অমর একুশে বইমেলা শুরু আজ – U.S. Bangla News




অমর একুশে বইমেলা শুরু আজ

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ১ ফেব্রুয়ারি, ২০২৪ | ৮:২৭
বছর ঘুরে আবার এলো বইমেলার মাস। বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং সোহরাওয়ার্দী উদ্যানে আজ শুরু হতে যাচ্ছে ভাষা আন্দোলনের চেতনায় ঋদ্ধ অমর একুশে বইমেলা-২০২৪। বছরটি লিপইয়ার বা অধিবর্ষ। তাই এবারের বইমেলা ২৯ দিনের। বাংলা একাডেমির আয়োজনে বইয়ের এ উৎসবে প্রায় সাড়ে ১১ লাখ বর্গফুট আয়তনের মাঠে ৬৩৫টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এর মধ্যে একাডেমি প্রাঙ্গণে ১২০টি প্রতিষ্ঠান ১৭৩টি ইউনিট এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৫১৫টি প্রতিষ্ঠান ৭৬৪ ইউনিট বরাদ্দ পেয়েছে। বাংলা একাডেমি প্রাঙ্গণে ১টি ও সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৩৬টি প্যাভিলিয়ন থাকবে। বৃহস্পতিবার বেলা ৩টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বইমেলা উদ্বোধন করবেন। এবারের বইমেলার মূল প্রতিপাদ্য ‘পড়ো বই গড়ো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ।’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বাংলা একাডেমি

প্রকাশিত ‘কালেক্টেড ওয়ার্কস অব শেখ মুজিবুর রহমান : ভলিউম-২’ সহ কয়েকটি নতুন বইয়ের মোড়ক উন্মোচন করবেন। এদিন তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারও প্রদান করবেন। এবার বইমেলার বিন্যাস গতবারের মতো রাখা হয়েছে; তবে কিছু আঙ্গিকগত পরিবর্তন আনা হয়েছে। বিশেষ করে মেট্রোরেল স্টেশনের অবস্থানগত কারণে গতবারের মেলার বাহির-পথ এবার একটু সরিয়ে মন্দির-গেটের কাছাকাছি নেওয়া হয়েছে। এছাড়া টিএসসি, দোয়েল চত্বর, এমআরটি বেসিং প্ল্যান্ট এবং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন অংশে মোট ৮টি প্রবেশ ও বাহির-পথ থাকবে। প্রতি শুক্র ও শনিবার মেলায় বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ‘শিশুপ্রহর’ থাকবে। অমর একুশে উদ্যাপনের অংশ হিসাবে শিশুকিশোর চিত্রাঙ্কন, আবৃত্তি এবং সংগীত প্রতিযোগিতার আয়োজন থাকছে। এবার লিটল ম্যাগাজিন চত্বর স্থানান্তরিত হয়েছে সোহরাওয়ার্দী

উদ্যানের উন্মুক্ত মঞ্চের কাছাকাছি গাছতলায়। সেখানে প্রায় ১৭০টি লিটলম্যাগকে স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। এবারের গ্রন্থমেলায় বাংলা একাডেমি প্রকাশ করছে নতুন ও পুনর্মুদ্রিত ১০০টি বই। বইমেলায় বাংলা একাডেমি এবং মেলায় অংশগ্রহণকারী অন্যান্য প্রতিষ্ঠান ২৫ শতাংশ কমিশনে বই বিক্রি করবে। ১ থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটির দিন ছাড়া প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বইমেলা খোলা থাকবে। রাত সাড়ে ৮টার পর কেউ মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন না। ছুটির দিন বইমেলা চলবে বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত। ২১ ফেব্রুয়ারি মেলা শুরু হবে সকাল ৮টায়, চলবে রাত ৯টা পর্যন্ত।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রায় বাস্তবতার ছাপ ব্যবস্থা না নেয়ায় আরও ‘বেপরোয়া’ এমপিরা ডোনাল্ড লু আজ ঢাকায় আসছেন এমভি আবদুল্লাহর নাবিক-পরিবারে ঈদের আনন্দ গাজীপুরে নারী আইনজীবীর ঝুলন্ত লাশ উদ্ধার ভারতে বিলবোর্ড ভেঙে পড়ে নিহত ৩ কেজরিওয়ালকে পদচ্যুত করার আবেদন খারিজ যে কারণে জাপানে কমছে নারী সেনাদের সংখ্যা আদালতে হঠাৎ অসুস্থ বাবুল আক্তার, সাক্ষ্যগ্রহণ পেছাল আদালতে হঠাৎ অসুস্থ বাবুল আক্তার, সাক্ষ্যগ্রহণ পেছাল ডোনাল্ড লুর সফর গুরুত্বপূর্ণ নয়: বিএনপি ভারতে চতুর্থ দফার ভোটও শান্তিপূর্ণ যুক্তরাষ্ট্রে স্নাতক সমাপনী অনুষ্ঠানেও শিক্ষার্থীদের বিক্ষোভ জাল সনদে চাকরি: বিআরটিএ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা রেলের গাড়ি নিয়ে চুরি করতে গিয়ে গ্রেফতার জনপ্রশাসনের ড্রাইভার কুতুবদিয়ায় নোঙর করেছে এমভি আবদুল্লাহ ইউরোপকে যেভাবে দুই ভাগ করল চীন ইউক্রেনে নতুন অভিযান চালাচ্ছে রাশিয়া ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে আরও ৩৬ রোগী এপ্রিলে খাদ্যে মূল্যস্ফীতি বেড়ে ১০.২২ শতাংশ