ফেসবুকে প্রেমের অভিনয় করে যুবকের সর্বস্ব লুট – U.S. Bangla News




ফেসবুকে প্রেমের অভিনয় করে যুবকের সর্বস্ব লুট

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ১২ নভেম্বর, ২০২৩ | ৫:১০
রাজধানীর ডেমরায় ফেক ফেসবুক আইডি দিয়ে প্রেমের অভিনয় করে রাসেল মিয়া (২৮) নামের এক যুবকের সর্বস্ব লুটে নেওয়ার ঘটনায় ঘটেছে। জানা গেছে, ফেক ফেসবুক আইডির মাধ্যমে মেয়ে সেজে একটি চক্র রাসেলের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে। একপর্যায়ে শুক্রবার রাতে মিরপাড়া সংলগ্ন বালুর মাঠে শেরপুর থেকে ফেসবুকের সেই কথিত প্রেমিকার সঙ্গে দেখা করতে আসলে রাসেল ডাকাত চক্রের কবলে পড়েন। এ ঘটনায় ওই রাতেই চক্রটির তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। পরে শনিবার সকালে তাদের আদালতে পাঠানো হলে বিকালে তাদের কারাগারে পাঠানো হয়। গ্রেফতাররা হলেন- ডেমরা ব্রিজ সংলগ্ন সুলতান মিয়ার ছেলে মো. আল আমিন বাবু (৩০), পার্শ্ববর্তী মিরপাড়ার মো. বাবুর ছেলে মো. সজল হোসেন (২৮)

ও আব্বাস আলীর ছেলে মো. রাব্বি (২৭)। এ ঘটনায় ডেমরা এলাকার গোলাম হোসাইনের ছেলে মো. শাকিল (২৩) পালিয়ে যান। এ বিষয়ে শুক্রবার রাতেই ভুক্তভোগী রাসেল ওই চক্রের বিরুদ্ধে দস্যুতা সংগঠন করার অপরাধে মামলা করেন। প্রত্যক্ষদর্শী ও বাদির বরাতে বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) সুব্রত কুমার পোদ্দার বলেন, ফেক প্রেমিকার সঙ্গে শেরপুর থেকে ডেমরায় দেখা করতে আসলে চক্রের ৪ জন অন্ধকারে প্রথমে রাসেলকে বেধড়ক মারধর করে। এ সময় ভয়ভীতি দেখিয়ে তার কাছ থেকে নগদ ৬ হাজার টাকা, ১টি স্মার্টফোন (যার মূল্য ১০ হাজার টাকা) ও ১টি বাটন মোবাইল ফোন (যার মূল্য ২ হাজার টাকা) লুটে নেয়। পুলিশ পরিদর্শক

জানান, স্থানীয়রা দূর থেকে বিষয়টি টের পেয়ে দ্রুত পুলিশে খবর দিলে চক্রের ৩ জনকে আটক করে পুলিশ। এ সময় ওই ৩ জনের কাছ থেকে ১টি চাকু, লুটে নেওয়া টাকা ও বাটন মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। এ সময় স্মার্টফোনসহ শাকিল পালিয়ে যায়।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পরিবেশ নৈতিকতা চর্চা না হলে পরিবেশের মূল্যবান উপাদানগুলো হারিয়ে যাবে : সেমিনারে বক্তারা পাটকলগুলো নিয়ে নতুন করে চিন্তা করছে সরকার : নানক শুদ্ধাচার নিশ্চিতকরণ ছাড়া এসডিজি অর্জন সম্ভব নয় : চট্টগ্রামে টিআইবি সোনালী আঁশ পাটের সুদিন ফিরিয়ে আনতে চাই : বস্ত্র ও পাট মন্ত্রী ফায়ার সার্ভিস ও আবহাওয়া অধিদপ্তরকে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে অন্তর্ভুক্তির সুপারিশ স্থায়ী কমিটির স্মার্ট দেশ উপহার দিতে নিরন্তর কাজ করছে সরকার : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বরিশালে অচিরেই আন্তর্জাতিক ক্রিকেট আসর বসবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী কুর্দি নেতাকে ৪২ বছরের কারাদণ্ড গাজা যুদ্ধে নিহত ৩৫ সহস্রাধিক ফিলিস্তিনী জীবন দিয়ে দেশ বিরোধী অপশক্তিকে মোকাবেলা করবো : নাছিম সাংবাদিক প্রবেশের বিষয় স্পষ্ট করলো বাংলাদেশ ব্যাংক তরুণরাই স্মার্ট বাংলাদেশের অভিযাত্রার সূর্য সারথি : তথ্য ও সম্প্রচার সচিব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম বার্ষিকী উদযাপিত আগামী অর্থবছরের বাজেট সংকটেও উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা রিজার্ভে স্পর্শকাতর তথ্য বিক্রি করেন র‌্যাব-এটিইউর দুই কর্মকর্তা বিদেশে ৬ লাখ ৩৫ হাজার কোটি টাকা ঋণের খোঁজ বকেয়া ভূমি উন্নয়ন কর ৪৪৮ কোটি টাকা রণক্ষেত্র এখন জাবালিয়া, ইসরাইল-হামাস তুমুল লড়াই রাজধানীতে দাপটে চলছে ব্যাটারির রিকশা সিলেটে নতুন হোল্ডিং ট্যাক্স বাতিল হচ্ছে না