‘হল কি তোর বাপের, থাকতে হলে টাকাপয়সা দিতে হবে’ – U.S. Bangla News




রাজশাহী বিশ্ববিদ্যালয়

‘হল কি তোর বাপের, থাকতে হলে টাকাপয়সা দিতে হবে’

শিক্ষার্থীকে ছাত্রলীগ নেতার হুমকি

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ২৭ মার্চ, ২০২৩ | ১০:১৮
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ হবিবুর রহমান হলের এক আবাসিক ছাত্রকে মারধর করে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে। প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও করেছেন ভুক্তভোগী। গত ১২ মার্চ প্রাণনাশের হুমকি এবং গতকাল রোববার বিকেলে তাঁকে মারধর করা হয়। এ ঘটনায় রোববার রাতে নগরীর মতিহার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ওই ছাত্র। ভুক্তভোগী ফয়সাল আহম্মেদ বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ছাত্র। তিনি শহীদ হবিবুর রহমান হলের ৪০৪ নম্বর কক্ষে থাকেন।
অভিযুক্ত ছাত্রলীগ নেতার নাম মনিরুল ইসলাম স্বপন। তিনি রাবি ছাত্রলীগের সহসম্পাদক এবং ফোকলোর বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ছাত্র। দীর্ঘদিন আগে পড়ালেখা শেষ হলেও এখনও শহীদ হবিবুর

রহমান হলের ৩০৫ নম্বর কক্ষে থাকেন তিনি।
স্বপন ছাড়াও অজ্ঞাতপরিচয় আরও ২০-২৫ ছাত্রলীগ নেতাকর্মী এ ঘটনায় জড়িত বলে থানায় লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, গত ১২ মার্চ রাত সাড়ে ৮টার দিকে শহীদ হবিবুর রহমানের হলের ৪০৪ নম্বর কক্ষে গিয়ে ফয়সালকে ছাত্রলীগ নেতা স্বপন হুমকি দেন. ‘তুমি এখন রুম থেকে বের হয়ে চলে যাও। না গেলে তোমাকে প্রাণে মেরে ফেলব। তোমাকে বাঁচানোর মতো কেউ নাই।’ হুমকি দিয়ে তিনি অন্য এক ছাত্রের বিছানাপত্র তাঁর কক্ষে রেখে চলে যান। এর পর রোববার রাত সাড়ে ৮টার দিকে ২০-২৫ জনকে সঙ্গে নিয়ে ওই কক্ষে যান স্বপন। এ সময়

তিনি বলেন, ‘তোকে না রুম থেকে বের হয়ে যেতে বলেছিলাম? তুই এই রুমে এখনও কী করিস? হল কী তোর বাপের, আমার এই ব্লকে থাকতে হলে আমাকে টাকাপয়সা দিয়ে থাকতে হবে।’ এ নিয়ে প্রতিবাদ করলে স্বপন তাঁকে এলোপাতাড়ি মারধর করেন। পরে ছাত্রলীগ নেতারা তাঁর বিছানাপত্র বাইরে ফেলে দেন। আশপাশের অন্যরা এগিয়ে আসলে ছাত্রলীগ নেতাকর্মীরা হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে চলে যান। পরে ফয়সাল অন্যদের সহযোগিতায় বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা নেন। ফয়সাল  জানান, গত ৮ মার্চ হল প্রাধ্যক্ষের মাধ্যমে তিনি হলে উঠেন। তিনি আবাসিক ছাত্র। তবে ১২ মার্চ রাতেই ছাত্রলীগ নেতা স্বপন তাঁকে কক্ষ থেকে নেমে যেতে বলেন। এরপর রোববার বিকেলে গিয়ে তাঁকে মারধর

করেন। এ ঘটনায় সোমবার হল প্রাধ্যক্ষসহ প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দেবেন বলেও জানান তিনি। এ বিষয়ে অভিযুক্ত স্বপন বলেন, ‘৪০৪ নম্বর কক্ষে এক ছোট ভাই ছিল। ওখানে এক দরিদ্র শিক্ষার্থী উঠার কথা ছিল। তাঁর আবাসিকতা রয়েছে। তবে হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান অপু টাকা নিয়ে ফয়সালকে ওই কক্ষে তুলে দিয়েছেন। গতকাল (রোববার) ওই কক্ষে গিয়ে বিষয়টি নিয়ে কথা বলতে গেলে ফয়সাল বেয়াদবি করে। এ সময় উচ্চবাচ্য হয়। তবে মারধর দূরে থাক, তাঁর গায়ে ফুলের টোকাও দেওয়া হয়নি। আমাকে রাজনৈতিকভাবে হেয় করতে মিথ্যা অভিযোগ করা হয়েছে।’ এ ঘটনায় সম্মানহানি হয়েছে দাবি করে স্বপন বলেন, আমিও থানায় অভিযোগ দেব। আদালতে মানহানির মামলা করব। দীর্ঘদিন

