ডেঙ্গু কেড়ে নিয়েছে দিনমজুর বাবার স্বপ্ন, শোকে বোনের মৃত্যু – U.S. Bangla News




ডেঙ্গু কেড়ে নিয়েছে দিনমজুর বাবার স্বপ্ন, শোকে বোনের মৃত্যু

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ৭ ফেব্রুয়ারি, ২০২৪ | ৫:১১
‘পরের জমিতে কাজ কইরি, শীতের মধ্যে খেজুর গাছ লাগাইয়ি দুই ছাওয়ালের জন্যি খরচ করিচি। বড়ডা গত বছর চাকরি পাইছে। ছোট ছাওয়াল লেখাপড়া শিকপি, বড় অফিসার হবি এই আশায় কখনো ধার করে, কখনো সুদের উপরে লিয়েও টাকা পাটাইচি। ছাওয়ালও বইলতো, আমি চাকরি পাইলে তোমারে আর এইসব কাজ করতে দিব না। কিন্তু আমার কষ্ট আর দূর হইল না।’ বুক চাপড়ে কথাগুলো বলছিলেন নাটোরের বড়াইগ্রামের কাটাশকোল গ্রামের দিনমজুর আব্দুস সাত্তার মৃধা। তিনি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী মেধাবী ছাত্র মুরাদ হোসেন মৃধার বাবা। সোমবার সন্ধ্যায় রাবি’র গণিত বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুরাদ মারা যান। এদিকে, মুরাদের মৃত্যুর খবর সইতে না পেরে হৃদরোগে আক্রান্ত হয়ে

কয়েক ঘণ্টার মধ্যে চাচাতো বোন দোলেনা বেগমও (৫২) মৃত্যুবরণ করেন। জানা গেছে, ২৬ জানুয়ারি মুরাদ বাড়ি এসে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন। স্থানীয় চিকিৎসকের কাছে পাঁচ দিন চিকিৎসা করার পরও সুস্থ না হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে ডেঙ্গুর পাশাপাশি তার লিভার ও কিডনির সমস্যা ধরা পড়ে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সন্ধ্যায় তিনি মারা যান। রাতেই বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের নেতৃত্বে সহপাঠীরা তার লাশ বাড়িতে পৌঁছে দেন। মঙ্গলবার সরেজমিন দেখা গেছে, বাড়িতে টিনের ছাপড়া এবং পাটকাঠি ও বনের বেড়ার তিনটি ঘর। উঠানে খাটিয়ায় শোয়ানো মুরাদের লাশ। ছেলে হারা বাবা-মায়ের বুকফাটা কান্নায় পরিবেশ ভারি হয়ে উঠেছে। স্বজনরা তাদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা

করছেন। মুরাদের খালাতো ভাই আলমগীর কবিরাজ জানান, বাড়ির ভিটাসহ মাত্র বিঘাখানেক জমি আছে মুরাদের বাবার। দুই ছেলের মধ্যে বড় ছেলে ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে। স্ত্রীকে নিয়ে তিনি সেখানেই থাকে। মুরাদের বাবা পেশায় দিনমজুর। তবে শীতকালে খেজুর গাছ লাগিয়ে গুড় তৈরি করে বিক্রি করে ছেলের লেখাপড়াসহ কোনো রকমে নিজেদের সংসার চালান। মুরাদের বাবা জানান, মুরাদ মাত্র এক মাস আগে গণিত বিভাগ থেকে অনার্স পরীক্ষায় ফার্স্ট ক্লাস পেয়ে উত্তীর্ণ হন। সেই খবর পেয়ে আনন্দে অভাবের মাঝেও তিনি সবাইকে মিষ্টি কিনে খাইয়েছিলেন। জোয়াড়ী ইউপি চেয়ারম্যান আলী আকবর জানান, মঙ্গলবার সকালে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে লাশ দাফন করা হয়েছে। দরিদ্র বাবার মেধাবী সন্তানের এ

মৃত্যু সত্যিই খুব কষ্টকর।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বগুড়ায় নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণ আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ আজ ডিজিটাল হজ্জ ব্যবস্থাপনা প্রধানমন্ত্রী নিজেই তদারক করছেন : পলক ৭ মার্চের আগেই বঙ্গবন্ধু পথনির্দেশ দিয়েছিলেন : গণপূর্তমন্ত্রী স্কোয়াড্রন লিডার মুহাম্মদ আসিম জাওয়াদ এর ফিউনারেল প্যারেড অনুষ্ঠিত ৩২ সংগঠন নিয়ে ‘চট্টগ্রাম সঙ্গীত সংগঠন মোর্চা’র আত্মপ্রকাশ ডলারের বিনিময় হার নির্ধারণে বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত সঠিক : সালমান এফ রহমান সিআইপি কার্ড পেলেন ১৮৪ ব্যবসায়ী থাইল্যান্ডে এ বছর হিটস্ট্রোকে ৬১ জন প্রাণ হারিয়েছে : সরকার যুদ্ধবিরতি চুক্তি নিশ্চিত না করেই আলোচনা শেষ;গাজায় ইসরায়েলের হামলা শুরু তথ্যপ্রযুক্তি খাতে নারীদের জন্য বিশেষ কোটা চালু করা হবে : পলক গাজায় বোমা বিস্ফোরণে ৪ ইসরাইলি সেনা নিহত ঝাড়ু হাতে রাস্তা পরিষ্কার করলেন তামিম ইকবাল লোহাগড়ায় সাবেক চেয়ারম্যানকে গুলি করে হত্যা ৯৭ শতাংশ ওষুধের দাম নিয়ন্ত্রণহীন শর্তের জ্বালায় ভোক্তা জ্বলছে চাকরি দেওয়ার আশ্বাসে ঘুস গ্রহণের অভিযোগ ২ পুলিশের বিরুদ্ধে ঢাকাই সিনেমার নায়কদের যেভাবে মূল্যায়ন করেন নাদিয়া জলপাইগুড়ির মেয়ে এখন টালিগঞ্জের ‘তুফান গার্ল’ ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব পাশ