব মামলা তুলে নেওয়ার ঘোষণা দিলেন মির্জা ফখরুল ইউনূস সরকারের আমলে বাড়ছে অপরাধ, বাড়ছে নিরাপত্তাহীনতাঃ অক্টোবরে ৫% বৃদ্ধি ‘অন্যায় বিচার প্রক্রিয়া’ নিয়ে জাতিসংঘে শেখ হাসিনার আইনজীবী প্যানেলের জরুরি আবেদন বিএনপিকেই বেছে নিতে হবে পথ: গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা, নাকি দলের ভবিষ্যৎ ঝুঁকির মুখে ফেলা ক্যাপিটাল হিল থেকে শেখ হাসিনার ফোনালাপ: বিবিসির ‘নিরপেক্ষতা’ নিয়ে প্রশ্ন ‘সি’ গ্রেডের গভর্নরে চলছে কেন্দ্রীয় ব্যাংক ইরানে নজিরবিহীন খরা, তেহরানে তীব্র পানি সংকট পাঁচটা ক্যাচ ছাড়ল বাংলাদেশ, সিলেট টেস্টে সমান তালে লড়ছে আয়ারল্যান্ড ইউনূস এবং শান্তির মূল্য দিল্লি হামলায় শেখ হাসিনার নিন্দাঃ জঙ্গিবাদ ও আঞ্চলিক সন্ত্রাসবাদ এর বিরুদ্ধে দৃঢ় অবস্থানের ঘোষণা দায়িত্বরত ইনচার্জ ছাড়া মোবাইল ব্যবহার করতে পারবেন না অন্য পুলিশ সদস্যরা গোপালগঞ্জ কিলিং তদন্ত প্রতিবেদন: জনতা-এনসিপি উভয়পক্ষ দায়ী, মামলা-গ্রেপ্তার শুধু গোপালগঞ্জবাসীর বিরুদ্ধে! ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির সমর্থনে উত্তাল নিউইয়র্ক, প্রবাসীদের বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন ইসলামাবাদে জেলা আদালতের বাইরে আত্মঘাতী হামলা: ১২ জন নিহত, ২৭ জন আহত *জনগণের প্রত্যাশা থেকে বিচ্ছিন্ন জুলাই সনদ, প্রতিশ্রুতির স্থলে প্রতারণা*