আগে পড়ালেখা শেষ হওয়ার পরও হলে থাকার বিষয়ে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি গোলাম কিবরিয়া আমার চেয়ে অনেক সিনিয়র। তিনিও তো এখনও হলে থাকেন। তাহলে আমি থাকলে দোষ কী? আর আমি তো একা সিটে থাকি না। ছোটভাইদের প্রতি ভালোবাসা থাকায় তাদের সঙ্গেই থাকি।’ এ বিষয়ে ফয়সাল জানান, তিনি প্রাধ্যক্ষের মাধ্যমেই হলে উঠেছেন। ছাত্রলীগ নেতা অপুর মাধ্যমে উঠেননি। আর তিনি রাজনীতিও করেন না। হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান অপু বলেন, ভুক্তভোগী শিক্ষার্থীকে আমি চিনি ২ দিন আগে থেকে। অথচ সে হলে আছে এক মাসের বেশি। স্বপন নিজে বাঁচার জন্য আমার ওপর দোষ দিচ্ছে। হল প্রাধ্যক্ষ অধ্যাপক শরিফুল ইসলামও জানিয়েছেন তিনি ফয়সালকে আবাসিকতা

দিয়েছেন। তিনি  বলেন, ‘রোববার ঢাকায় ছিলাম। রাতে রাজশাহী ফিরে সকালে হলে এসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। তাঁকে আমি নিজেই হলের ৪০৪ নম্বর কক্ষে আবাসিকতা দিয়েছি।’ আজ সোমবার বিকেল ৫টা পর্যন্ত লিখিত অভিযোগ পাননি বলে জানান তিনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন প্রাধ্যক্ষ। এ বিষয়ে মতিহার থানার ওসি হাফিজুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এর আগে ২০২০ সালের ৫ মার্চ স্বপনের বিরুদ্ধে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধর করে মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছিল। এ বিষয়টি তখন গণমাধ্যমে এলে ছাত্রলীগের আরেক পক্ষ ভুক্তভোগীর মোবাইল ফোনটি উদ্ধার করে দেয়।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গরমে ট্রেনের হাইড্রোলিক ব্রেকে আগুন, আতঙ্কে যাত্রীরা পিচ গলে ঝুঁকিতে সড়ক ভারতের লেন্স দিয়ে বাংলাদেশকে দেখে না যুক্তরাষ্ট্র: মার্কিন কর্মকর্তা যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের অভিযোগ মিথ্যা: হামাস নিউইয়র্কে বাংলা চলচ্চিত্র উৎসবে উপচে পড়া ভিড় যুক্তরাষ্ট্রকেই বিশ্বের নেতৃত্বে থাকতে হবে ২৬ এপ্রিল শুক্রবার নিউ ইয়র্কসহ যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে মোস্তফা কামাল রাজ পরিচালিত আঙিনায় চাষাবাদের প্রস্তুতি কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে আইটিতে ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত এমটিএর বিনামূল্যের বাস পরিসেবা শেষ হচ্ছে চলতি বছরেই ব্যাংকের দুর্দশাগ্রস্ত সম্পদ প্রকাশ করতে হবে রেকর্ড দাবদাহে ওষুধের মান নষ্টের শঙ্কা পঁচাত্তরেও তিনি ‘স্বপ্নচারিণী’ জীবনের শেষ বিসিএসটা দিতে পারলেন না ফাহাদ যুক্তরাষ্ট্র গেলেন বিএনপি নেতা আমির খসরু সরকার নির্ধারিত দাম কাগজে কলমে স্বতন্ত্র এমপিদের তোপের মুখে নৌকার কর্মীরা প্রধানমন্ত্রীর নির্দেশনা ও অনুশাসন উপেক্ষিত জীর্ণ রেল সেতুতে পদে পদে বিপদ কাল খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান আজ সিদ্ধান্ত প্রাথমিকের গরম ভোগাবে আরও ৫ দিন