
ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর

কট্টর হিন্দুত্ববাদী আরএসএস ‘প্রচারকরা’ কেন বিয়ে করতে পারেন না?

আফগানিস্তানে পরিত্যক্ত মার্কিন অস্ত্র এখন জঙ্গিদের হাতে

গাজার যুদ্ধাহত শিশুর ছবি বিশ্বসেরা

জোট সরকারে থাকছেন না বিলাওয়াল

আসাদকে সিরিয়ায় প্রত্যার্পণে রাশিয়ার অস্বীকৃতি

রুশ নাগরিকের মুক্তিতে হামাসের ভূমিকার প্রশংসা করলেন পুতিন

ইরাকে প্রবল বালুঝড় : অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ৩ হাজার ৭ শতাধিক
পশ্চিমবঙ্গে সহিংসতা, ইন্টারনেট বন্ধ

ওয়াক্ফ আইন চ্যালেঞ্জ করে হওয়া মামলার শুনানি ১৬ এপ্রিল সুপ্রিম কোর্টে শুরু হতে পারে। এ মামলা-সংক্রান্ত বিষয়ে কেন্দ্রীয় সরকার মঙ্গলবার সুপ্রিম কোর্টে এক ক্যাভিয়েট দাখিল করেছে। সরকার অনুরোধ করেছে, মামলার রায় দেওয়ার আগে তাদের বক্তব্য যেন শোনা হয়।
এনডিটিভি জানায়, এই আইনের সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে ইতোমধ্যেই অন্তত ১৫টি মামলা করা হয়েছে। মামলাগুলো দ্রুত শোনার আরজি জানিয়েছিলেন আবেদনকারীরা। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না আবেদনকারীদের বলেছিলেন, সর্বোচ্চ আদালতের ব্যবস্থা অনুযায়ী মামলা লিপিবদ্ধ করা হবে। মঙ্গলবার এনডিটিভি জানায়, ১৬ এপ্রিল মামলা শুনতে সর্বোচ্চ আদালত রাজি হয়েছেন।
ওয়াক্ফ বিল পাস হওয়ার পর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাতে সম্মতি দেওয়ায় সেটি আইনে রূপান্তরিত হয়েছে।
কেন্দ্রীয় সরকার গত মঙ্গলবার আইন কার্যকর করার বিজ্ঞপ্তি জারি করে। গতকাল মঙ্গলবারই নতুন আইন সারাদেশে বলবৎ হয়েছে। দ্য হিন্দুর খবরে বলা হয়েছে, এ আইনের বিরুদ্ধে বিক্ষোভ চলছেই ভারতের নানা শহরে। এরই মধ্যে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বুধবার দুপুরে এই আইনবিরোধী বিক্ষোভ থেকে আবারও সহিংসতার খবর এসেছে। এর আগে মঙ্গলবার ওই জেলারই রঘুনাথপুরে সহিংসতা ঘটেছিল। কয়েকটি মুসলিম সংগঠনের বিক্ষোভের পরে মুর্শিদাবাদ জেলার দুটি থানা এলাকায় পাঁচজনের বেশি জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়। ওই এলাকায় ইন্টারনেট পরিষেবাও বন্ধ করে দিয়েছে প্রশাসন। মঙ্গলবার রাত পর্যন্ত চলা ওই সহিংসতায় পুলিশের বেশ কয়েকটি গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, ভাঙচুর চালানো হয়েছে কিছু আবাসিক ভবন ও দোকানেও। এদিকে বুধবার
সুতি থানা এলাকায় আবারও সহিংসতা হয়েছে। এ ছাড়া মণিপুর, গুজরাট, তামিলনাড়ু, কর্ণাটক, কলকাতাসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড ভারতজুড়ে বিভিন্ন শহরে এই আইনের বিরুদ্ধে বিক্ষোভের আয়োজন করছে। মণিপুরের ইম্ফল উপত্যকার কিছু অংশে ওয়াক্ফ আইনের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হয়েছে। আর এই বিক্ষোভে অংশ নিয়েছেন হাজার হাজার নারী-পুরুষ ও শিশু। বিক্ষোভকারীরা এদিন মানববন্ধন করে বিতর্কিত এই বিলের বিরুদ্ধে স্লোগান দেন এবং বিক্ষোভ সমাবেশ করেন।
কেন্দ্রীয় সরকার গত মঙ্গলবার আইন কার্যকর করার বিজ্ঞপ্তি জারি করে। গতকাল মঙ্গলবারই নতুন আইন সারাদেশে বলবৎ হয়েছে। দ্য হিন্দুর খবরে বলা হয়েছে, এ আইনের বিরুদ্ধে বিক্ষোভ চলছেই ভারতের নানা শহরে। এরই মধ্যে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বুধবার দুপুরে এই আইনবিরোধী বিক্ষোভ থেকে আবারও সহিংসতার খবর এসেছে। এর আগে মঙ্গলবার ওই জেলারই রঘুনাথপুরে সহিংসতা ঘটেছিল। কয়েকটি মুসলিম সংগঠনের বিক্ষোভের পরে মুর্শিদাবাদ জেলার দুটি থানা এলাকায় পাঁচজনের বেশি জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়। ওই এলাকায় ইন্টারনেট পরিষেবাও বন্ধ করে দিয়েছে প্রশাসন। মঙ্গলবার রাত পর্যন্ত চলা ওই সহিংসতায় পুলিশের বেশ কয়েকটি গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, ভাঙচুর চালানো হয়েছে কিছু আবাসিক ভবন ও দোকানেও। এদিকে বুধবার
সুতি থানা এলাকায় আবারও সহিংসতা হয়েছে। এ ছাড়া মণিপুর, গুজরাট, তামিলনাড়ু, কর্ণাটক, কলকাতাসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড ভারতজুড়ে বিভিন্ন শহরে এই আইনের বিরুদ্ধে বিক্ষোভের আয়োজন করছে। মণিপুরের ইম্ফল উপত্যকার কিছু অংশে ওয়াক্ফ আইনের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হয়েছে। আর এই বিক্ষোভে অংশ নিয়েছেন হাজার হাজার নারী-পুরুষ ও শিশু। বিক্ষোভকারীরা এদিন মানববন্ধন করে বিতর্কিত এই বিলের বিরুদ্ধে স্লোগান দেন এবং বিক্ষোভ সমাবেশ করেন।