ফেসবুকে প্রেমের অভিনয় করে যুবকের সর্বস্ব লুট

১২ নভেম্বর, ২০২৩ | ৫:১০ পূর্বাহ্ণ
অনলাইন নিউজ ডেস্ক , ইউ এস বাংলা ২৪

রাজধানীর ডেমরায় ফেক ফেসবুক আইডি দিয়ে প্রেমের অভিনয় করে রাসেল মিয়া (২৮) নামের এক যুবকের সর্বস্ব লুটে নেওয়ার ঘটনায় ঘটেছে। জানা গেছে, ফেক ফেসবুক আইডির মাধ্যমে মেয়ে সেজে একটি চক্র রাসেলের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে। একপর্যায়ে শুক্রবার রাতে মিরপাড়া সংলগ্ন বালুর মাঠে শেরপুর থেকে ফেসবুকের সেই কথিত প্রেমিকার সঙ্গে দেখা করতে আসলে রাসেল ডাকাত চক্রের কবলে পড়েন। এ ঘটনায় ওই রাতেই চক্রটির তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। পরে শনিবার সকালে তাদের আদালতে পাঠানো হলে বিকালে তাদের কারাগারে পাঠানো হয়। গ্রেফতাররা হলেন- ডেমরা ব্রিজ সংলগ্ন সুলতান মিয়ার ছেলে মো. আল আমিন বাবু (৩০), পার্শ্ববর্তী মিরপাড়ার মো. বাবুর ছেলে মো. সজল হোসেন (২৮) ও আব্বাস আলীর ছেলে মো. রাব্বি (২৭)। এ ঘটনায় ডেমরা এলাকার গোলাম হোসাইনের ছেলে মো. শাকিল (২৩) পালিয়ে যান। এ বিষয়ে শুক্রবার রাতেই ভুক্তভোগী রাসেল ওই চক্রের বিরুদ্ধে দস্যুতা সংগঠন করার অপরাধে মামলা করেন। প্রত্যক্ষদর্শী ও বাদির বরাতে বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) সুব্রত কুমার পোদ্দার বলেন, ফেক প্রেমিকার সঙ্গে শেরপুর থেকে ডেমরায় দেখা করতে আসলে চক্রের ৪ জন অন্ধকারে প্রথমে রাসেলকে বেধড়ক মারধর করে। এ সময় ভয়ভীতি দেখিয়ে তার কাছ থেকে নগদ ৬ হাজার টাকা, ১টি স্মার্টফোন (যার মূল্য ১০ হাজার টাকা) ও ১টি বাটন মোবাইল ফোন (যার মূল্য ২ হাজার টাকা) লুটে নেয়। পুলিশ পরিদর্শক জানান, স্থানীয়রা দূর থেকে বিষয়টি টের পেয়ে দ্রুত পুলিশে খবর দিলে চক্রের ৩ জনকে আটক করে পুলিশ। এ সময় ওই ৩ জনের কাছ থেকে ১টি চাকু, লুটে নেওয়া টাকা ও বাটন মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। এ সময় স্মার্টফোনসহ শাকিল পালিয়ে যায়।