সকালে ফলের রস পান করছেন? জেনে নিন ক্ষতিগুলো – ইউ এস বাংলা নিউজ




সকালে ফলের রস পান করছেন? জেনে নিন ক্ষতিগুলো

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ সেপ্টেম্বর, ২০২৪ | ৫:০১ 54 ভিউ
সকালের নাশতায় অধিকাংশ সময় তাজা ফলের রস বেছে নেন অনেকেই। আবার যারা নিয়মিত ডায়েট করছেন, পুষ্টিকর খাবার খাচ্ছেন তারাও বেছে নেন। কখনো কমলালেবু, কখনো আনারস, বেদানার রস পান করেন। এবং তারা ভাবেন খুব পুষ্টিকর খাওয়া দাওয়া চলছে। এদিকে চিকিৎসকেরা বলছেন ভিন্ন কথা। ফলের রস পান করে লাভের চাইতে ক্ষতিই হচ্ছে বেশি। ভারতীয় চিকিৎসক বিশাখা শিবদাসানি মনে করেন, এক গ্লাস ফলের রস খাওয়া আর এক গ্লাস সোডা জাতীয় কোমল পানীয় পানের মধ্যে বিশেষ পার্থক্য নেই। কারণ ২৪০ মিলিলিটারের মিষ্টি কোমল পানীয়ে থাকে ১১০ ক্যালোরি এবং ২০-২৬ গ্রাম পর্যন্ত চিনি। গবেষণা বলছে, ২৪০ মিলিলিটার ফলের রসেও ওই একই পরিমাণ চিনি থাকে।

শুধু প্যাকেটজাত ফলের রস নয়, তাজা ফলের রসেও চিনির পরিমাণ বেশি থাকে। ফলের রসে চিনি থাকার কারণ ফলে গ্লুকোজ, ফ্রুকটোজ ও সুক্রোজ থাকে, যা আদতে কার্বোহাইড্রেটেরই উপাদান। ফল খাওয়ার পর তা নানান প্রক্রিয়ায় ভেঙে সব পুষ্টি উপাদান যথাস্থানে পৌঁছে। পৌঁছে ফলে থাকা উপকারী ফাইবারও। কিন্তু ফল থেকে ছেঁকেচ শুধু রসটুকু বের করা হলে তাতে আর উপকারী ফাইবার থাকে না। ফাইবারের পরিবর্তে পড়ে থাকে ফ্রুকটোজ, গ্লুকোজ আর সুক্রোজ, যা চিনিরই সমান। যেসব ক্ষতি হচ্ছে সকালে ছোট এক গ্লাস ফলের রস পান করা মানে ২৬ গ্রাম চিনি খাওয়া। যা ৬ চা চামচ চিনির থেকেও বেশি। স্বাস্থ্য ভালো রাখতে যেখানে পৃথিবী জুড়ে খাবারে চিনির পরিমাণ

কমানোর পরামর্শ দেওয়া হচ্ছে, সেখানে স্বাস্থ্যকর খাবার ভেবে সকাল সকাল এত চিনি খাওয়া ক্ষতিকরই বটে। চিকিৎসক বিশাখা মনে করেন সকালে ফলের রস পান করলে মোটা হওয়া থেকে শুরু করে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধিসহ অন্যান্য সমস্যা হতে পারে। বেশি চিনি খেলে যেসব ক্ষতি হয়, তাজা ফলের রস পানেও সেসব ক্ষতি হতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কাল যুক্তরাষ্ট্রে যাচ্ছেন মোদি গুয়েতেমালায় বাস উল্টে নিহত ৫১ ধর্মসভায় অতিথি করা নিয়ে বিরোধে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা ‘আমি বাংলায় গান গাই’ গানের শিল্পীর শারীরিক অবস্থার অবনতি দৌলতপুরে যুবককে গুলি করে হত্যা ‘বলার মতো’ অগ্রগতির প্রতীক্ষায় ১৩ বছর প্রমিস ডে-তে আজ প্রিয়জনকে প্রতিশ্রুতি দিন ডিসেম্বরের মধ্যে নির্বাচন, আশ্বস্ত করল সরকার চীনে বিয়ে কমার রেকর্ড, বাড়ছে বিচ্ছেদ স্টিল-অ্যালুমিনিয়ামে ২৫ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের গাজা নিয়ে হামাসের হুঁশিয়ারি ‘ননী ছিঃ ছিঃ ছিঃ’ থেকে রেহাই পেল না ভারত-ইংল্যান্ড ম্যাচও শহীদ মিনারে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অবস্থান ফের র‌্যাম্পে রুনার ঝলক, নজর কাড়লেন ১০ ছবিতে ‘গাজা স্টাইলে’ পশ্চিম তীরেও ফিলিস্তিনিদের গুলি করে মারছে ইসরাইল ৩ মাসেও পূর্ণাঙ্গ হয়নি বাফুফের কমিটি ৫.১ মাত্রার ভূমিকম্পে কাঁপল মরক্কো শতাধিক দেশের অংশগ্রহণে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলন, নেপথ্যে কী? ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্ব সংক্রান্ত আদেশ আটকে দিল আদালত গাজা সংকট নিয়ে পাকিস্তান ও সৌদি আরবের উদ্যোগে ওআইসির জরুরি বৈঠক