![](https://usbangla24.news/wp-content/themes/pitwmeganews/pitw-assets/pitw-image/user_default.png)
ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
![](https://usbangla24.news/wp-content/uploads/2025/02/WhatsApp-Image-2025-02-05-at-81429-PM-2502051415.webp)
আবারো ছাত্র-জনতাকে ব্যঙ্গ করে শাওনের ফেসবুক স্ট্যাটাস!
![](https://usbangla24.news/wp-content/uploads/2025/02/Untitled-4-67a34f79787a8.jpg)
জুটি বাঁধছেন পাকিস্তানের জনপ্রিয় দুই শিল্পী
![](https://usbangla24.news/wp-content/uploads/2025/02/kanye-west-1738676012.webp)
স্ত্রীকে নগ্ন হওয়ার নির্দেশ কি কানইয়ের অ্যালবামের প্রচার?
![](https://usbangla24.news/wp-content/uploads/2025/02/Untitled-1-Recovered-67a2347a211b3.jpg)
পপির স্বামী কে এই আদনান উদ্দিন কামাল?
![](https://usbangla24.news/wp-content/uploads/2025/02/Untitled-4ুিািপযট-67a21c01756a6.png)
বিয়ের পর কেন ‘গৃহবন্দি’ ছিলেন পপি, জানা গেল কারণ
![](https://usbangla24.news/wp-content/uploads/2025/02/6-1-2502040942.webp)
ছাত্রের সঙ্গে বিয়ের ইস্যুতে এবার চরম সিদ্ধান্ত নিলেন অধ্যাপিকা পায়েল!
![](https://usbangla24.news/wp-content/uploads/2025/02/14-2502020655.webp)
জেনিফার অ্যানিস্টনের ফিটনেস ঠিক রাখার গোপন রহস্য!
সকলেই প্রেমে পড়তেন যে অভিনেতার!
![](https://usbangla24.news/wp-content/uploads/2024/11/৭-3-2411262131.jpg)
বলিউডের প্রথম সারির অভিনেতা না হওয়া সত্ত্বেও বলিউড অভিনেতা তাকে নিয়ে উন্মাদনা ছিল তুঙ্গে। কেউ চেয়ে ছিলেন প্রেম করতে কেউবা বিয়ে করতে। সেই তালিকায় ছিলেন মালাইকা অরোরা, একতা কাপুর, ফারহা খানের মতো অভিনেত্রীরা। কিন্তু কে সে? তিনি চাঙ্কি পান্ডে।
কিছুদিন আগে জমকালো পার্টির মাধ্যমে নিজের ৬০তম জন্মদিন উদযাপন করেন চাঙ্কি পান্ডে। যেখানে তার ইন্ডাস্ট্রির বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যরা অংশগ্রহণ করে। চাঙ্কির জন্মদিনে মালাইকা তার সঙ্গে এক পুরনো ছবি পোস্ট করে লিখেছিলেন, ‘আমার প্রথম ক্রাশকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।’
এখানেই কিন্তু শেষ নয়। প্রযোজক ও বালাজির প্রধান একতা কাপুর তো সরাসরি চাঙ্কিকে বিয়ে করার সুপ্ত বাসনার কথাও লিখেছিলেন ইনস্টাগ্রামে। পোস্টে
তিনি লিখেন, ‘কয়েক বছর আগে আমি চাঙ্কিকে দেখে লজ্জায় লার হয়ে যেতাম। যদি চাঙ্কি তখন সাড়া দিত, তবে আজ বলিউডের একজনের স্ত্রী হতাম। শুভ জন্মদিন।' এছাড়া ফারাহ খানও চাঙ্কির চাঙ্কির প্রতি ভালো লাগার কথা জানিয়েছিলেন। বাবা চাঙ্কির কিছু ছবি শেয়ার করেছিলেন মেয়ে অনন্যা পান্ডে। জন্মদিন উপলক্ষে লিখেছিলেন বেশ কিছু কথাও। সেই পোস্টের উত্তরে ফারহা লেখেন, ‘আমি তোমার মা হতে পারতাম।’ চাঙ্কি পান্ডের এই তারকাখচিত জন্মদিনের অনুষ্ঠানে গৌরি খান, সুজান খান, সালমান খান, ফারদিন খানসহ আরও অনেক তারকা উপস্থিত ছিলেন।
তিনি লিখেন, ‘কয়েক বছর আগে আমি চাঙ্কিকে দেখে লজ্জায় লার হয়ে যেতাম। যদি চাঙ্কি তখন সাড়া দিত, তবে আজ বলিউডের একজনের স্ত্রী হতাম। শুভ জন্মদিন।' এছাড়া ফারাহ খানও চাঙ্কির চাঙ্কির প্রতি ভালো লাগার কথা জানিয়েছিলেন। বাবা চাঙ্কির কিছু ছবি শেয়ার করেছিলেন মেয়ে অনন্যা পান্ডে। জন্মদিন উপলক্ষে লিখেছিলেন বেশ কিছু কথাও। সেই পোস্টের উত্তরে ফারহা লেখেন, ‘আমি তোমার মা হতে পারতাম।’ চাঙ্কি পান্ডের এই তারকাখচিত জন্মদিনের অনুষ্ঠানে গৌরি খান, সুজান খান, সালমান খান, ফারদিন খানসহ আরও অনেক তারকা উপস্থিত ছিলেন।