হঠাৎ ডায়রিয়ার প্রকোপ, মেঝেতে শয্যা পেতে চলছে চিকিৎসা – U.S. Bangla News




হঠাৎ ডায়রিয়ার প্রকোপ, মেঝেতে শয্যা পেতে চলছে চিকিৎসা

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ২২ মার্চ, ২০২৪ | ৯:২০
জয়পুরহাট জেলার পাঁচটি উপজেলায় ডায়রিয়ার প্রকোপ শুরু হয়েছে। গত এক সপ্তাহে জয়পুরহাটের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রগুলোতে ডায়রিয়া আক্রান্ত প্রায় ৫৫০ রোগী ভর্তি হয়েছেন। জেলা শহর ও এর আশপাশের এলাকায় ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা হঠাৎ বেড়ে যাওয়ায় বাধ্য হয়ে চিকিৎসা নিতে আসা ভর্তিকৃত রোগীদের শহরের ২৫০ শয্যাবিশিষ্ট জয়পুরহাট জেনারেল হাসপাতালের নির্ধারিত ডায়রিয়া ওয়ার্ডের বাইরের করিডোর ও বারান্দার মেঝেতেই শয্যা পেতে চিকিৎসা নিতে হচ্ছে। সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, এখন প্রতিদিন গড়ে শুধু জয়পুরহাট জেনারেল হাসপাতালেই ডায়রিয়া আক্রান্ত ৬০ থেকে ৬৫ জন রোগী ভর্তি হচ্ছেন। এদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছেন। তবে এর মধ্যে শিশুদের সংখ্যাই বেশি দেখা

যাচ্ছে। জয়পুরহাটের ভারপ্রাপ্ত জেলা সিভিল সার্জন ডাক্তার তুলসী চন্দ্র রায় ও জেনারেল হাসপাতালের তথ্যানুসারে, জেলায় গত ১৬ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত এক সপ্তাহে ডায়রিয়া আক্রান্ত মোট ৫২২ জন রোগী বিভিন্ন (কেবল সরকারি) হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে জেনারেল হাসপাতালে বৃহস্পতিবার ভর্তি হন ৯১ জন। বৃহস্পতি থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডায়রিয়া আক্রান্ত ৫২ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রাশেদ মোবারক জুয়েল বলেন, ‘চলতি শুষ্ক মৌসুমে ধুলোবালি পূর্ণ অস্বাস্থ্যকর খাবার, তেলে ভাজা ইফতারি সামগ্রী গ্রহণসহ জেলা শহরে চলমান ফোরলেন সড়কের ড্রেনের কাজ করার সময় অসতর্কতায় পৌরসভার পানির লাইন ফেটে সাপ্লাই পানি দূষিত হয়ে এ সমস্যা

হতে পারে।’
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গরমে ট্রেনের হাইড্রোলিক ব্রেকে আগুন, আতঙ্কে যাত্রীরা পিচ গলে ঝুঁকিতে সড়ক ভারতের লেন্স দিয়ে বাংলাদেশকে দেখে না যুক্তরাষ্ট্র: মার্কিন কর্মকর্তা যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের অভিযোগ মিথ্যা: হামাস নিউইয়র্কে বাংলা চলচ্চিত্র উৎসবে উপচে পড়া ভিড় যুক্তরাষ্ট্রকেই বিশ্বের নেতৃত্বে থাকতে হবে ২৬ এপ্রিল শুক্রবার নিউ ইয়র্কসহ যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে মোস্তফা কামাল রাজ পরিচালিত আঙিনায় চাষাবাদের প্রস্তুতি কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে আইটিতে ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত এমটিএর বিনামূল্যের বাস পরিসেবা শেষ হচ্ছে চলতি বছরেই ব্যাংকের দুর্দশাগ্রস্ত সম্পদ প্রকাশ করতে হবে রেকর্ড দাবদাহে ওষুধের মান নষ্টের শঙ্কা পঁচাত্তরেও তিনি ‘স্বপ্নচারিণী’ জীবনের শেষ বিসিএসটা দিতে পারলেন না ফাহাদ যুক্তরাষ্ট্র গেলেন বিএনপি নেতা আমির খসরু সরকার নির্ধারিত দাম কাগজে কলমে স্বতন্ত্র এমপিদের তোপের মুখে নৌকার কর্মীরা প্রধানমন্ত্রীর নির্দেশনা ও অনুশাসন উপেক্ষিত জীর্ণ রেল সেতুতে পদে পদে বিপদ কাল খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান আজ সিদ্ধান্ত প্রাথমিকের গরম ভোগাবে আরও ৫ দিন