মসজিদে লাউড স্পিকার নিষিদ্ধ, যেভাবে আজান শুনছেন মুম্বাইয়ের মুসলিমরা – ইউ এস বাংলা নিউজ




মসজিদে লাউড স্পিকার নিষিদ্ধ, যেভাবে আজান শুনছেন মুম্বাইয়ের মুসলিমরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ জুলাই, ২০২৫ | ১১:৪৪ 17 ভিউ
ভারতের মুম্বাইয়ের মসজিদগুলোতে লাউড স্পিকারে আজান দেয়া নিষিদ্ধ করেছে সেখানকার প্রশাসন। এর আগে, মুম্বাই পুলিশ কমিশনার দেবন ভারতি জানিয়েছিলেন, শহরের সমস্ত ধর্মীয় স্থানে থাকা লাউড স্পিকার সরিয়ে ফেলা হয়েছে, যার ফলে মুম্বাই এখন ‘লাউড স্পিকার-মুক্ত’ একটি শহর। এমন পরিস্থিতিতে বসে নেই স্থানীয় মুসলিমরা। তারা মসজিদের আজান শোনার বিকল্প ব্যবস্থা তৈরি করে নিয়েছেন। ভারতীয় একাধিক সংবাদমাধ্যম থেকে জানা গেছে, মুম্বাইয়ের বেশকিছু মসজিদের উদ্যোগে একটি বিশেষ মোবাইল ফোন অ্যাপ্লিকেশন তৈরি করা হয়েছে। এর মাধ্যমে যার যার মসজিদের পাঁচ ওয়াক্ত আজান মুসল্লিদের মোবাইলে সরাসরি শোনা যাবে। অ্যাপ্লিকেশনটি তৈরি করেছে তামিলনাড়ুর একটি পেশাদার কোম্পানি। এটি বিনামূল্যে মুসল্লিদের মোবাইল ফোনে সেটআপ করা যাবে। এখন এটি অ্যান্ড্রয়েড ডিভাইস ও আইফোনে উপলব্ধ। এটি

অনেকটা স্মার্ট ওয়াচ অ্যালার্ট সিস্টেমের মতো কাজ করে। একবার ইনস্টল ও কনফিগারেশন হলে স্বয়ংক্রিয়ভাবে চলবে অ্যাপ্লিকেশনটি। এ প্রসঙ্গে স্থানীয় মাহিম জুমা মসজিদের ব্যবস্থাপনা ট্রাস্টি ফাহাদ খলিল পাঠান জানান, ‘লাউড স্পিকারের বিরুদ্ধে পুলিশের কঠোরতার কারণে এই উদ্যোগ নেয়া হয়েছে। তাদের মসজিদেও এখন উচ্চস্বরে আজান দেয়া হচ্ছে না।’ ফলে মুসল্লিদের মধ্যে বিশেষ এই অ্যাপটির ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। তিনি বলেন, ‘তারপরও ঐতিহ্যবাহী যে পদ্ধতিতে দৈনিক পাঁচ ওয়াক্ত আজান শোনা যেত, মুসল্লিরা এখন ভীষণভাবে সেটার অভাব অনুভব করছেন।’ উল্লেখ্য, মসজিদে লাউড স্পিকার নিষিদ্ধ কার্যক্রম প্রসঙ্গে মুম্বাই পুলিশ কমিশনার আরো বলেছিলেন, শহর থেকে প্রায় দেড় হাজারটি লাউড স্পিকার হাটানো হয়েছে এবং পুলিশ নিশ্চিত করবে যে ভবিষ্যতে ফের এসব জায়গায়

স্পিকার স্থাপন করা হবে না। দেবন ভারতি জানান, তবে ধর্মীয় উৎসবগুলোর সময় লাউড স্পিকারের ব্যবহারে অস্থায়ীভাবে অনুমোদন থাকবে। এটি একটি গুরুত্বপূর্ণ আইনগত পদক্ষেপ, যা চলতি বছরের জানুয়ারিতে মুম্বাই হাই কোর্টের নির্দেশনার ভিত্তিতে গৃহীত হলো। মুম্বাই হাই কোর্ট জানিয়েছিল যে, লাউড স্পিকার ব্যবহারকে কোনো ধর্মই আবশ্যক মনে করে না। দুইটি হাউজিং অ্যাসোসিয়েশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই হুকুম জারি করে। হাউজিং অ্যাসোসিয়েশনগুলোর অভিযোগ ছিল, মসজিদগুলোতে আজান দেয়াসহ অন্যান্য ধর্মীয় আচার অনুষ্ঠানের জন্য ব্যবহৃত লাউড স্পিকার ব্যবহারের ফলে শব্দ দূষণ হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভূমি ধসের কারণে ঝুঁকিতে ‘নান্দনিক’ সিন্দুকছড়ি-জালিয়াপাড়া সড়ক নির্বাচনের প্রচারে পোস্টার বাদ দেওয়ার প্রস্তাবে বিএনপি–এনসিপির দ্বিমত মৌসুমী বায়ুর প্রভাবে ঢাকায় বৃষ্টি, চলবে ৯ জুলাই পর্যন্ত বিগ, বিউটিফুল বিলকে আইনে রূপ দিলেন ট্রাম্প টিভিতে মোবাইলে কোন খেলা কোথায় দেখবেন ক্লাব বিশ্বকাপে সবার আগে সেমিফাইনালে ব্রাজিলের ক্লাব টেক্সাসে বন্যায় ১৩ জনের মৃত্যু চুয়াডাঙ্গায় তেলবাহী ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩, আহত ৫ গোলকিপারের ভুলে চারে দুই হলো না ব্রাজিলের কঠোর খামেনি, ইরান ছাড়ল জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক দল ইউক্রেনে ‘রাসায়নিক অস্ত্র’ ব্যবহার করেছে রাশিয়া! আন্তর্জাতিক পুরস্কারজয়ী কামার-সারার ‘অন্যদিন…’ আসছে ১১ জুলাই মা হতে চান, যুদ্ধবিধ্বস্ত এলাকা থেকে সন্তান দত্তক নেওয়ার পরিকল্পনা ছিল জয়া আহসানের! ত্বকের যত্ন আর কখন করবেন, ৩০ পেরোলে? জারিন তাসনিমার একক চিত্র প্রদর্শনী ‘মাটি, মূর্তি ও মানস’ ৫ ঘণ্টা পর খুলনার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক চবিতে শিক্ষককে ঘিরে বিক্ষোভ, ‘মব’ সৃষ্টির অভিযোগ জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ-যোগ্য’ লোককে ভোট দিতে বললেন পুলিশ কর্মকর্তা ডেঙ্গু নিয়ে হাসপাতালে আরও ২০৪ জন, অর্ধেকই বরিশাল বিভাগের পিএসসি সংস্কার দাবিতে শাহবাগ ‘ব্লকেড’, পুলিশের সঙ্গে হাতাহাতি